ETV Bharat / state

BJP কর্মীকে বঁটি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - Nadia crime news

আজ মাছ বাজারে যান প্রদীপ ।  হঠাৎ ওই এলাকার তৃণমূলের এক সক্রিয় কর্মী প্রদীপকে মাছ কাটার বঁটি দিয়ে কোপাতে থাকে । চিৎকার-চেঁচামেচি হলে ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী । এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রদীপকে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে আসেন । আশঙ্কাজনক অবস্থায় প্রদীপ সেখানে চিকিৎসাধীন । অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

nadia
nadia
author img

By

Published : Jun 3, 2020, 4:50 PM IST

রানাঘাট, 3জুন : এক BJP কর্মীকে বঁটি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে । রানাঘাট থানার কুপার্স ক্যাম্প এলাকার ঘটনা । আহত অবস্থায় প্রদীপ বিশ্বাস নামের ওই ব্যক্তিকে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

কুপার্স ক্যাম্পের বাসিন্দা প্রদীপ বিশ্বাস । দীর্ঘদিন ধরে এলাকায় BJP-র সক্রিয় কর্মী হিসেবে পরিচিত । পাশাপাশি তাঁর পরিবারের সকলেই দীর্ঘদিন ধরেই BJP-র সঙ্গে যুক্ত । এখন BJP- র প্রতি বিরোধ থেকেই প্রদীপের উপর হামলা বলে অভিযোগ উঠেছে ।

আজ মাছ বাজারে যান প্রদীপ । হঠাৎ ওই এলাকার তৃণমূলের এক সক্রিয় কর্মী প্রদীপকে মাছ কাটার বঁটি দিয়ে কোপাতে থাকে । চিৎকার-চেঁচামেচি হলে ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী । এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রদীপকে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে আসেন । আশঙ্কাজনক অবস্থায় প্রদীপ সেখানে চিকিৎসাধীন । অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

কুপার্স ক্যাম্প BJP-র অভিযোগ, প্রদীপ দীর্ঘদিন ধরেই BJP-র সঙ্গে যুক্ত । এই কারণে এর আগেও তৃণমূলের তরফে তাঁকে একাধিকবার খুনের চেষ্টা করা হয় । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই আজও হামলা চালিয়েছে বলে অভিযোগ । এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি রানাঘাট থানার পুলিশ । দোষীদের সন্ধানে তদন্ত চলছে ।

রানাঘাট, 3জুন : এক BJP কর্মীকে বঁটি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে । রানাঘাট থানার কুপার্স ক্যাম্প এলাকার ঘটনা । আহত অবস্থায় প্রদীপ বিশ্বাস নামের ওই ব্যক্তিকে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

কুপার্স ক্যাম্পের বাসিন্দা প্রদীপ বিশ্বাস । দীর্ঘদিন ধরে এলাকায় BJP-র সক্রিয় কর্মী হিসেবে পরিচিত । পাশাপাশি তাঁর পরিবারের সকলেই দীর্ঘদিন ধরেই BJP-র সঙ্গে যুক্ত । এখন BJP- র প্রতি বিরোধ থেকেই প্রদীপের উপর হামলা বলে অভিযোগ উঠেছে ।

আজ মাছ বাজারে যান প্রদীপ । হঠাৎ ওই এলাকার তৃণমূলের এক সক্রিয় কর্মী প্রদীপকে মাছ কাটার বঁটি দিয়ে কোপাতে থাকে । চিৎকার-চেঁচামেচি হলে ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী । এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রদীপকে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে আসেন । আশঙ্কাজনক অবস্থায় প্রদীপ সেখানে চিকিৎসাধীন । অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

কুপার্স ক্যাম্প BJP-র অভিযোগ, প্রদীপ দীর্ঘদিন ধরেই BJP-র সঙ্গে যুক্ত । এই কারণে এর আগেও তৃণমূলের তরফে তাঁকে একাধিকবার খুনের চেষ্টা করা হয় । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই আজও হামলা চালিয়েছে বলে অভিযোগ । এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি রানাঘাট থানার পুলিশ । দোষীদের সন্ধানে তদন্ত চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.