ETV Bharat / state

বিধায়ক খুনের প্রতিবাদে হাঁসখালিতে রেল অবরোধ - সত্যজিৎ বিশ্বাস

তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের প্রতিবাদে রেল অবরোধ। আজ সকালে হাঁসখালির ভাইনা হল্টের সামনে রেল অবরোধ করেন তৃণমূল সমর্থকরা। যার জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। অসুবিধায় পড়েন যাত্রীরা। কিছুক্ষণ পর অবশ্য অবরোধ তুলে নেওয়া হয়।

রেল অবরোধ তৃণমূল সমর্থকদের
author img

By

Published : Feb 11, 2019, 12:03 PM IST

হাঁসখালি, ১১ ফেব্রুয়ারি : তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের প্রতিবাদে রেল অবরোধ। আজ সকালে হাঁসখালির ভাইনা হল্টের সামনে রেল অবরোধ করেন তৃণমূল সমর্থকরা। যার জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। অসুবিধায় পড়েন যাত্রীরা। কিছুক্ষণ পর অবশ্য অবরোধ তুলে নেওয়া হয়।

শনিবার বাড়ির সামনে একটি ক্লাবের সরস্বতী পুজোর অনুষ্ঠানে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সত্যজিৎ বিশ্বাসের। ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে CID-কে। এখন পর্যন্ত সুজিত মণ্ডল ও কার্তিক মণ্ডল নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাসপেন্ড করা হয়েছে হাঁসখালি থানার OC অনিন্দ্য বসুকে। তবে মূল অভিযুক্ত অভিজিৎ পুণ্ডুরী পলাতক। অভিযোগ, তৃণমূল বিধায়ককে গুলি চালিয়েছিল অভিজিৎ।

হাঁসখালি, ১১ ফেব্রুয়ারি : তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের প্রতিবাদে রেল অবরোধ। আজ সকালে হাঁসখালির ভাইনা হল্টের সামনে রেল অবরোধ করেন তৃণমূল সমর্থকরা। যার জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। অসুবিধায় পড়েন যাত্রীরা। কিছুক্ষণ পর অবশ্য অবরোধ তুলে নেওয়া হয়।

শনিবার বাড়ির সামনে একটি ক্লাবের সরস্বতী পুজোর অনুষ্ঠানে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সত্যজিৎ বিশ্বাসের। ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে CID-কে। এখন পর্যন্ত সুজিত মণ্ডল ও কার্তিক মণ্ডল নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাসপেন্ড করা হয়েছে হাঁসখালি থানার OC অনিন্দ্য বসুকে। তবে মূল অভিযুক্ত অভিজিৎ পুণ্ডুরী পলাতক। অভিযোগ, তৃণমূল বিধায়ককে গুলি চালিয়েছিল অভিজিৎ।


Lucknow (Uttar Pradesh), Feb 11 (ANI): As Congress' general secretary for Eastern Uttar Pradesh Priyanka Gandhi is set to visit the state on Monday, Bharatiya Janata Party (BJP) took jibe at the party saying Prime Minister Narendra Modi believed in the slogan of "beti bachao, beti padhao" while the grand old party believed in "beti lao, bete ko bachao". "This is an internal matter of Congress that they have made Priyanka ji the General Secy. Our PM says,'beti bachao beti padhao' while Congress and Sonia Gandhi's slogan is beti lao bete ko bachao'. BJP is not at all worried and she is welcomed in Uttar Pradesh," Sidharth Nath Singh, minister in UP government told ANI.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.