ETV Bharat / state

Video Controversy : খোলা জিপ, হাতে পিস্তল, কালো পোশাকে জাতীয় সড়কের মাঝখানে ও কে ?

সিনেমার হিরোর মতো একটা ভিডিয়ো তৈরি করেছিলেন তিনি ৷ হাতে পিস্তল ৷ কালো হুডখোলা জিপ ৷ রয়েছে শাগরেদরাও ৷ এতে দোষের কিছু ছিল না ৷ শুধু তিনি পঞ্চায়েত প্রধানের ছেলে আর প্রধান তৃণমূলের ৷ তার জেরেই বিপাকে বাপ-বেটা দু'জনে ৷

জাতীয় সড়কের মাঝখানে শহিদুল
জাতীয় সড়কের মাঝখানে শহিদুল
author img

By

Published : Aug 7, 2021, 10:32 AM IST

নদিয়া, 7 অগস্ট : হুড খোলা জিপ থেকে 34 নং জাতীয় সড়কের (পিছনে টোল প্লাজা) মাঝখানে পা রাখলেন এক যুবক ৷ পায়ে স্পোর্টস শু, পরনে কালো রঙের কুর্তা, চোস্তা ৷ হাতে পিস্তল ৷ কুর্তার হাতা গোটাতে গোটাতে এগিয়ে চলেছেন তিনি, এক আঙুলে পিস্তল ঘুরিয়ে এবার কালো রঙের জিপের সামনে এসে ধরা দিলেন ক্যামেরায়, চোখে সবুজ চশমা ৷ পিছন থেকে একে একে তার পাশে এসে দাঁড়াল সাঙ্গপাঙ্গরা ৷ জিপের আলো জ্বলছে, নিভছে ৷ ব্যাকগ্রাউন্ডে তাল মিলিয়ে মিউজিক ৷ কী মনে হচ্ছে, সিনেমার আরম্ভে হিরোর আগমন ? না, ইনি তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে ৷

সিনেমার কায়দায় করা এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে দিকে দিকে ছড়িয়ে পড়েছে ৷ তাতে বিপাকে পড়েছেন নদিয়ার নাকাশিপাড়া থানার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মহিউদ্দিন শেখ ৷ কারণ পিস্তল হাতে যুবকটি তাঁর ছেলে ৷ বিষয়টি প্রশাসনের নজরে এলে প্রধান ও তাঁর ছেলেকে থানায় ডেকে পাঠানো হয় । জিজ্ঞাসাবাদের পর প্রধানের ছেলে শহিদুল ওই পিস্তলটি থানায় নিয়ে যায় ।

ফিল্মি কায়দায় হাতে পিস্তল ছেলের, বিতর্কে তৃণমূল পঞ্চায়েত প্রধান

আরও পড়ুন : Mukul Roy : কৃষ্ণনগরে বেফাঁস মুকুল, উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল !

সূত্রের খবর, পিস্তলটি আদতে খেলনা ছিল । শুধুমাত্র ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্যে ওই পিস্তলটি ব্যবহার করেছিলেন শহিদুল । তাঁর বাবা পঞ্চায়েত প্রধান মহিউদ্দিন শেখ জানিয়েছেন, ভিডিয়ো করার শখ থেকে এই ফিল্মি কায়দার ভিডিয়োটি বানিয়েছে ছেলে । তবে প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে যাতে এই ধরনের ভিডিয়ো আর না বানায় শহিদুল । তিনিও ছেলেকে নিষেধ করেছেন । হয়তো তাঁর দলীয় সূত্রের জন্য এই ভিডিয়ো নিয়ে এত শোরগোল, নাহলে এমন ভিডিয়ো তো অনেকে তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, ভাইরাল হয়, মত তৃণমূল পঞ্চায়েত প্রধানের ৷

নদিয়া, 7 অগস্ট : হুড খোলা জিপ থেকে 34 নং জাতীয় সড়কের (পিছনে টোল প্লাজা) মাঝখানে পা রাখলেন এক যুবক ৷ পায়ে স্পোর্টস শু, পরনে কালো রঙের কুর্তা, চোস্তা ৷ হাতে পিস্তল ৷ কুর্তার হাতা গোটাতে গোটাতে এগিয়ে চলেছেন তিনি, এক আঙুলে পিস্তল ঘুরিয়ে এবার কালো রঙের জিপের সামনে এসে ধরা দিলেন ক্যামেরায়, চোখে সবুজ চশমা ৷ পিছন থেকে একে একে তার পাশে এসে দাঁড়াল সাঙ্গপাঙ্গরা ৷ জিপের আলো জ্বলছে, নিভছে ৷ ব্যাকগ্রাউন্ডে তাল মিলিয়ে মিউজিক ৷ কী মনে হচ্ছে, সিনেমার আরম্ভে হিরোর আগমন ? না, ইনি তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে ৷

সিনেমার কায়দায় করা এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে দিকে দিকে ছড়িয়ে পড়েছে ৷ তাতে বিপাকে পড়েছেন নদিয়ার নাকাশিপাড়া থানার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মহিউদ্দিন শেখ ৷ কারণ পিস্তল হাতে যুবকটি তাঁর ছেলে ৷ বিষয়টি প্রশাসনের নজরে এলে প্রধান ও তাঁর ছেলেকে থানায় ডেকে পাঠানো হয় । জিজ্ঞাসাবাদের পর প্রধানের ছেলে শহিদুল ওই পিস্তলটি থানায় নিয়ে যায় ।

ফিল্মি কায়দায় হাতে পিস্তল ছেলের, বিতর্কে তৃণমূল পঞ্চায়েত প্রধান

আরও পড়ুন : Mukul Roy : কৃষ্ণনগরে বেফাঁস মুকুল, উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল !

সূত্রের খবর, পিস্তলটি আদতে খেলনা ছিল । শুধুমাত্র ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্যে ওই পিস্তলটি ব্যবহার করেছিলেন শহিদুল । তাঁর বাবা পঞ্চায়েত প্রধান মহিউদ্দিন শেখ জানিয়েছেন, ভিডিয়ো করার শখ থেকে এই ফিল্মি কায়দার ভিডিয়োটি বানিয়েছে ছেলে । তবে প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে যাতে এই ধরনের ভিডিয়ো আর না বানায় শহিদুল । তিনিও ছেলেকে নিষেধ করেছেন । হয়তো তাঁর দলীয় সূত্রের জন্য এই ভিডিয়ো নিয়ে এত শোরগোল, নাহলে এমন ভিডিয়ো তো অনেকে তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, ভাইরাল হয়, মত তৃণমূল পঞ্চায়েত প্রধানের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.