চাকদহ, 9 মে : ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই রাজনৈতিক হিংসা অব্যাহত । নদিয়ার চাকদহ বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর চলছে হামলা ৷ মারধর করা হচ্ছে ৷ এছাড়াও বাড়িঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
রবিবার ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের বাড়িতে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা শান্তিপুর বিধানসভায় বিজেপির বিধায়ক জগন্নাথ সরকার । পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীর পরিবারগুলির সঙ্গে কথা বলেন ৷ বিষয়গুলি শীর্ষ নেতৃত্বকে জানানো হবে বলে আশ্বাস দেন তিনি ৷ জগন্নাথ সরকার বলেন, প্রশাসন যেন এর তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করে সেই পদক্ষেপ নেওয়া হবে ।
আরও পড়ুন : বারাসতে করোনা সন্দেহে মৃতের দেহ পড়ে রইল 16 ঘণ্টা
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তাদের দাবি, বিজেপি পরাজিত হওয়ার পর তৃণমূলকে কালিমালিপ্ত করতে ইচ্ছাকৃতভাবে নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে ।