রানাঘাট, 12 এপ্রিল: 'কসাই' নাটক পরিবেশন করে আক্রান্ত নাট্যকার ৷ নাটকটি কবি-সাহিত্যিক ভারভারা রাওয়ের রচিত ৷ এই নাটক প্রদর্শন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে নদিয়ার রানাঘাটে ৷ গত 9 এপ্রিল রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ রানাঘাটে নিজের বাড়িতে আক্রান্ত হন নাট্যকার নিরুপম ভট্টাচার্য ৷ তাঁর নিজের সৃজক নাট্যদল আছে ৷ অভিযোগ, ওইদিন রাতে তাঁর বাড়িতে তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী তাঁকে মারধর করে ৷ তাঁর বাবা-মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য ও কর্মীরা ৷
নিরূপম জানান, এই নাটকে রাষ্ট্রীয় নিপীড়নের কথা তুলে ধরা হয়েছে ৷ তিনি ও তাঁর দল সৃজক সেদিন নাটকটির 21তম শো করে বাড়ি ফেরেন ৷ এরপর বাড়ির সামনে ঘোরাঘুরি করার সময় প্রথমে সৌজন্যমূলক কথাবার্তা শুরু হয় ৷ এ থেকে নাটক নিয়ে বচসা এবং তারপর তাঁর উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা ৷ আক্রমণের হাত থেকে রেহাই পাননি নিরুপমের 76 বছর বয়সি বাবা নৃপেন্দ্রনাথ ভট্টাচার্যও ! তাঁর মা ও স্ত্রী এই ঘটনায় আতঙ্কিত ৷ পাশাপাশি তাঁকে হুমকি দেওয়া হয় যে, এই নাটকের রিহার্সাল অবিলম্বে বন্ধ করতে হবে ৷ এই পাড়ায় নাটক করা যাবে না ৷
এরপর নিরুপম ভট্টাচার্য 10 এপ্রিল সকালে রানাঘাট থানায় অভিযোগ জানাতে গেলেও থানা তা গ্রহণ করেনি ৷ এরপর 11 এপ্রিল এপিডিআর কৃষ্ণনগর শাখা ও অন্য নাট্যদলের কর্মীরা থানায় অভিযোগ দায়েরে চাপ দিলে শেষে একটি জিডিই নেওয়া হয় ৷ পরে নাট্যকার নিরুপম ভট্টাচার্য রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হন ৷
যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য দেবাশিস খাঁ বলেন, "তাঁকে সব সময় সহযোগিতা করা হয় ৷ তাঁর সব অভিযোগ মিথ্যে ৷ তাঁকে (নিরূপম ভট্টাচার্য) আমরা বড়দা বলে ডাকি ৷ তিনি মানসিকভাবে বিপর্যস্ত থাকেন ৷ সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি রয়েছে ৷ কেউ তাঁকে মারধর করেনি ৷ সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে ৷ যদি জানতাম তিনি এই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করবেন, তাহলে আমরাও আগে থেকে কোনও একটা ব্যবস্থা গ্রহণ করতাম ৷" এদিকে নাট্যকার নিরুপম ভট্টাচার্যের অভিযোগ, "গত ফেব্রুয়ারি মাসে আমরা 'কসাই' নামের নাটকটি করি ৷ এই নাটকটিতে রাষ্ট্রই আসলে কসাই বলা হয়েছে ৷ অর্থাৎ রাষ্ট্রের অনাচারে সেই বিষয়টি তুলে ধরা হয় ৷ গত ফেব্রুয়ারি মাস থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিভিন্নভাবে নাটক না-করার হুমকি দিচ্ছিল ৷"
আরও পড়ুন : বউয়ের থেকে মুক্তি চাই ! নিজের খুনের 'নাটক' করে ধৃত শ্রমিক