ধানতলা, 21 মে : ঠিক সময়ে অক্সিজেন দিয়ে এক মহিলার প্রাণ বাঁচালেন রেড ভলেন্টিয়াররা ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার কামালপুর গ্রামে ৷
কামালপুর বাসিন্দা তৃণমূলের পঞ্চায়েত সদস্য় সাধন দাসের স্ত্রী সাথী দাসের শ্বাসকষ্ট শুরু হয় গতকাল রাতে ৷ দেখা যায় তাঁর অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে ৷ অনেক সন্ধান করেও স্ত্রীর জন্য় অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতে পারেনি শাসকদলের ওই পঞ্চায়েত সদস্য়। খবর পেয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাঁদের বাড়িতে পৌঁছান রেড ভলেন্টিয়ারের সদস্যরা ।
আরও পড়ুন : কাঁকসার সবুজ ঘেরা আদিবাসীদের জীবন, নেই কোভিড আতঙ্ক
এরপর অক্সিজেন যুক্ত অ্যাম্বুলেন্স জোগাড় করে রোগীকে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে আসেন রেড ভলেন্টিয়ারের সদস্যরাই ৷ আপাতত সেখানেই চিকিৎসাধীন সাথীদেবী । তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল । এমন পরিষেবা পেয়ে স্বভাবতই খুশি পরিবারের সদস্যরা ।