নদিয়া, 26 মার্চ: এখনও পর্যন্ত নদিয়ায় কোরোনা আক্রান্তের খবর নেই ৷ যদিও কোরোনা সন্দেহে ভরতি 15 জন ৷ তাই ভবিষ্যতের কথা মাথায় রেখেই নদিয়া জেলায় বাড়ানো হল আইসোলেশন এবং কোয়ারেন্টাইন বেডের সংখ্যা । সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন নদিয়া জেলা ডেপুটি CMOH 2 অসিতকুমার দেওয়ান ।
এখনও পর্যন্ত গোটা নদিয়া জেলায় 27 জনকে সাসপেক্টেড হিসেবে চিহ্নিত করা হয়েছে । তার মধ্যে 12 জনকে ছেড়ে দেওয়া হয়েছে । এখনও আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছে 15 জন । এখনও পর্যন্ত নদিয়ায় কোরোনা ভাইরাসে আক্রান্ত খবর নেই । জেলায় আইসোলেশন সেন্টারের সংখ্যা 7টি ৷ জরুরি পরিষেবার কথা মাথায় রেখে আইসোলেশন বেড সংখ্যা 47 থেকে 64-তে বাড়ানো হয়েছে । অন্যদিকে জেলায় কোয়ারেন্টাইন সেন্টার সংখ্যা 6টি ৷ সেখানেও বেড সংখ্যা বাড়ানো হয়েছে । 6টি কোয়ারান্টাইন সেন্টারের মধ্যে আগে ছিল 347টি বেড ৷ সেই সংখ্যা বাড়িয়ে 406টি করা হয়েছে । এই 6টি কোয়ারেন্টাইন সেন্টারে এখনও পর্যন্ত 835 জনকে ভরতি করা হয়েছে । তার মধ্যে 749 জনকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ জেলায় এখনও পর্যন্ত হোম কোয়ারান্টাইনে রয়েছেন 15717 জন ৷