ETV Bharat / state

Esha Bhowmik Stuck in Ukraine: ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে নদিয়ার ইশা - Esha Bhowmik Stuck in Ukraine

ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে মেডিকেল কলেজের ছাত্রী (Esha Bhowmik Stuck in Ukraine)। চরম দুশ্চিন্তায় রয়েছে ছাত্রীর পরিবার । ঘরের মেয়েকে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনতে সরকারের কাছে কাতর আর্জি পরিবারের ।

Esha Bhowmik Stuck in Ukraine
ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে নদিয়ার ইশা
author img

By

Published : Feb 26, 2022, 7:06 PM IST

নদিয়া, 26 ফেব্রুয়ারি: ডাক্তারি পড়তে তিন বছর আগে ইউক্রেন পাড়ি নদিয়ার জাগুলিয়ার ইশা ভৌমিকের । চরম দুশ্চিন্তায় রয়েছে ছাত্রীর পরিবার । তাদের ঘরের মেয়েকে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়, সরকারের কাছে কাতর আবেদন ছাত্রীর পরিবারের (Horinghata Student Ukraine)।

আরও পড়ুন: Bengalis in Ukraine : সারারাত হেঁটে রোমানিয়া সীমান্ত, হাসিমুখে সেলফি নেহাদের

উল্লেখ্য, তিন বছর আগে সফল ডাক্তারের স্বপ্ন নিয়ে ইউক্রেন পাড়ি দিয়েছিল নদিয়ার হরিণঘাটা থানার জাগুলিয়ার ইশা ভৌমিক । ইউক্রেনের প্রিওগোভ মেমোরিয়াল মেডিক্যাল ইউনির্ভাসিটিতে ভর্তি হয় সে । এই বছর তৃতীয় বর্ষ চলছিল ডাক্তারির । সব কিছু ঠিকঠাক চললেও 24 ফেব্রুয়ারি ছন্দ পতন হয় । এদিনই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া । যুদ্ধের দামামা বাজতেই দুশ্চিন্তায় পরিবার । ইশার সঙ্গে ইন্টারনেট মারফত কথা হলেও, নিশ্চিন্ত হতে পারছেন না ইশার পরিবার ।

ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে নদিয়ার ইশা

ছাত্রী ইশার মা মানসী ভৌমিক জানান, মাঝেমধ্যে ইন্টারনেটের মাধ্যমে তাঁদের কথা চলছে । মেয়ে তাঁদের আশ্বস্ত করেছে ভাল আছি, সব ঠিক হয়ে যাবে । কিন্তু দুশ্চিন্তায় ঘুম কেড়েছে বাবা-মায়ের । সরকারের কাছে ইশার পরিবারের কাতর আর্জি যত দ্রুত সম্ভব শুধু তাঁদের মেয়ে এবং আরও যে ক'জন ভারতীয় ছাত্রছাত্রী আটকে রয়েছে, তাঁদের সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করার ।

নদিয়া, 26 ফেব্রুয়ারি: ডাক্তারি পড়তে তিন বছর আগে ইউক্রেন পাড়ি নদিয়ার জাগুলিয়ার ইশা ভৌমিকের । চরম দুশ্চিন্তায় রয়েছে ছাত্রীর পরিবার । তাদের ঘরের মেয়েকে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়, সরকারের কাছে কাতর আবেদন ছাত্রীর পরিবারের (Horinghata Student Ukraine)।

আরও পড়ুন: Bengalis in Ukraine : সারারাত হেঁটে রোমানিয়া সীমান্ত, হাসিমুখে সেলফি নেহাদের

উল্লেখ্য, তিন বছর আগে সফল ডাক্তারের স্বপ্ন নিয়ে ইউক্রেন পাড়ি দিয়েছিল নদিয়ার হরিণঘাটা থানার জাগুলিয়ার ইশা ভৌমিক । ইউক্রেনের প্রিওগোভ মেমোরিয়াল মেডিক্যাল ইউনির্ভাসিটিতে ভর্তি হয় সে । এই বছর তৃতীয় বর্ষ চলছিল ডাক্তারির । সব কিছু ঠিকঠাক চললেও 24 ফেব্রুয়ারি ছন্দ পতন হয় । এদিনই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া । যুদ্ধের দামামা বাজতেই দুশ্চিন্তায় পরিবার । ইশার সঙ্গে ইন্টারনেট মারফত কথা হলেও, নিশ্চিন্ত হতে পারছেন না ইশার পরিবার ।

ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে নদিয়ার ইশা

ছাত্রী ইশার মা মানসী ভৌমিক জানান, মাঝেমধ্যে ইন্টারনেটের মাধ্যমে তাঁদের কথা চলছে । মেয়ে তাঁদের আশ্বস্ত করেছে ভাল আছি, সব ঠিক হয়ে যাবে । কিন্তু দুশ্চিন্তায় ঘুম কেড়েছে বাবা-মায়ের । সরকারের কাছে ইশার পরিবারের কাতর আর্জি যত দ্রুত সম্ভব শুধু তাঁদের মেয়ে এবং আরও যে ক'জন ভারতীয় ছাত্রছাত্রী আটকে রয়েছে, তাঁদের সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.