ETV Bharat / state

নদিয়ার শান্তিপুরে এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজি - Nadia

এলাকায় একটি রাস্তা তৈরি হচ্ছে। মূলত ওই রাস্তা তৈরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। সকাল থেকেই দুই পক্ষের মধ্যে বোমাবাজি চলছে বলে জানা যায়। আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি পাকাটি গাদা এবং বাড়িতে।

Bombing in shantipur
Bombing in shantipur
author img

By

Published : Sep 12, 2020, 7:05 PM IST

নদিয়া, 12 সেপ্টেম্বর : এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজি । ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার শান্তিপুর এলাকায়। আগুন লাগিয়ে দেওয়া হল কয়েকটি বাড়িতে।

সূত্রের খবর নদিয়ার শান্তিপুর থানা হরিপুর গ্রাম পঞ্চায়েতের সাহেব ডাঙ্গা এলাকায় ক্ষমতা দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পাড়ার বিবাদ। এর আগেও ওই এলাকায় একটি খেলার মাঠ দখলকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি চলছে বলে জানা যায়। সাহেব ডাঙ্গা এলাকার উত্তরপাড়া এবং মধ্যপাড়ার মধ্যে এই বিবাদ দীর্ঘদিনের। অভিযোগ, শনিবার সকালে ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে সাহেব ডাঙ্গা এলাকা।

ওই এলাকায় একটি রাস্তা তৈরি হচ্ছে। মূলত ওই রাস্তা তৈরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। সকাল থেকেই দুই পক্ষের মধ্যে বোমাবাজি চলছে বলে জানা যায়। আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি পাকাটি গাদা এবং বাড়িতে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । যদিও পুলিশ দেখেই পালিয়ে যায় দুই পক্ষের অভিযুক্তরা। এর পরে ঘটনাস্থলে পৌঁছান SDPO রানাঘাট প্রবীর মন্ডল।

স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকারই মিঠুন ধাবক নামে এক সিভিক ভলেন্টিয়ারের নেতৃত্বে এই হামলা চলেছে। তবে প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকের বোমাবাজির ঘটনায় কারা জড়িত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি ।

নদিয়া, 12 সেপ্টেম্বর : এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজি । ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার শান্তিপুর এলাকায়। আগুন লাগিয়ে দেওয়া হল কয়েকটি বাড়িতে।

সূত্রের খবর নদিয়ার শান্তিপুর থানা হরিপুর গ্রাম পঞ্চায়েতের সাহেব ডাঙ্গা এলাকায় ক্ষমতা দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পাড়ার বিবাদ। এর আগেও ওই এলাকায় একটি খেলার মাঠ দখলকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি চলছে বলে জানা যায়। সাহেব ডাঙ্গা এলাকার উত্তরপাড়া এবং মধ্যপাড়ার মধ্যে এই বিবাদ দীর্ঘদিনের। অভিযোগ, শনিবার সকালে ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে সাহেব ডাঙ্গা এলাকা।

ওই এলাকায় একটি রাস্তা তৈরি হচ্ছে। মূলত ওই রাস্তা তৈরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। সকাল থেকেই দুই পক্ষের মধ্যে বোমাবাজি চলছে বলে জানা যায়। আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি পাকাটি গাদা এবং বাড়িতে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । যদিও পুলিশ দেখেই পালিয়ে যায় দুই পক্ষের অভিযুক্তরা। এর পরে ঘটনাস্থলে পৌঁছান SDPO রানাঘাট প্রবীর মন্ডল।

স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকারই মিঠুন ধাবক নামে এক সিভিক ভলেন্টিয়ারের নেতৃত্বে এই হামলা চলেছে। তবে প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকের বোমাবাজির ঘটনায় কারা জড়িত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.