ETV Bharat / state

Suvendu Taunts Abhishek: 'ছোট চোর আপনারা ধরুন, বড়গুলোকে আমরা ধরব'; অভিষেককে বিঁধে তোপ শুভেন্দুর

নদিয়ার রানাঘাটে গিয়ে শাসকদল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী (Suvendu Taunts Abhishek)৷

Suvendu Adhikari ETV Bharat
নদিয়ার সভায় শুভেন্দু
author img

By

Published : Dec 23, 2022, 6:20 PM IST

Updated : Dec 23, 2022, 8:25 PM IST

নদিয়ার জনসভায় শুভেন্দু

রানাঘাট, 23 ডিসেম্বর: ছোট চোর আপনারা ধরুন, বড় চোর আমরা ধরব । নদিয়ার (Nadia News) রানাঘাটের জনসভায় শাসকদলকে একহাত নিয়ে জনতার উদ্দেশে এ কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Taunts Abhishek)৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তীব্র আক্রমণ করে তিনি বলেন, "গত 17 তারিখ রানাঘাটে একজন এসে বলে আমি কিছুই খাই না ৷ তিনি কী খান জানেন ? কয়লা খান, বালি খান, গরু খান, আর মদের বোতল থেকে পাঁচ টাকা করে খান । এরপরেও বলেন আমি কিছু খাই না ।"

সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন ৷ একদিকে যেমন পঞ্চায়েতকে দখলে ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসকদল, অন্যদিকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ বিজেপি । পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল ও বিজেপির হেভিওয়েট নেতারা একের পর এক অগ্নিবাণ ছুড়তে ব্যস্ত । আজ নদিয়ার রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের মাঠে এক জনসভার আয়োজন করে বিজেপি । এই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মঞ্চে উঠে পঞ্চায়েতের একাধিক দুর্নীতি নিয়ে সরব হন শুভেন্দু । প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি নিয়ে রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় তোলেন তিনি ৷ এছাড়াও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা । তাঁর হুঁশিয়ারি, "দুর্নীতির টাকা লুট করে কোথাও যেতে পারবে না, টাকা সুদে-আসলে আদায় করব ৷ আগামী ভোটে আমরাই পঞ্চায়েত দখলে রাখব, আর লুটেরাদের চিহ্নিত করে জেলে পাঠাব ।"

আরও পড়ুন: 'এনজয়িং !' কার্টুন পোস্টার বিতর্কে পালটা মশকরা শুভেন্দুর

জনসভায় উপস্থিত বিজেপি কর্মীদের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, "প্রত্যেকটা মণ্ডল সভাপতিকে আমি দায়িত্ব দিয়ে গেলাম ৷ আপনারা ছোট ছোট চোরগুলোকে চিহ্নিত করুন ৷ আমরা বড় চোর গুলোকে ধরব । প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের নামের তালিকা নিয়ে পঞ্চায়েতগুলিতে যে দুর্নীতি চলছে, টাকা সমেত চোরেরা ধরা পড়বেই, আর তখনই শুরু হবে আসল খেলা ।"

নদিয়ার জনসভায় শুভেন্দু

রানাঘাট, 23 ডিসেম্বর: ছোট চোর আপনারা ধরুন, বড় চোর আমরা ধরব । নদিয়ার (Nadia News) রানাঘাটের জনসভায় শাসকদলকে একহাত নিয়ে জনতার উদ্দেশে এ কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Taunts Abhishek)৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তীব্র আক্রমণ করে তিনি বলেন, "গত 17 তারিখ রানাঘাটে একজন এসে বলে আমি কিছুই খাই না ৷ তিনি কী খান জানেন ? কয়লা খান, বালি খান, গরু খান, আর মদের বোতল থেকে পাঁচ টাকা করে খান । এরপরেও বলেন আমি কিছু খাই না ।"

সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন ৷ একদিকে যেমন পঞ্চায়েতকে দখলে ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসকদল, অন্যদিকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ বিজেপি । পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল ও বিজেপির হেভিওয়েট নেতারা একের পর এক অগ্নিবাণ ছুড়তে ব্যস্ত । আজ নদিয়ার রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের মাঠে এক জনসভার আয়োজন করে বিজেপি । এই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মঞ্চে উঠে পঞ্চায়েতের একাধিক দুর্নীতি নিয়ে সরব হন শুভেন্দু । প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি নিয়ে রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় তোলেন তিনি ৷ এছাড়াও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা । তাঁর হুঁশিয়ারি, "দুর্নীতির টাকা লুট করে কোথাও যেতে পারবে না, টাকা সুদে-আসলে আদায় করব ৷ আগামী ভোটে আমরাই পঞ্চায়েত দখলে রাখব, আর লুটেরাদের চিহ্নিত করে জেলে পাঠাব ।"

আরও পড়ুন: 'এনজয়িং !' কার্টুন পোস্টার বিতর্কে পালটা মশকরা শুভেন্দুর

জনসভায় উপস্থিত বিজেপি কর্মীদের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, "প্রত্যেকটা মণ্ডল সভাপতিকে আমি দায়িত্ব দিয়ে গেলাম ৷ আপনারা ছোট ছোট চোরগুলোকে চিহ্নিত করুন ৷ আমরা বড় চোর গুলোকে ধরব । প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের নামের তালিকা নিয়ে পঞ্চায়েতগুলিতে যে দুর্নীতি চলছে, টাকা সমেত চোরেরা ধরা পড়বেই, আর তখনই শুরু হবে আসল খেলা ।"

Last Updated : Dec 23, 2022, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.