কৃষ্ণনগর, 24 নভেম্বর: গত কয়েক বছরে একাধিক দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে রাজ্য সরকারের একাধিক মন্ত্রী গ্রেফতার হয়েছেন ৷ এবার দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গ্রেফতার হবেন বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে বিজেপির এক জনসভায় যোগ দিয়ে তিনি এই দাবি করেন ৷ তাঁর বক্তব্য মিড মে মিল দুর্নীতিতে জেলে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷
উল্লেখ্য, এ দিনই বিরোধী দলনেতা তাঁর এক্স অ্যাকাউন্টে (আগে টুইটার নামে পরিচিত ছিল) একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি দাবি করেন যে মিড ডে মিলে দুর্নীতি নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের কাছে যে অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতে পদক্ষেপ করেছে শিক্ষামন্ত্রক ৷ এই বিষয়টি ইতিমধ্যে শিক্ষামন্ত্রক খতিয়ে দেখেছে ৷ তার পর সিবিআইকে এই বিষয়টি তদন্ত করে দেখতে অনুরোধ করেছে ৷
-
I am elated to know that the @CBIHeadquarters has been requested by the Union Ministry of Education to make a detailed inquiry to ascertain the misappropriation, misuse and diversion of PM POSHAN funds for purposes other than the objectives of the scheme, in WB.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
My perseverant… pic.twitter.com/LSowMBNDnF
">I am elated to know that the @CBIHeadquarters has been requested by the Union Ministry of Education to make a detailed inquiry to ascertain the misappropriation, misuse and diversion of PM POSHAN funds for purposes other than the objectives of the scheme, in WB.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 24, 2023
My perseverant… pic.twitter.com/LSowMBNDnFI am elated to know that the @CBIHeadquarters has been requested by the Union Ministry of Education to make a detailed inquiry to ascertain the misappropriation, misuse and diversion of PM POSHAN funds for purposes other than the objectives of the scheme, in WB.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 24, 2023
My perseverant… pic.twitter.com/LSowMBNDnF
এর পর সন্ধ্যায় কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে জনসভায় ভাষণ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি ফের মিড ডে মিল দুর্নীতি নিয়ে প্রশ্নের উত্তর দেন ৷ তখন শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন ৷ উনি কাল কাকে জেলে পাঠাবেন বলেছেন, উনি নিজে জেলে যাবেন ৷ উনি মিড ডে মিলের টাকা থেকে বগটুইয়ে ক্ষতিপূরণের চেক নিজের হাতে দিয়েছেন ৷ হিঙ্গলগঞ্জে কম্বল বিতরণ করেছেন মিড ডে মিলের টাকা থেকে ৷ 1 কোটি 80 লক্ষ টাকা মিড মিলের ফান্ড থেকে ওঁর জনসভায় আসা লোকের জন্য খরচ করা হয়েছে ৷’’
তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ সরকার পিএম কেয়ার্স ফান্ড নিয়ে দুর্নীতি করেছে ৷ কোভিড অতিমারীর সময় এই ফান্ডের টাকাও লুট করা হয়েছে ৷ এর সঙ্গেও মুখ্যমন্ত্রী জড়িত বলে দাবি করেছেন তিনি ৷ পাশাপাশি তৎকালীন মুখ্যসচিব তথা বর্তমানে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে সঙ্গে নিয়ে এই দুর্নীতি করা হয়েছে ৷ এই নিয়ে স্বাস্থ্যমন্ত্রকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন শুভেন্দু ৷ এছাড়া তিনি সিএএ-র কথাও জানিয়েছেন ৷ শীঘ্রই এই আইন লাগু হবে বলেও জানিয়েছেন ৷
আরও পড়ুন: