রানাঘাট, 18 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কলকাতা পুলিশ তদন্ত করলে এই ঘটনার নেপথ্যে থাকা আসল তথ্য সামনে আসবে না বলেও তিনি অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, এই ঘটনায় আদালতের তত্ত্বাবধানেই তদন্ত হওয়া উচিত ৷ শুক্রবার নদিয়ার রানাঘাটে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করে সেই পরামর্শই তিনি দিয়েছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী ৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমি ওঁকে (মৃত ছাত্রের বাবা) বলেছি, রাজ্য পুলিশ, কেন্দ্র পুলিশ, সিবিআই, সিআইডি এসব বিতর্কের মধ্যে না ঢুকেও আপনি বিচারব্যবস্থার সাহায্য নিয়ে, যাতে পুরো তদন্ত আদালতের নজরদারিতে হয়, তার জন্য যদি হস্তক্ষেপ না করেন, যদি মমতা মনিটরিং হয়, তাহলে এর ফল হবে জিরো ৷....পুলিশের তদন্ত যদি আদালতের নজরদারিতে হয়, তাহলে ফল একরকম হবে ৷ যদি মমতার নজরদারিতে হয়, তাহলে ফল আরেকরকম হবে ৷’’
যাদবপুরে ছাত্রের রহস্যমৃত্যু: গত 9 অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে প্রথমবর্ষের এক ছাত্রের রহস্যমৃত্যু হয় ৷ পরিবারের অভিযোগ, ব়্যাগিংয়ের জেরেই মৃত্যু হয়েছে ওই ছাত্রের ৷ এই নিয়ে উত্তাল সারা রাজ্য৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে ও বাইরে বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠন ৷ ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে ৷ ন’জনকে গ্রেফতারও করা হয়েছে ৷
আরও পড়ুন: ছাত্রকে হাসপাতালে ভরতির পর পুলিশের হাত থেকে বাঁচার নীল নকশা সাজিয়েছিলেন সৌরভ
বাংলার সমস্ত রাজনৈতিক পক্ষই মৃত ছাত্রের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ৷ শুক্রবার সেই আশ্বাস দিতেই নদিয়ার রানাঘাটে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এ দিন তাঁর সঙ্গে স্থানীয় সাংসদ-সহ একাধিক বিজেপি বিধায়ক আসেন । প্রায় আধঘণ্টা ধরে পরিবারের সঙ্গে কথা বলেন তিনি । আলাদা করে শুভেন্দু অধিকারী মৃত ছাত্রের ভাই ও মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন । তার বাইরে এসে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের বিরুদ্ধে ৷
শুভেন্দু অধিকারীর অভিযোগ: যাদবপুরের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় কলকাতা পুলিশ তদন্ত শুরু করলেও তৃণমূল কংগ্রেসের তরফে তদন্তে প্রভাব বিস্তারের চেষ্টা হচ্ছে ৷ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে শাসক দল ৷ তাই তাঁর দাবি, আদালতের নজরদারিতে তদন্ত হলে তবেই নিরপেক্ষ তদন্ত সম্ভব ৷ বিরোধী দলনেতার আরও দাবি, মৃত ছাত্রের পরিবার তাঁদের প্রতি আস্থা প্রকাশ করেছে ৷ তিনি নিজের ফোন নম্বর দিয়েছেন ৷ প্রয়োজনে যোগাযোগ করতেও বলেছেন ৷
টুকরে-টুকরে গ্যাংয়ের বিরুদ্ধে সরব শুভেন্দু: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানোর দাবি উঠেছে ৷ কর্তৃপক্ষ কিছু কিছু জায়গায় সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ কিন্তু সর্বত্র সিসিটিভি বসানোর দাবি উঠেছে ৷ তার বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে ৷ এই নিয়েও সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
তিনি বলেন, ‘‘যাদবপুরে রাজ্য সরকার টুকরে টুকরে গ্যাংকে মদত দিতে চায়৷ কারণ, তারা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য কাজ করে ৷ তাদের রাজনৈতিক উদ্দেশ্যে তারা এটা করছে ৷’’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার যাদবপুরে গিয়েছিলেন বিরোধী দলনেতা ৷ বিশ্ববিদ্যালয়ের বাইরে ধরনা মঞ্চ তৈরি করেছিল বিজেপির যুব মোর্চা ৷ সেই মঞ্চ থেকে ভাষণ দেন তিনি ৷ সেখানেও তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও টুকরে টুকরে গ্যাংয়ের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল ৷ তার পর আবার শুক্রবারও তিনি একই বিষয়ে সরব হলেন ৷
আরও পড়ুন: যাদবপুরে তাঁকে খুন করার চেষ্টা হয়েছে, লিখিত অভিযোগ দায়ের শুভেন্দুর