ETV Bharat / state

গভীর রাতে ভাঙন, গঙ্গায় তলিয়ে গেল প্রায় 20 বিঘা জমি - submerged cultivable land in Nadia

শান্তিপুর ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টেংরি ডাঙা গ্রামে গঙ্গার ভাঙন ৷ গতকাল গভীর রাতে একসাথে প্রায় কুড়ি বিঘা চাষের জমি গঙ্গাবক্ষে তলিয়ে যাওয়ায় আতঙ্কে রয়েছে এলাকার চাষিরা ।

submerged cultivable land in Nadia
নদিয়ায় গঙ্গা ভাঙনের কবলে প্রায় 20 বিঘা চাষের জমি
author img

By

Published : Sep 1, 2020, 6:51 PM IST

শান্তিপুর, 1 সেপ্টেম্বর : গঙ্গা ভাঙ্গন অব্যাহত ৷ এবার গভীর রাতে গঙ্গাবক্ষে তলিয়ে গেল নদিয়ার প্রায় 20 বিঘা চাষের জমি । ঘটনাটি ঘটেছে শান্তিপুর ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টেংরি ডাঙা গ্রামের মেদিয়া পাড়ায় ।

প্রত্যেক বছর বর্ষা এলেই গঙ্গাবক্ষে তলিয়ে যায় চাষের জমি । তাতে ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় চাষিদের । গতকাল গভীর রাতে একসাথে প্রায় কুড়ি বিঘা জমি গঙ্গাবক্ষে তলিয়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন এলাকার চাষিরা । শুধুমাত্র টেংরি ডাঙা এলাকায় নয়, এর আগেও শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর, চৌধুরিপাড়া, গুপ্তিপাড়া ঘাট থেকে শুরু করে বেলঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া মটপাড়া এলাকাও ভাঙনের মুখে পড়ে ।

স্থানীয়দের দাবি, প্রত্যেক বছরই ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় তাঁদের ৷ বারবার প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি । এখনও যদি এই গঙ্গা ভাঙন রোধ না করা যায় চাষের জমির পাশাপাশি ভিটেমাটিটুকুও থাকবে না । এখন তাঁদের প্রশাসনের কাছে একটাই দাবি, শীঘ্রই গঙ্গার পাড় পাকাপোক্তভাবে বাঁধানোর ব্যবস্থা করা হোক। না হলে এই ভাঙন রোধ করা সম্ভব হবে না । এলাকার বেশিরভাগ চাষি ঋণ নিয়ে জমি চাষ করে ৷ গঙ্গা ভাঙনে যদি চাষের জমিই চলে যায় তাহলে ঋণ শোধ হবে কী করে ?

নদিয়ায় গঙ্গা ভাঙনের কবলে প্রায় 20 বিঘা চাষের জমি

স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য আনোয়ার হোসেন মণ্ডল বলেন, "আমরাও চাই পাকাপোক্তভাবে গঙ্গার পাড় বাঁধানো হোক । এখানে গঙ্গার পাশে বসবাসকারী সিংহভাগ পরিবার চাষের সঙ্গে যুক্ত । তাঁদের চাষ করেই জীবিকা নির্বাহ করতে হয় । এই পরিস্থিতিতে যদি চাষের জমিটুকু গঙ্গাবক্ষে তলিয়ে যায় তাঁরা কীভাবে দু'মুঠো খেয়ে বেঁচে থাকবেন ? আমরা একাধিকবার পঞ্চায়েত সমিতি এবং জেলা দপ্তরে আলোচনা করেছি । দ্রুত সরকারি উদ্যোগের দাবি জানিয়েছি।"

শান্তিপুর, 1 সেপ্টেম্বর : গঙ্গা ভাঙ্গন অব্যাহত ৷ এবার গভীর রাতে গঙ্গাবক্ষে তলিয়ে গেল নদিয়ার প্রায় 20 বিঘা চাষের জমি । ঘটনাটি ঘটেছে শান্তিপুর ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টেংরি ডাঙা গ্রামের মেদিয়া পাড়ায় ।

প্রত্যেক বছর বর্ষা এলেই গঙ্গাবক্ষে তলিয়ে যায় চাষের জমি । তাতে ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় চাষিদের । গতকাল গভীর রাতে একসাথে প্রায় কুড়ি বিঘা জমি গঙ্গাবক্ষে তলিয়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন এলাকার চাষিরা । শুধুমাত্র টেংরি ডাঙা এলাকায় নয়, এর আগেও শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর, চৌধুরিপাড়া, গুপ্তিপাড়া ঘাট থেকে শুরু করে বেলঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া মটপাড়া এলাকাও ভাঙনের মুখে পড়ে ।

স্থানীয়দের দাবি, প্রত্যেক বছরই ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় তাঁদের ৷ বারবার প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি । এখনও যদি এই গঙ্গা ভাঙন রোধ না করা যায় চাষের জমির পাশাপাশি ভিটেমাটিটুকুও থাকবে না । এখন তাঁদের প্রশাসনের কাছে একটাই দাবি, শীঘ্রই গঙ্গার পাড় পাকাপোক্তভাবে বাঁধানোর ব্যবস্থা করা হোক। না হলে এই ভাঙন রোধ করা সম্ভব হবে না । এলাকার বেশিরভাগ চাষি ঋণ নিয়ে জমি চাষ করে ৷ গঙ্গা ভাঙনে যদি চাষের জমিই চলে যায় তাহলে ঋণ শোধ হবে কী করে ?

নদিয়ায় গঙ্গা ভাঙনের কবলে প্রায় 20 বিঘা চাষের জমি

স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য আনোয়ার হোসেন মণ্ডল বলেন, "আমরাও চাই পাকাপোক্তভাবে গঙ্গার পাড় বাঁধানো হোক । এখানে গঙ্গার পাশে বসবাসকারী সিংহভাগ পরিবার চাষের সঙ্গে যুক্ত । তাঁদের চাষ করেই জীবিকা নির্বাহ করতে হয় । এই পরিস্থিতিতে যদি চাষের জমিটুকু গঙ্গাবক্ষে তলিয়ে যায় তাঁরা কীভাবে দু'মুঠো খেয়ে বেঁচে থাকবেন ? আমরা একাধিকবার পঞ্চায়েত সমিতি এবং জেলা দপ্তরে আলোচনা করেছি । দ্রুত সরকারি উদ্যোগের দাবি জানিয়েছি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.