ETV Bharat / state

খুনের সঙ্গে জড়িতরা কঠোর শাস্তি পাবে, বললেন পার্থ চ্যাটার্জি

author img

By

Published : Feb 11, 2019, 12:01 AM IST

নদিয়ায় তৃণমূল বিধায়ক খুনে দোষীদের শাস্তির দাবি পার্থ চ্যাটার্জির।

পার্থ চ্যাটার্জি

কৃষ্ণগঞ্জ, ১০ ফেব্রুয়ারি : যত বড় নেতাই হোক বা যত ছোটো নেতাই হোক, এই খুনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি হবে। কৃষ্ণগঞ্জে দলীয় বিধায়ক খুনের ঘটনায় একথা বললেন তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি।

আজ শক্তিনগর হাসপাতালে যান পার্থবাবু। সত্যজিতের বিশ্বাসের মৃত্যুতে শোকপ্রকাশ করে বলেন, "এর আগেও অনেক কর্মীদের হারিয়েছি। অনেক রক্তের বিনিময়ে আমরা পশ্চিমবঙ্গে এসেছি। তারপর দীর্ঘদিন মমতা ব্যানার্জির চেষ্টায় রক্তস্নাত বাংলা শান্তি, সংহতি ও উন্নতির দিকে এগিয়েছে। এই ঘটনায় মমতা ব্যানার্জিও শোকস্তব্ধ। সত্য আজ নেই। কিন্তু ওঁ আমাদের মধ্যে বেঁচে থাকবে।"

তৃণমূল বিধায়ক খুনে BJP নেতা মুকুল রায়ের বিরুদ্ধে FIR দায়ের হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "পুরো বিষয়টি যেহেতু প্রশাসন দেখছে, তাই আমি কোনও মন্তব্য করব না। তবে যত বড় নেতাই হোক ও যত ছোটো নেতাই হোক যারা এই খুন ও খুনের পরিকল্পনার পিছনে আছে তাদের কঠোর শাস্তি দিতে বলব প্রশাসনকে। পাশাপাশি সহকর্মীদের বলব কোনও প্ররোচনায় পা দেবেন না। উন্নয়ন ও মানুষই আমাদের শেষ কথা।"

কৃষ্ণগঞ্জ, ১০ ফেব্রুয়ারি : যত বড় নেতাই হোক বা যত ছোটো নেতাই হোক, এই খুনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি হবে। কৃষ্ণগঞ্জে দলীয় বিধায়ক খুনের ঘটনায় একথা বললেন তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি।

আজ শক্তিনগর হাসপাতালে যান পার্থবাবু। সত্যজিতের বিশ্বাসের মৃত্যুতে শোকপ্রকাশ করে বলেন, "এর আগেও অনেক কর্মীদের হারিয়েছি। অনেক রক্তের বিনিময়ে আমরা পশ্চিমবঙ্গে এসেছি। তারপর দীর্ঘদিন মমতা ব্যানার্জির চেষ্টায় রক্তস্নাত বাংলা শান্তি, সংহতি ও উন্নতির দিকে এগিয়েছে। এই ঘটনায় মমতা ব্যানার্জিও শোকস্তব্ধ। সত্য আজ নেই। কিন্তু ওঁ আমাদের মধ্যে বেঁচে থাকবে।"

তৃণমূল বিধায়ক খুনে BJP নেতা মুকুল রায়ের বিরুদ্ধে FIR দায়ের হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "পুরো বিষয়টি যেহেতু প্রশাসন দেখছে, তাই আমি কোনও মন্তব্য করব না। তবে যত বড় নেতাই হোক ও যত ছোটো নেতাই হোক যারা এই খুন ও খুনের পরিকল্পনার পিছনে আছে তাদের কঠোর শাস্তি দিতে বলব প্রশাসনকে। পাশাপাশি সহকর্মীদের বলব কোনও প্ররোচনায় পা দেবেন না। উন্নয়ন ও মানুষই আমাদের শেষ কথা।"


Chennai, Feb 10 (ANI): Actor-turned-politician Rajinikanth met Tamil Nadu Chief Minister E Palaniswami at his residence today. 'Kaala' actor paid visit to E Palaniswami in order to invite him for his daughter Soundarya's wedding. Soundarya Rajinikanth will tie knot with Vishagan on February 11.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.