ETV Bharat / state

চুরির ঘটনায় চাঞ্চল্য নদিয়ার ফুলিয়াতে

ফুলিয়ার বসাক পাড়ায় রাধাগোবিন্দের মন্দির থেকে চুরি প্রায় 50 ভরি সোনা-রূপার গহনা ৷ গহনার সঙ্গে প্রণামী বাক্সের প্রায় দু'লাখ নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোর ৷ পুলিশ তদন্তে নেমেছে ৷

Theft at Fulia
ফুলিয়ায় চুরি
author img

By

Published : Dec 1, 2019, 2:42 PM IST

Updated : Dec 1, 2019, 3:21 PM IST

শান্তিপুর, 1 ডিসেম্বর : গভীর রাতে মন্দিরের গ্রিল ভেঙে বিগ্রহের গহনা চুরি ৷ শনিবার নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার বসাক পাড়ার ঘটনা ৷ বসাক পাড়ার স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ বসাকের বাড়ির কাছেই একটি রাধাগোবিন্দের মন্দির ৷ ওই মন্দিরের রাধাগোবিন্দ বিগ্রহের গা থেকে প্রায় 50 ভরির সোনা ও রূপার গহনা নিয়ে পালিয়েছে চোর ৷ প্রণামী বাক্স থেকে প্রায় দু'লাখ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর ৷

প্রতিদিনের মত আজ সকালেও ইন্দ্রজিৎ বসাকের মা রাধাগোবিন্দের মন্দিরে পুজো দিতে যান ৷ সেখানে গিয়ে দেখেন মন্দিরের গ্রিল ভাঙা এবং দরজা খোলা অবস্থায় রয়েছে ৷ তিনি ভিতরে প্রবেশ করেই দেখতে পান রাধাগোবিন্দের গা থেকে খোয়া গেছে সব গহনা ৷ এর পাশাপাশি মন্দিরের প্রণামী বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা ৷ খবর ছড়িয়ে পড়তেই বসাক পাড়ায় চাঞ্চল্য ছড়ায় ৷ ইন্দ্রজিৎ বসাক খবর দেন শান্তিপুর থানায় ৷ পুলিশ তদন্তে নেমেছে ৷

ফুলিয়াতে চুরির ঘটনা

স্থানীয়দের অভিযোগ, 3-4 মাস ধরে এই এলাকায় একের পর এক মন্দিরে চুরির ঘটনা ঘটছে ৷ কিন্তু আজও অধরা দুষ্কৃতী ৷ পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন ৷

শান্তিপুর, 1 ডিসেম্বর : গভীর রাতে মন্দিরের গ্রিল ভেঙে বিগ্রহের গহনা চুরি ৷ শনিবার নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার বসাক পাড়ার ঘটনা ৷ বসাক পাড়ার স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ বসাকের বাড়ির কাছেই একটি রাধাগোবিন্দের মন্দির ৷ ওই মন্দিরের রাধাগোবিন্দ বিগ্রহের গা থেকে প্রায় 50 ভরির সোনা ও রূপার গহনা নিয়ে পালিয়েছে চোর ৷ প্রণামী বাক্স থেকে প্রায় দু'লাখ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর ৷

প্রতিদিনের মত আজ সকালেও ইন্দ্রজিৎ বসাকের মা রাধাগোবিন্দের মন্দিরে পুজো দিতে যান ৷ সেখানে গিয়ে দেখেন মন্দিরের গ্রিল ভাঙা এবং দরজা খোলা অবস্থায় রয়েছে ৷ তিনি ভিতরে প্রবেশ করেই দেখতে পান রাধাগোবিন্দের গা থেকে খোয়া গেছে সব গহনা ৷ এর পাশাপাশি মন্দিরের প্রণামী বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা ৷ খবর ছড়িয়ে পড়তেই বসাক পাড়ায় চাঞ্চল্য ছড়ায় ৷ ইন্দ্রজিৎ বসাক খবর দেন শান্তিপুর থানায় ৷ পুলিশ তদন্তে নেমেছে ৷

ফুলিয়াতে চুরির ঘটনা

স্থানীয়দের অভিযোগ, 3-4 মাস ধরে এই এলাকায় একের পর এক মন্দিরে চুরির ঘটনা ঘটছে ৷ কিন্তু আজও অধরা দুষ্কৃতী ৷ পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন ৷

Intro:গভীর রাতে রাধা গোবিন্দের মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলার বসাক পাড়ায়। খোয়া গেল রাধাগোবিন্দের বিগ্রহের গা থেকে 2 ভরি সোনা এবং 13 ভরি রুপার গহনা সহ প্রণামী বাক্সের নগদ টাকা। সূত্রের খবর, শান্তিপুর থানা এলাকার ফুলিয়া বসাক পাড়ার বাসিন্দা ইন্দ্রজিৎ বসাকের বাড়ি সংলগ্ন একটি রাধাগোবিন্দের মন্দির রয়েছে। প্রতিদিন সেই মন্দিরে পুজো করেন ইন্দ্রজিৎ বসাকের পরিবার। রবিবার সকাল ছটা নাগাদ ইন্দ্রজিৎ বসাকের মা যখন মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে আসেনি, তখন দেখেন মন্দিরের গিরিলে তালা ভাঙা । ভিতরে প্রবেশ করেই দেখেন রাধাগোবিন্দের গা থেকে খোয়া গেছে গহনা গুলি। ইন্দ্রজিৎ বসাকের দাবি বিগ্রহের প্রায় 13 ভরি রুপা এবং দুই ভরি সোনা ছিল। সেগুলো নিয়ে গেছে চোরেরা। এর পাশাপাশি মন্দিরের প্রণামী বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপর খবর দেওয়া হয় শান্তিপুর থানায়।এর আগেও বসাকপাড়া এলাকার একাধিক মন্দিরে বারবার চুরির ঘটনা ঘটেছে। কিন্তু অধরা দুষ্কৃতীরা। প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মানুষরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কি কারনে এমন ঘটনা এর পেছনে কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।Body:SANTIPUR CHURIConclusion:
Last Updated : Dec 1, 2019, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.