ETV Bharat / state

লক্ষ্য সতর্কতা, শ্রমিকদের সাবান ও হ্যান্ডওয়াশ বিলি নদিয়ায় - Corona attack, শান্তিপুরে সাবান এবং হ্যান্ডওয়াশ বিতরণ

মানুষকে সচেতন করার লক্ষ্যে ইটভাটার শ্রমিকদের সাবান ও হ্যান্ড ওয়াশ বিলি করা হল।

Soap and Handwash distributed in Nadia
হ্যান্ডওয়াশ বিতরণ নদীয়ায়
author img

By

Published : Mar 19, 2020, 2:28 PM IST

Updated : Mar 19, 2020, 2:35 PM IST

শান্তিপুর, 19 মার্চ : কোরোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে 50 জন শ্রমিককে সাবান ও হ্যান্ডওয়াশ বিতরণ করল নদিয়ার শান্তিপুর নবজাগরণ ৷

কোরোনা ভাইরাসে আতঙ্কিত রাজ্যসহ গোটা ভারতবর্ষ । কোরোনা থাবা পড়েছে খোদ কলকাতাতেই । যার জেরে এক ধাক্কায় অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছে জনগণ ৷ যদিও চিকিৎসকরা বলছেন, অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই । শুধু একটু সচেতন থাকতে হবে মানুষকে ।

মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার ইটভাটার প্রায় 50জন শ্রমিককে সাবান এবং হ্যান্ড ওয়াশ প্রদান করা হল । পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে তাদেরকে অবগত করা এবং অহেতুক আতঙ্কিত না হওয়ার বার্তা দেন শান্তিপুর নবজাগরণ পক্ষ ৷

শান্তিপুর নবজাগরণের সদস্য রানাপ্রসাদ ভট্টাচার্য বলেন, ‘‘আমাদের মূল উদ্দেশ্য হল মানুষকে সচেতন করে তোলা । বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ায় মানুষ অহেতুক আতঙ্কিত হয়ে পড়েছে । সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের আরও বেশি করে সচেতনতা অবলম্বন করতে হবে ।’’

শান্তিপুর, 19 মার্চ : কোরোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে 50 জন শ্রমিককে সাবান ও হ্যান্ডওয়াশ বিতরণ করল নদিয়ার শান্তিপুর নবজাগরণ ৷

কোরোনা ভাইরাসে আতঙ্কিত রাজ্যসহ গোটা ভারতবর্ষ । কোরোনা থাবা পড়েছে খোদ কলকাতাতেই । যার জেরে এক ধাক্কায় অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছে জনগণ ৷ যদিও চিকিৎসকরা বলছেন, অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই । শুধু একটু সচেতন থাকতে হবে মানুষকে ।

মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার ইটভাটার প্রায় 50জন শ্রমিককে সাবান এবং হ্যান্ড ওয়াশ প্রদান করা হল । পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে তাদেরকে অবগত করা এবং অহেতুক আতঙ্কিত না হওয়ার বার্তা দেন শান্তিপুর নবজাগরণ পক্ষ ৷

শান্তিপুর নবজাগরণের সদস্য রানাপ্রসাদ ভট্টাচার্য বলেন, ‘‘আমাদের মূল উদ্দেশ্য হল মানুষকে সচেতন করে তোলা । বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ায় মানুষ অহেতুক আতঙ্কিত হয়ে পড়েছে । সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের আরও বেশি করে সচেতনতা অবলম্বন করতে হবে ।’’

Last Updated : Mar 19, 2020, 2:35 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.