ETV Bharat / state

Sisir Karmakar in Controversy : অভিষেক চট্টোপাধ্যায় নাকি স্বাধীনতা সংগ্রামী ! তৃণমূল নেতার শোকবার্তায় তাজ্জব নেটিজেনরা

সদ্য-প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের উদ্দেশে শোকজ্ঞাপন করে বিতর্কে কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শিশির কর্মকার (Sisir Karmakar facebook post makes controversy) ৷ বিতর্কের পাশাপাশি নদিয়ার তৃণমূল নেতার পোস্ট ঘিরে চলছে মশকরাও ।

author img

By

Published : Mar 27, 2022, 9:42 PM IST

Sisir Karmakar in Controversy
অভিষেক চট্টোপাধ্যায় নাকি স্বাধীনতা সংগ্রামী, তৃণমূল নেতার শোকবার্তায় তাজ্জব নেটিজেনরা !

কৃষ্ণনগর, 27 মার্চ : "ভারতের স্বাধীনতা সংগ্রামী অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত, তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি ৷ পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷" সোশ্যাল সাইটে সদ্য-প্রয়াত অভিনেতার উদ্দেশ্যে শোকজ্ঞাপন করে বিতর্কে কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শিশির কর্মকার (Sisir Karmakar facebook post makes controversy)৷ বিতর্কের পাশাপাশি নদিয়ার তৃণমূল নেতার পোস্ট ঘিরে চলছে মশকরাও । অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় কবে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ভেবে কূল পাচ্ছেন না নেটিজেনরা। স্বভাবতই তৃণমূল নেতাকে ছুঁড়ে দিচ্ছেন কটাক্ষও ৷

যদিও পুরো বিষয়টি তাঁর কাছে অজানা বলে দাবি শিশির কর্মকারের ৷ তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হলে শিশির বাবু জানান, পৌর নির্বাচনের আগে স্থানীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর একটি চুক্তি হয় ৷ নির্বাচনের সব প্রচার সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাঁর ফেসবুকে তুলে ধরবে বলে প্রতিশ্রুতি দেয় । আর সেই কারণেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টের আইডি-পাসওয়ার্ড সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে নিয়ে নেয় বলে জানিয়েছেন ওই দাপুটে নেতা ।

আরও পড়ুন : দেউচা পাচামি আটকাতে রামপুরহাট ষড়যন্ত্র, বিস্ফোরক মমতা

চুক্তি মোতাবেক ওই সংবাদমাধ্যমটি নির্বাচন মিটতেই তৃণমূল নেতার ফেসবুকে পোস্ট করা বন্ধ করে দেয় ৷ কিন্তু অভিনেতার প্রয়াণের পর বিতর্কিত এই শোকবার্তায় ফের দানা বেঁধেছে প্রশ্ন ৷ শিশিরবাবুর অভিযোগ, তাঁর সম্মান কালিমালিপ্ত করতেই এমনটা করেছে সংবাদমাধ্যমটি । ইতিমধ্যেই ওই সংস্থার নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন শিশির কর্মকার।

কৃষ্ণনগর, 27 মার্চ : "ভারতের স্বাধীনতা সংগ্রামী অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত, তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি ৷ পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷" সোশ্যাল সাইটে সদ্য-প্রয়াত অভিনেতার উদ্দেশ্যে শোকজ্ঞাপন করে বিতর্কে কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শিশির কর্মকার (Sisir Karmakar facebook post makes controversy)৷ বিতর্কের পাশাপাশি নদিয়ার তৃণমূল নেতার পোস্ট ঘিরে চলছে মশকরাও । অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় কবে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ভেবে কূল পাচ্ছেন না নেটিজেনরা। স্বভাবতই তৃণমূল নেতাকে ছুঁড়ে দিচ্ছেন কটাক্ষও ৷

যদিও পুরো বিষয়টি তাঁর কাছে অজানা বলে দাবি শিশির কর্মকারের ৷ তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হলে শিশির বাবু জানান, পৌর নির্বাচনের আগে স্থানীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর একটি চুক্তি হয় ৷ নির্বাচনের সব প্রচার সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাঁর ফেসবুকে তুলে ধরবে বলে প্রতিশ্রুতি দেয় । আর সেই কারণেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টের আইডি-পাসওয়ার্ড সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে নিয়ে নেয় বলে জানিয়েছেন ওই দাপুটে নেতা ।

আরও পড়ুন : দেউচা পাচামি আটকাতে রামপুরহাট ষড়যন্ত্র, বিস্ফোরক মমতা

চুক্তি মোতাবেক ওই সংবাদমাধ্যমটি নির্বাচন মিটতেই তৃণমূল নেতার ফেসবুকে পোস্ট করা বন্ধ করে দেয় ৷ কিন্তু অভিনেতার প্রয়াণের পর বিতর্কিত এই শোকবার্তায় ফের দানা বেঁধেছে প্রশ্ন ৷ শিশিরবাবুর অভিযোগ, তাঁর সম্মান কালিমালিপ্ত করতেই এমনটা করেছে সংবাদমাধ্যমটি । ইতিমধ্যেই ওই সংস্থার নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন শিশির কর্মকার।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.