ETV Bharat / state

মুখ্য়মন্ত্রীকে ফের খালেদা জিয়া নামে কটাক্ষ শুভেন্দু অধিকারীর - বিজেপি

আজ শান্তিপুরের জনসভায় শুভেন্দু দাবি করেন, নন্দীগ্রামে তাঁর বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন ৷ তবে, বাংলার মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় নয় ৷ খালেদা জিয়া নামে কটাক্ষ করেন শুভেন্দু ৷ পাশাপাশি তৃণমূল ‘খেলা হবে’ বলে যে স্লোগান দিচ্ছে তাও দেশের বাইরে থেকে ধার করে আনা বলে দাবি করেন এই বিজেপি নেতা ৷

shuvendu-adhikari-also-distorted-the-name-of-the-chief-minister-mamata-banerjees-in-the-public-meeting-in-shantipur-nadia
শান্তিপুরের জনসভাতেও মুখ্য়মন্ত্রীর নামের বিকৃতি শুভেন্দু অধিকারীর
author img

By

Published : Apr 12, 2021, 7:10 PM IST

নদিয়া, 12 এপ্রিল : শান্তিপুরে বিজেপির জনসভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার ‘খালেদা জিয়া’ বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর ৷ আজ শান্তিপুরের ফুলিয়ায় রানাঘাট উত্তর ও শান্তিপুর বিধানসভার দুই প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায় এবং জগন্নাথ সরকারের হয়ে প্রচারে আসেন তিনি ৷ সেই প্রচারের মঞ্চ থেকেই তৃণমূল নেত্রীকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন শুভেন্দু ৷

আজকের এই জনসভায় শুভেন্দু দাবি করেন, নন্দীগ্রামে তাঁর বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন ৷ তবে, বাংলার মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় নয় ৷ খালেদা জিয়া নামে কটাক্ষ করেন শুভেন্দু ৷ পাশাপাশি তৃণমূল ‘খেলা হবে’ বলে যে স্লোগান দিচ্ছে তাও দেশের বাইরে থেকে ধার করে আনা বলে দাবি করেন এই বিজেপি নেতা ৷ তৃণমূলের ইস্তেহারে বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিকে ভাঁওতাবাজি বলে অভিযোগ করেন তিনি ৷ তাঁর কটাক্ষ, তৃণমূলের নেতারা বাড়িতে যে চাল পৌঁছে দেবেন, সেখান থেকেও 100 গ্রাম চাল সরিয়ে রাখবেন ৷ এটা তৃণমূলের প্রাইভেট লিমিটেড কোম্পানির স্কিম বলে কটাক্ষ করেন শুভেন্দু ৷

শান্তিপুরের জনসভাতেও মুখ্য়মন্ত্রীর নামের বিকৃতি শুভেন্দু অধিকারীর

আরও পড়ুন : আমার বিরুদ্ধে প্রার্থী ছিলেন বেগম খালিদা জিয়া, ফের মমতাকে কটাক্ষ শুভেন্দুর

এদিন শুভেন্দু অধিকারীর সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ এমনকি অস্থায়ী হেলিপ্যাডের মাঠেও বহু লোক ভিড় করেছিলেন শুভেন্দু অধিকারীকে দেখার জন্য ৷

নদিয়া, 12 এপ্রিল : শান্তিপুরে বিজেপির জনসভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার ‘খালেদা জিয়া’ বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর ৷ আজ শান্তিপুরের ফুলিয়ায় রানাঘাট উত্তর ও শান্তিপুর বিধানসভার দুই প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায় এবং জগন্নাথ সরকারের হয়ে প্রচারে আসেন তিনি ৷ সেই প্রচারের মঞ্চ থেকেই তৃণমূল নেত্রীকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন শুভেন্দু ৷

আজকের এই জনসভায় শুভেন্দু দাবি করেন, নন্দীগ্রামে তাঁর বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন ৷ তবে, বাংলার মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় নয় ৷ খালেদা জিয়া নামে কটাক্ষ করেন শুভেন্দু ৷ পাশাপাশি তৃণমূল ‘খেলা হবে’ বলে যে স্লোগান দিচ্ছে তাও দেশের বাইরে থেকে ধার করে আনা বলে দাবি করেন এই বিজেপি নেতা ৷ তৃণমূলের ইস্তেহারে বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিকে ভাঁওতাবাজি বলে অভিযোগ করেন তিনি ৷ তাঁর কটাক্ষ, তৃণমূলের নেতারা বাড়িতে যে চাল পৌঁছে দেবেন, সেখান থেকেও 100 গ্রাম চাল সরিয়ে রাখবেন ৷ এটা তৃণমূলের প্রাইভেট লিমিটেড কোম্পানির স্কিম বলে কটাক্ষ করেন শুভেন্দু ৷

শান্তিপুরের জনসভাতেও মুখ্য়মন্ত্রীর নামের বিকৃতি শুভেন্দু অধিকারীর

আরও পড়ুন : আমার বিরুদ্ধে প্রার্থী ছিলেন বেগম খালিদা জিয়া, ফের মমতাকে কটাক্ষ শুভেন্দুর

এদিন শুভেন্দু অধিকারীর সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ এমনকি অস্থায়ী হেলিপ্যাডের মাঠেও বহু লোক ভিড় করেছিলেন শুভেন্দু অধিকারীকে দেখার জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.