ETV Bharat / state

Road Accident in Nadia: নাকাশিপাড়ায় উলটে গেল গাড়ি, পথ দুর্ঘটনায় আহত 20 শ্রমিক - 34 নম্বর জাতীয় সড়ক

কলকাতার বেহালা থেকে একটি গাড়িতে 23 জন শ্রমিক বাড়ি ফিরছিলেন ৷ তাঁদের প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদের লালগোলায় ৷ ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই ৷

ETV Bharat
পথ দুর্ঘটনা
author img

By

Published : Jun 27, 2023, 1:57 PM IST

বেহালা থেকে মুর্শিদাবাদে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় আহত বহু শ্রমিক

নাকাশিপাড়া, 27 জুন: ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রী বোঝাই গাড়ি ৷ তাঁরা পেশায় ঠিকা শ্রমিকের কাজ করেন ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন একাধিক ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নদিয়ার নাকাশিপাড়া থানার দহকুলা এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে ৷ আহত প্রত্যেকেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকায় ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকে কলকাতার বেহালায় ঠিকা শ্রমিকের কাজ করেন ৷ 23 জন শ্রমিক ঈদের ছুটিতে ছোট চারচাকার গাড়িতে কলকাতার বেহালা থেকে মুর্শিদাবাদের লালগোলায় বাড়ি ফিরছিলেন ৷ ফেরার পথে রাস্তায় দহকুলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি ৷ এর ফলে আহত হন 20 জন শ্রমিক ৷

স্থানীয়রা প্রথমে উদ্ধারে নামে ৷ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে হাত মেলায় ৷ দু'পক্ষের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা হয় ৷ এরপর কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে বেশ তাঁদের বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ ৷

পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন ৷ সেই কারণে এই পথ দুর্ঘটনা ৷ তবে ঘটনায় অন্য কোনো কারণ রয়েছে কি না, তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এ বিষয়ে এক ঠিকাদার শ্রমিক আসাদুল শেখ জানান, তিনি গাড়ির সামনের সিটে বসে ছিলেন ৷ হঠাৎ বিকট আওয়াজে গাড়িতে উলটে যেতে দেখেন আসাদুল ৷ পরে তিনি বুঝতে পারেন, সারারাত গাড়ি চালিয়ে চালক ঘুমিয়ে পড়েছিলেন ৷ ঘুমে আচ্ছন্ন অবস্থায় গাড়িচালক রাস্তার পাশের ডিভাইডারে ধাক্কা মারেন ৷

আরও পড়ুন: মেয়ের বিয়ে সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, লেকটাউনে নিহত কনের বাবা-সহ তিন

এই ঘটনার বিবরণ দিতে গিয়ে আরেক ঠিকা শ্রমিক মুরাজ শেখ বলেন, "আমরা কলকাতার বেহালায় রাজমিস্ত্রির কাজ করি ৷ ঈদের কারণে বাড়ি ফিরছিলাম ৷ হঠাৎ দেখি ড্রাইভার গাড়িটি ডিভাইডারে সজোরে ধাক্কা মারে ৷"

বেহালা থেকে মুর্শিদাবাদে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় আহত বহু শ্রমিক

নাকাশিপাড়া, 27 জুন: ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রী বোঝাই গাড়ি ৷ তাঁরা পেশায় ঠিকা শ্রমিকের কাজ করেন ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন একাধিক ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নদিয়ার নাকাশিপাড়া থানার দহকুলা এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে ৷ আহত প্রত্যেকেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকায় ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকে কলকাতার বেহালায় ঠিকা শ্রমিকের কাজ করেন ৷ 23 জন শ্রমিক ঈদের ছুটিতে ছোট চারচাকার গাড়িতে কলকাতার বেহালা থেকে মুর্শিদাবাদের লালগোলায় বাড়ি ফিরছিলেন ৷ ফেরার পথে রাস্তায় দহকুলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি ৷ এর ফলে আহত হন 20 জন শ্রমিক ৷

স্থানীয়রা প্রথমে উদ্ধারে নামে ৷ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে হাত মেলায় ৷ দু'পক্ষের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা হয় ৷ এরপর কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে বেশ তাঁদের বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ ৷

পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন ৷ সেই কারণে এই পথ দুর্ঘটনা ৷ তবে ঘটনায় অন্য কোনো কারণ রয়েছে কি না, তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এ বিষয়ে এক ঠিকাদার শ্রমিক আসাদুল শেখ জানান, তিনি গাড়ির সামনের সিটে বসে ছিলেন ৷ হঠাৎ বিকট আওয়াজে গাড়িতে উলটে যেতে দেখেন আসাদুল ৷ পরে তিনি বুঝতে পারেন, সারারাত গাড়ি চালিয়ে চালক ঘুমিয়ে পড়েছিলেন ৷ ঘুমে আচ্ছন্ন অবস্থায় গাড়িচালক রাস্তার পাশের ডিভাইডারে ধাক্কা মারেন ৷

আরও পড়ুন: মেয়ের বিয়ে সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, লেকটাউনে নিহত কনের বাবা-সহ তিন

এই ঘটনার বিবরণ দিতে গিয়ে আরেক ঠিকা শ্রমিক মুরাজ শেখ বলেন, "আমরা কলকাতার বেহালায় রাজমিস্ত্রির কাজ করি ৷ ঈদের কারণে বাড়ি ফিরছিলাম ৷ হঠাৎ দেখি ড্রাইভার গাড়িটি ডিভাইডারে সজোরে ধাক্কা মারে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.