শান্তিপুর, 17 মার্চ : শপথ গ্রহণ চলাকালীন শান্তিপুর পৌরসভায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে (Santipur Municipality) । সুব্রত ঘোষ চেয়ারম্যান পদে ভোটের মাধ্যমে নির্বাচন হওয়ার পরেই পৌরসভা ছেড়ে প্রকাশ্যে বেরিয়ে গেলেন শান্তিপুর শহর তৃণমূল সভাপতি ও 16 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত প্রতিনিধি বৃন্দাবন প্রামানিক । শান্তিপুর পৌরসভার মোট 24টি ওয়ার্ড রয়েছে । তার মধ্যে 22টি ওয়ার্ডের জয়লাভ করেছে তৃণমূল এবং 2টিতে বিজেপি ।
আরও পড়ুন : Kharar Municipality Chairman : দলীয় সিদ্ধান্ত না মানায় খড়ারের চেয়ারম্যান অদ্যুৎ মণ্ডলকে বহিষ্কার তৃণমূলের
বৃন্দাবন প্রামাণিকের দাবি, "12 জন তৃণমূল প্রতিনিধির ভোট আমি পেয়েছি । 10 জন তৃণমূল প্রতিনিধি ভোট দলের ঘোষণা করা চেয়ারম্যান সুব্রত ঘোষ পেয়েছিলেন । বাকি দুইজন বিজেপি প্রতিনিধিদের ভোট সুব্রত ঘোষ পাওয়ায় সমান সমান হয়ে যায় । কিন্তু তৃণমূলের কাস্টিং ভোটে সুব্রত ঘোষ জয়লাভ করে । সেই কারণেই আমার মনে হয়েছে দলের প্রতিনিধি হিসেবে আমি জয় লাভ করেছি ।" কিন্তু তাঁকে চেয়ারম্যান করা হয়নি ৷ তবে মাঝপথে বেরিয়ে আসা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি ।
এ বিষয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "দলকে ইতিমধ্যে জানিয়েছি, দল ব্যবস্থা গ্রহণ করবে। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার কেন তিনি বেরিয়ে গেলেন ৷"