নদিয়া, 17 মে : রানাঘাটে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । ইতিমধ্যেই রানাঘাটে করোনার শিকার হয়েছেন বেশ কয়েকজন পৌর নাগরিক। এই অবস্থায় রানাঘাট পৌরসভা এবং লায়ন্স ক্লাব অফ রানাঘাট ওয়েস্টের যৌথ উদ্যোগে রানাঘাট নাসরা স্কুলে উদ্বোধন হল সেফ হোমের ।
আরো পড়ুন : পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দু’ভাইয়ের
এদিন এই সেফ হোমের উদ্বোধন করেন রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার । উপস্থিত ছিলেন মুখ্য পৌর প্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায়, এসিএমওএইচ পুষ্পেন্দু ভট্টাচার্য, রানাঘাট মহকুমা হাসপাতালে সুপার শ্যামল কুমার পোড়ে। যে সমস্ত পৌর নাগরিকের করোনা উপসর্গ থাকবে এবং তাদের বাড়িতে যদি আলাদা ঘর না থাকে, তাহলে সেই সমস্ত রোগী অগ্রাধিকারের ভিত্তিতে এই সেফ হোমে স্থান পাবে । এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা থাকবে 24 ঘণ্টা । থাকছে পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই । ডাক্তার ও ওষুধের বন্দোবস্ত থাকবে 24 ঘণ্টা ।
রানাঘাট পূর্বপাড়ে সেফ হোম হওয়ায় খুশি রানাঘাটবাসী । এই সেফ হোম থেকেই চিহ্নিত হবে করোনা রোগী । সেফ হোমের আবাসিকদের জন্য লায়ন্স ক্লাব অফ রানাঘাট ওয়েস্টের ক্যান্টিন থেকে খাবার আসবে । রানাঘাট পৌরসভার তত্ত্বাবধানে এই সেফ হোম দেখভালের দায়িত্বে থাকবে লায়ন্স ক্লাব ।