ETV Bharat / state

বেথুয়াডহরিতে পথ দুর্ঘটনা, মৃত 1 - বেথুয়াডহরি বিডিও অফিস

খড় কিনতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ঘোড়ার গাড়ির চালক সহ ঘোড়ার ৷ ঘটনার পর থেকে পলাতক ঘাতক লরির চালক । চালকের খোঁজে তল্লাশির পাশাপাশি দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বেথুয়াডহরি থানার পুলিশ ।

বেথুয়াডহরিতে পথ দুর্ঘটনায় মৃত 1
বেথুয়াডহরিতে পথ দুর্ঘটনায় মৃত 1
author img

By

Published : Apr 27, 2021, 12:39 PM IST

বেথুয়াডহরি , 27 এপ্রিল : লরির ধাক্কায় ঘোড়ার গাড়ির চালক সহ মৃত্যু হল ঘোড়ার ৷ দুর্ঘটনাটি ঘটেছে বেথুয়াডহরি থানার 34 নম্বর জাতীয় সড়কে ৷ স্থানীয় সূত্রে জানা গেছে , বেথুয়াডহরি থানার অন্তর্গত সুধাকরপুরের বাসিন্দা মৃত শাহিদ শেখ (55) বিচুলির ব্যবসা করতেন । প্রতিদিনের মত তিনি বাড়ি থেকে ঘোড়ার গাড়িতে করে খড় কিনতে বেরিয়েছিলেন ।

যাওয়ার পথে বেথুয়াডহরি বিডিও অফিস সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে হঠাৎ পিছন থেকে একটি লরি এসে সজোরে শাহিদের ঘোড়ার গাড়িতে ধাক্কা মারে । ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ঘোড়া-সহ শাহিদের ।

আরও পড়ুন : কোভিড রুখতে ফল ঘোষণার পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের

খবর পেয়ে বেথুয়াডহরি থানার পুলিশ এসে শাহিদ শেখকে উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ এরপর ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহটি শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় । স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

যদিও ঘটনার পর থেকে পলাতক ঘাতক লরির চালক । চালকের খোঁজে তল্লাশির পাশাপাশি দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বেথুয়াডহরি থানার পুলিশ ।

বেথুয়াডহরি , 27 এপ্রিল : লরির ধাক্কায় ঘোড়ার গাড়ির চালক সহ মৃত্যু হল ঘোড়ার ৷ দুর্ঘটনাটি ঘটেছে বেথুয়াডহরি থানার 34 নম্বর জাতীয় সড়কে ৷ স্থানীয় সূত্রে জানা গেছে , বেথুয়াডহরি থানার অন্তর্গত সুধাকরপুরের বাসিন্দা মৃত শাহিদ শেখ (55) বিচুলির ব্যবসা করতেন । প্রতিদিনের মত তিনি বাড়ি থেকে ঘোড়ার গাড়িতে করে খড় কিনতে বেরিয়েছিলেন ।

যাওয়ার পথে বেথুয়াডহরি বিডিও অফিস সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে হঠাৎ পিছন থেকে একটি লরি এসে সজোরে শাহিদের ঘোড়ার গাড়িতে ধাক্কা মারে । ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ঘোড়া-সহ শাহিদের ।

আরও পড়ুন : কোভিড রুখতে ফল ঘোষণার পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের

খবর পেয়ে বেথুয়াডহরি থানার পুলিশ এসে শাহিদ শেখকে উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ এরপর ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহটি শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় । স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

যদিও ঘটনার পর থেকে পলাতক ঘাতক লরির চালক । চালকের খোঁজে তল্লাশির পাশাপাশি দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বেথুয়াডহরি থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.