ETV Bharat / state

kalyani Ex-Cop Shot Dead : ভর সন্ধ্যায় গুলি করে প্রাক্তন পুলিশ কর্মীকে খুন - প্রাক্তন পুলিশ কর্মীকে গুলি করে খুন

রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন 65 বছরের প্রাক্তন পুলিশ কর্মী জনার্দন কর্মকার ৷ জেএনএম হাসপাতালে যতক্ষণে নিয়ে যাওয়া হল ততক্ষণে সব শেষ ৷ ঘটনাটি নদিয়ার কল্যাণীর গয়েশপুরের (Retired police constable shot dead at kalyani) ৷

Kalyani Crime News
kalyani Ex-Cop Shot Dead
author img

By

Published : May 20, 2022, 11:06 PM IST

Updated : May 21, 2022, 1:19 PM IST

গয়েশপুর, 20 মে : হাতে ছিল বিস্কুটের প্যাকেট ৷ সন্ধ্যাবেলায় বাড়ি সামনেই দাঁড়িয়ে তা খাচ্ছিলেন বা কাউকে খাওয়াচ্ছিলেন ৷ চোখের চশমা তোলা ছিল কপালে ৷ আর তখনই যেন মাটি ফুঁড়ে যমদূতের মতো উদয় কয়েকজন ব্যক্তির ৷ তারপর চারিদিক কাঁপিয়ে শরীর লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ৷ খুূব কাছ থেকে চালানো গুলিকে নিমেষের মধ্যে ঝাঁঝরা হয়ে গেল শরীরটা ৷ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন 65 বছরের প্রাক্তন পুলিশ কর্মী জনার্দন কর্মকার ৷ জেএনএম হাসপাতালে যতক্ষণে নিয়ে যাওয়া হল ততক্ষণে সব শেষ ৷ ঘটনাটি নদিয়ার কল্যাণীর গয়েশপুরের (Retired police constable shot dead at kalyani) ৷

বছর পাঁচেক আগে রাজ্য পুলিশের চাকরি থেকে অবসর নেন গয়েশপুরের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জনার্দন কর্মকার ৷ ব্যারাকপুর থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি ৷ হেসেখেলেই অবসর জীবন কাটাচ্ছিলেন ৷ তবে শুক্রবার সন্ধ্যায় সব বদলে গেল ৷ আজ সন্ধ্যা নাগাদ বাড়ির গেটের সামনেই দাঁড়িয়েছিলেন জনার্দনবাবু ৷ হঠাৎ করেই স্কুটি চেপে কয়েকজন এসে খুব কাছ থেকে গুলি করে তাঁকে ৷ তাঁর স্ত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসে ৷ প্রাক্তন পুলিশ কর্মীকে তড়িঘড়ি উদ্ধার করে জেএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷

প্রকাশ্যে এমন খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

আরও পড়ুন : Anti Social killed in Domjur : ডোমজুড়ে গুলি করে খুন কুখ্যাত দুষ্কৃতীকে, ধৃত 1

এই ঘটনার পিছনে পুরনো শত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে তা জানার চেষ্টা শুরু করেছে পুলিশ । পাশাপাশি ওই পুলিশকর্মীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ।

গয়েশপুর, 20 মে : হাতে ছিল বিস্কুটের প্যাকেট ৷ সন্ধ্যাবেলায় বাড়ি সামনেই দাঁড়িয়ে তা খাচ্ছিলেন বা কাউকে খাওয়াচ্ছিলেন ৷ চোখের চশমা তোলা ছিল কপালে ৷ আর তখনই যেন মাটি ফুঁড়ে যমদূতের মতো উদয় কয়েকজন ব্যক্তির ৷ তারপর চারিদিক কাঁপিয়ে শরীর লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ৷ খুূব কাছ থেকে চালানো গুলিকে নিমেষের মধ্যে ঝাঁঝরা হয়ে গেল শরীরটা ৷ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন 65 বছরের প্রাক্তন পুলিশ কর্মী জনার্দন কর্মকার ৷ জেএনএম হাসপাতালে যতক্ষণে নিয়ে যাওয়া হল ততক্ষণে সব শেষ ৷ ঘটনাটি নদিয়ার কল্যাণীর গয়েশপুরের (Retired police constable shot dead at kalyani) ৷

বছর পাঁচেক আগে রাজ্য পুলিশের চাকরি থেকে অবসর নেন গয়েশপুরের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জনার্দন কর্মকার ৷ ব্যারাকপুর থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি ৷ হেসেখেলেই অবসর জীবন কাটাচ্ছিলেন ৷ তবে শুক্রবার সন্ধ্যায় সব বদলে গেল ৷ আজ সন্ধ্যা নাগাদ বাড়ির গেটের সামনেই দাঁড়িয়েছিলেন জনার্দনবাবু ৷ হঠাৎ করেই স্কুটি চেপে কয়েকজন এসে খুব কাছ থেকে গুলি করে তাঁকে ৷ তাঁর স্ত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসে ৷ প্রাক্তন পুলিশ কর্মীকে তড়িঘড়ি উদ্ধার করে জেএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷

প্রকাশ্যে এমন খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

আরও পড়ুন : Anti Social killed in Domjur : ডোমজুড়ে গুলি করে খুন কুখ্যাত দুষ্কৃতীকে, ধৃত 1

এই ঘটনার পিছনে পুরনো শত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে তা জানার চেষ্টা শুরু করেছে পুলিশ । পাশাপাশি ওই পুলিশকর্মীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ।

Last Updated : May 21, 2022, 1:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.