ETV Bharat / state

গোমূত্র পানেই মিলবে কোরোনা থেকে মুক্তি, দাবি ISKCON-র মহারাজের - অলয় গোবিন্দ দাস

গোমূত্র পান করলে কোনও ভাইরাসই শরীরে প্রবেশ করবে না দাবি ISKCON মন্দিরের মহারাজের

ISCKON corona
ISCKON
author img

By

Published : Mar 18, 2020, 4:44 AM IST

Updated : Mar 18, 2020, 6:38 AM IST

নবদ্বীপ, 18 মার্চ : গো মাতার মধ্যে 33 কোটি দেবতা রয়েছে, যেখানে সমস্ত দেবতারা আছে তাহলে আমাদের চিন্তা কোথায়? যদি গোমূত্র পান করা হয় তাহলে কোরোনা কেন, কোনও ভাইরাসই আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না, এমনই মন্তব্য করলেন নদীয়ার মায়াপুর ISKCON মন্দিরের ভূমি আধিকারিক অলয় গোবিন্দ দাস ।

উল্লেখ্য, করোনাভাইরাসের জেরে যখন গোটা বিশ্ব আতঙ্কিত, তখন মায়াপুর ISKCON মন্দিরের ভূমি আধিকারিক অলয় গোবিন্দ দাসের এই মন্তব্য স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। তিনি বলেন, গোমূত্র না খেলে অফিসে ঢোকা যাবে না । সব জায়গাতেই গোমূত্র দেওয়া হচ্ছে। গোমূত্রের মধ্যে এমন কিছু কেমিক্যাল এবং মেটারিয়ালস আছে, যা ব্যাকটেরিয়া কে ধ্বংস করে দেয় । এছাড়া গোমূত্র, গোমাতা থেকে আসছে। যেখানে 33 কোটি দেবতার বাস ।

দেখুন ভিডিয়ো

গোমূত্র যদি আমরা পান করি, আমরা আশা করছি কোনও ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না । তার জন্য সবাইকে গোমূত্র পান করতে বলছি। তবে বেশি নয় পরিমান মতো ।

নবদ্বীপ, 18 মার্চ : গো মাতার মধ্যে 33 কোটি দেবতা রয়েছে, যেখানে সমস্ত দেবতারা আছে তাহলে আমাদের চিন্তা কোথায়? যদি গোমূত্র পান করা হয় তাহলে কোরোনা কেন, কোনও ভাইরাসই আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না, এমনই মন্তব্য করলেন নদীয়ার মায়াপুর ISKCON মন্দিরের ভূমি আধিকারিক অলয় গোবিন্দ দাস ।

উল্লেখ্য, করোনাভাইরাসের জেরে যখন গোটা বিশ্ব আতঙ্কিত, তখন মায়াপুর ISKCON মন্দিরের ভূমি আধিকারিক অলয় গোবিন্দ দাসের এই মন্তব্য স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। তিনি বলেন, গোমূত্র না খেলে অফিসে ঢোকা যাবে না । সব জায়গাতেই গোমূত্র দেওয়া হচ্ছে। গোমূত্রের মধ্যে এমন কিছু কেমিক্যাল এবং মেটারিয়ালস আছে, যা ব্যাকটেরিয়া কে ধ্বংস করে দেয় । এছাড়া গোমূত্র, গোমাতা থেকে আসছে। যেখানে 33 কোটি দেবতার বাস ।

দেখুন ভিডিয়ো

গোমূত্র যদি আমরা পান করি, আমরা আশা করছি কোনও ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না । তার জন্য সবাইকে গোমূত্র পান করতে বলছি। তবে বেশি নয় পরিমান মতো ।

Last Updated : Mar 18, 2020, 6:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.