নদিয়া, 30 জুন: রাত পোহালেই রথযাত্রা (Rath Yatra)৷ তার আগে শেষ পর্যায়ের চূড়ান্ত প্রস্তুতি চলছে নদিয়ার মায়াপুরের ইসকন মন্দিরে (Mayapur ISKCON temple)। ইতিমধ্যেই দেশ-বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে মায়াপুরে ।
বিগত দুই বছর করোনা সংক্রমণের কারণে মায়াপুর ইসকন মন্দিরের সেভাবে জাঁকজমক করে রথযাত্রা পালন করা হয়নি । কিন্তু এ বছর করোনা সংক্রমণ অনেকটা কমে যাওয়ার কারণে, প্রতি বছরের মতোই পালন করা হবে মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা । তাই তার আগে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে ইসকন মন্দিরে (ISKCON Rath Yatra)।
ইতিমধ্যেই মন্দির চত্বর এবং যে রথে বলরাম, সুভদ্রা ও জগন্নাথ আসবেন সেগুলিকে ঢেলে সাজানো হচ্ছে । তিনটি রথ মায়াপুর ইসকন মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরে রাজাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে । সেখান থেকেই বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ রথে চেপে মাসির বাড়ি মায়াপুর ইসকন মন্দিরে আসবে । ইসকন মন্দিরের এই রথযাত্রাকে দর্শন করার জন্য গোটা দেশ থেকে ভক্তদের সমাগম দেখা যায় । ভারতের বাইরে বহু বিদেশি ভক্ত ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন ইসকনের রথযাত্রা উপলক্ষে (Rath Yatra preparations in full swing at Mayapur ISKCON temple)।
আরও পড়ুন: রাজপথে ইসকনের রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী
এ বছর প্রথম ইসকন মন্দিরের রথযাত্রা উপলক্ষে রেল দফতরের তরফ থেকে দুটি স্পেশাল ট্রেন (Two special train) চালু করার কথা ঘোষণা করা হয়েছে । ইসকনের কো-অর্ডিনেটর জগদার্তিহা দাস বলেন, "রথযাত্রা উপলক্ষে চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে । বিদ্যুতের যাতে কোনও বিভ্রাট না ঘটে, বিদ্যুৎ দফতরের কর্মীরা এসেও কাজ করছেন ।" পাশাপাশি দুটি স্পেশাল ট্রেন দেওয়ার জন্য ইসকনের তরফ থেকে রেল দফতরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ।