ETV Bharat / state

ছুটি পেলে এরকম হত না, বলছেন আত্মঘাতী ITBP জওয়ানের মা

author img

By

Published : Dec 4, 2019, 10:25 PM IST

Updated : Dec 4, 2019, 10:58 PM IST

আমার ছেলেকে ছুটি দেয়নি । ছুটি পেলে এরকমটা হত না । জওয়ান ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকেই কাঁদতে কাঁদতে এই কথাটাই বার বার বলছেন হাফিনা বেগম ।

Jawan
কান্নায় ভেঙে পড়েছেন মা

নাকাশিপাড়া, 4 ডিসেম্বর : পুলিশ প্রশাসন খুব কঠোর । আমার ছেলেকে ছুটি দেয়নি । ছুটি পেলে এরকম হত না । বললেন ITBP জওয়ানের মা ৷ গতকাল ছত্তিশগড়ের নারায়ণপুরে মাসুদুল রহমান পাঁচজনকে খুন করে নিজে আত্মঘাতী হয় ৷ মাসুদুলের মৃত্যুর খবর শোনার পর তাঁর মা জানান, তাঁর ছেলেকে ছুটি দিলে এমনটা হত না ৷

গতকাল ছত্তিশগড়ের নারায়ণপুরে মাসুদুল রহমান(33) নামে এক ITBP জওয়ান পাঁচ সহকর্মীকে গুলি করে । ঘটনাস্থানেই মৃত্যু হয় চার জনের । পরে আত্মঘাতী হন মাসুদুল । এই ঘটনায় জখম হয় আরও তিন জওয়ান । তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয় । বাকিদের হেলিকপ্টারে চিকিৎসার জন্য পাঠানো হয় রায়পুরে।

কী বলছেন মৃত মাসুদুলের মা ? ভিডিয়োয় শুনুন

পুলিশ সুপার মোহিত গর্গ জানান, ক্যাম্পে জওয়ানদের মধ্যে বচসা বেঁধেছিল । তারপর মাসুদুল নামে এক জওয়ান তাঁর সহকর্মীদের উপর গুলি চালাতে শুরু করে । কিন্তু এই পুরো ঘটনার পিছনে অন্য কারণ দেখাচ্ছে মাসুদুলের পরিবার । তাদের অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে কোনও ছুটি না মেলায় মানসিক অবসাদে ভুগছিলেন মাসুদুল । 10 দিন আগে মায়ের সঙ্গে ফোনে কথা হয় তাঁর । তখনও মাসুদুল ছুটি না পাওয়ার কথা জানিয়েছিলেন মাকে । আর তারপরই আজ সহকর্মীদের গুলি করে আত্মঘাতী হন মাসুদুল ।

প্রসঙ্গত, নদিয়ার নাকাশিপাড়া থানার বিলকুমারী গ্রামের বাসিন্দা মাসুদুল রহমান । 2008 সালে ITBP-তে যোগদান করেন । বর্তমানে ছত্তিশগড়ের নারায়ণপুরের বস্তারে কর্মরত ছিলেন ।

নাকাশিপাড়া, 4 ডিসেম্বর : পুলিশ প্রশাসন খুব কঠোর । আমার ছেলেকে ছুটি দেয়নি । ছুটি পেলে এরকম হত না । বললেন ITBP জওয়ানের মা ৷ গতকাল ছত্তিশগড়ের নারায়ণপুরে মাসুদুল রহমান পাঁচজনকে খুন করে নিজে আত্মঘাতী হয় ৷ মাসুদুলের মৃত্যুর খবর শোনার পর তাঁর মা জানান, তাঁর ছেলেকে ছুটি দিলে এমনটা হত না ৷

গতকাল ছত্তিশগড়ের নারায়ণপুরে মাসুদুল রহমান(33) নামে এক ITBP জওয়ান পাঁচ সহকর্মীকে গুলি করে । ঘটনাস্থানেই মৃত্যু হয় চার জনের । পরে আত্মঘাতী হন মাসুদুল । এই ঘটনায় জখম হয় আরও তিন জওয়ান । তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয় । বাকিদের হেলিকপ্টারে চিকিৎসার জন্য পাঠানো হয় রায়পুরে।

কী বলছেন মৃত মাসুদুলের মা ? ভিডিয়োয় শুনুন

পুলিশ সুপার মোহিত গর্গ জানান, ক্যাম্পে জওয়ানদের মধ্যে বচসা বেঁধেছিল । তারপর মাসুদুল নামে এক জওয়ান তাঁর সহকর্মীদের উপর গুলি চালাতে শুরু করে । কিন্তু এই পুরো ঘটনার পিছনে অন্য কারণ দেখাচ্ছে মাসুদুলের পরিবার । তাদের অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে কোনও ছুটি না মেলায় মানসিক অবসাদে ভুগছিলেন মাসুদুল । 10 দিন আগে মায়ের সঙ্গে ফোনে কথা হয় তাঁর । তখনও মাসুদুল ছুটি না পাওয়ার কথা জানিয়েছিলেন মাকে । আর তারপরই আজ সহকর্মীদের গুলি করে আত্মঘাতী হন মাসুদুল ।

প্রসঙ্গত, নদিয়ার নাকাশিপাড়া থানার বিলকুমারী গ্রামের বাসিন্দা মাসুদুল রহমান । 2008 সালে ITBP-তে যোগদান করেন । বর্তমানে ছত্তিশগড়ের নারায়ণপুরের বস্তারে কর্মরত ছিলেন ।

Intro:দীর্ঘদিন ছুটি না মেলায় মানসিক অবসাদে ছত্রিশ গড়ের নারাযানপুর জেলার বস্তারে নিজের 5 সহকর্মীকে গুলি করে হত্যা করার পর নিজেকে গুলি করে আত্মঘাতী ITBT এর 45 নম্বর ব্যাটালিয়ন এর জওয়ান মাসুদুল রহমান।বুধবার দুপুরে নদীয়ার নাকাশিপাড়া থানার বিলকুমারী গ্রামে এই খবর পৌঁছাতেই শোকের ছায়া মাসুদুল এর পরিবার ও গ্রামে।সূত্রের খবর,নদীয়ার নাকাশিপাড়া থানার বিল কুমারী গ্রামের বাসিন্দা মাসুদুল রহমান(33) 2008 সালে ITBT তে যোগদান করে।বর্তমানে ছত্রিশোরের নারায়ণপুর জেলার বস্তারে কর্মরত ছিল।অভিযোগ,দীর্ঘ এক বছর যাবৎ কোনো ছুটি না মেলায় মানসিক অবসাদে ভুগছিল মাসুদুল।অভিযোগ,বুধবার এই নিয়ে তার কিছু সহকর্মীর সাথে বচসা হয়,তার পরই সে তার 5 সহকর্মীকে গুলি করে নিজেও আত্মঘাতী হয়।পরিবার সূত্রে খবর,গত 10 দিন আগে ফোনে মায়ের সাথে কথা হয়েছিল মাসুদুল এর।তখন পরিবারের তরফে বিয়ের জন্য তাকে বাড়ী আসার কথা জানিয়ে ছিল মা।কিন্তু আবেদন জানিয়েও ছুটি পাচ্ছে না বলে বাড়ীতে জানিয়েছিল মাসুদুল।আর তার পরই বুধবার বাড়িতে তার মৃত্যু সংবাদ পৌঁছায়।তবে সে কেন আরও 5 জনকে হত্যা করলো সেই বিষয়ে কিছু বলতে পারেনি পরিবার।ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।Body:NAKASHIPARA ITBTConclusion:
Last Updated : Dec 4, 2019, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.