ETV Bharat / state

Physical Disability Girl In Madhyamik Exam : শারীরিক অক্ষমতাকে জয় করে মাধ্যমিক পরীক্ষা নদীয়ার প্রিয়াঙ্কা পালের - bnadia

বিশেষভাবে সক্ষম মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়াঙ্কা পাল (Physical Disability Not a Barrier in Education for Priyanka Pal) ৷ হুইল চেয়ারে বসেই মাধ্যমিক পরীক্ষা প্রিয়াঙ্কা পালের ৷ ছোট থেকেই চলাফেরা করতে পারে না সে ৷ আজ তার দ্বিতীয় পরীক্ষা ৷ বাদকুল্লা ভুবনমোহিনী গার্লস হাইস্কুলের ছাত্রী প্রিয়াঙ্কা ৷ পরীক্ষার সিট পড়েছে অঞ্জনগর হাই স্কুলে ৷ রাইটারের সাহায্যে ভেনুতে গিয়েই পরীক্ষা দিল প্রিয়াঙ্কা (Physical Disability Girl In Madhyamik Exam) ৷ প্রিয়াঙ্কাকে সাহায্য করার কোনও খামতি রাখেনি তার মা-বাবা ও শিক্ষকেরা ৷ আগামীদিনে আরও পড়াশোনা করার ইচ্ছা প্রিয়ঙ্কার ৷

International Women's Day
International Women's Day
author img

By

Published : Mar 8, 2022, 2:36 PM IST

নদিয়া, 8 মার্চ : শারীরিক অক্ষমতা যে পড়াশোনায় ক্ষেত্রে বাধা হতে পারে না আরও একবার প্রমাণ করল নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লা উত্তর সুরভির বাসিন্দা প্রিয়াঙ্কা পাল ৷ ছোট থেকেই চলাফেরা করতে পারে না সে ৷ কিন্তু শারীরিক অক্ষমতা বাধা দিতে পারেনি তার পড়াশোনায় (Physical Disability Not a Barrier in Education for Priyanka Pal)। হুইল চেয়ারে বসেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রিয়াঙ্কা পাল ।

আজ তার দ্বিতীয় পরীক্ষা ৷ বাদকুল্লা ভুবনমোহিনী গার্লস হাইস্কুলের ছাত্রী প্রিয়াঙ্কা ৷ তবে পরীক্ষার সিট পড়েছে অঞ্জনগর হাইস্কুলে ৷ সেখানে গিয়েই পরীক্ষা দিচ্ছে প্রিয়ঙ্কা ৷ বাবা তৃনাথকুমার পাল তাকে নিয়ে আসেন পরীক্ষা হলে ৷

আরও পড়ুন : Womens Day Special : শখের ড্রাইভিং থেকে চালকের আসন, নারী দিবসে মহিলা বাসচালকের কাহিনী

তিনি বলেন, "ছোট থেকেই মেয়ের পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ । মেয়ের জন্য ছোট থেকেই অনেক চেষ্টা করেছিলাম তাকে শারীরিক দিক থেকে সুস্থ করে তোলার । অনেক চেষ্টা করেও বিফলে যায় সবকিছু । মেয়ে আর পাঁচটা ছেলেমেয়ের মত স্বাভাবিক না হলেও মনের জোর অন্যদের থেকে অনেকটাই বেশি ওর । সেই আগ্রহ আর জোর নিয়েই ধাপে ধাপে ক্লাস অতিক্রান্ত করে এবার সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে ।"

প্রিয়াঙ্কা নিজে না লিখতে পারলেও মুখে সব উত্তর বলে দিচ্ছেন । যদিও পর্ষদের অনুমতিতে তার জন্য রাখা হয়েছে রাইটার । আগামীদিনে সে আরও পড়াশোনা করতে চায় । উচ্চমাধ্যমিক অতিক্রান্ত করে কলেজ পাশ করে উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন রয়েছে তার, জানিয়েছেন প্রিয়াঙ্কার মা চন্দনা পাল ৷ প্রিয়াঙ্কাকে সাহায্য করার কোনও খামতি রাখেনি না তার মা-বাবা । রেখেছেন আলাদা করে গৃহশিক্ষক। প্রিয়াঙ্কা পালের পড়াশোনা উৎসাহ দেখে বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এসেছেন। তাঁরাও আগ্রহ সঙ্গে চাইছেন প্রতিবন্ধকতা দূর করে প্রিয়াঙ্কা পাল যেন সমাজের দৃষ্টান্ত স্থাপন করতে পারে ।

আরও পড়ুন : President Kovind on Women's Day: ক্ষমতায়নের মাধ্যমে নারীদের আত্মনির্ভর করার বার্তা রাষ্ট্রপতির

অঞ্জনগর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুপ্রতিপ রায় বললেন, "জন্মগতভাবে প্রতিবন্ধী প্রিয়াঙ্কা পাল ৷ হুইল চেয়ারে বসেই ও পরীক্ষা দিচ্ছে ৷ পরীক্ষা যাতে ভালভাবে দিতে পারে তার ব্যবস্থা করছি এবং সম্পুর্ণভাবে আমরা সহয়তা করছি ৷ গতকাল ভাল পরীক্ষা দিয়েছে ৷ শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও প্রিয়াঙ্কা পড়াশোনা চালিয়ে যাচ্ছে তার জন্য ওকে অনেক অভিনন্দন ৷ ওকে দেখে খুবই অবাক হয়েছি ৷" "প্রিয়ঙ্কার মধ্যে এগিয়ে যাওয়ার জেদ আছে ৷ আজ আন্তর্জাতিক নারী দিবসে প্রিয়ঙ্কাকে দেখে আরও মহিলারা অনুপ্রেরণা পাবে ৷ নারী দিবসের দিন এমন ছাত্রীকে ইটিভি ভারতের কুর্নিশ।

নদিয়া, 8 মার্চ : শারীরিক অক্ষমতা যে পড়াশোনায় ক্ষেত্রে বাধা হতে পারে না আরও একবার প্রমাণ করল নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লা উত্তর সুরভির বাসিন্দা প্রিয়াঙ্কা পাল ৷ ছোট থেকেই চলাফেরা করতে পারে না সে ৷ কিন্তু শারীরিক অক্ষমতা বাধা দিতে পারেনি তার পড়াশোনায় (Physical Disability Not a Barrier in Education for Priyanka Pal)। হুইল চেয়ারে বসেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রিয়াঙ্কা পাল ।

আজ তার দ্বিতীয় পরীক্ষা ৷ বাদকুল্লা ভুবনমোহিনী গার্লস হাইস্কুলের ছাত্রী প্রিয়াঙ্কা ৷ তবে পরীক্ষার সিট পড়েছে অঞ্জনগর হাইস্কুলে ৷ সেখানে গিয়েই পরীক্ষা দিচ্ছে প্রিয়ঙ্কা ৷ বাবা তৃনাথকুমার পাল তাকে নিয়ে আসেন পরীক্ষা হলে ৷

আরও পড়ুন : Womens Day Special : শখের ড্রাইভিং থেকে চালকের আসন, নারী দিবসে মহিলা বাসচালকের কাহিনী

তিনি বলেন, "ছোট থেকেই মেয়ের পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ । মেয়ের জন্য ছোট থেকেই অনেক চেষ্টা করেছিলাম তাকে শারীরিক দিক থেকে সুস্থ করে তোলার । অনেক চেষ্টা করেও বিফলে যায় সবকিছু । মেয়ে আর পাঁচটা ছেলেমেয়ের মত স্বাভাবিক না হলেও মনের জোর অন্যদের থেকে অনেকটাই বেশি ওর । সেই আগ্রহ আর জোর নিয়েই ধাপে ধাপে ক্লাস অতিক্রান্ত করে এবার সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে ।"

প্রিয়াঙ্কা নিজে না লিখতে পারলেও মুখে সব উত্তর বলে দিচ্ছেন । যদিও পর্ষদের অনুমতিতে তার জন্য রাখা হয়েছে রাইটার । আগামীদিনে সে আরও পড়াশোনা করতে চায় । উচ্চমাধ্যমিক অতিক্রান্ত করে কলেজ পাশ করে উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন রয়েছে তার, জানিয়েছেন প্রিয়াঙ্কার মা চন্দনা পাল ৷ প্রিয়াঙ্কাকে সাহায্য করার কোনও খামতি রাখেনি না তার মা-বাবা । রেখেছেন আলাদা করে গৃহশিক্ষক। প্রিয়াঙ্কা পালের পড়াশোনা উৎসাহ দেখে বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এসেছেন। তাঁরাও আগ্রহ সঙ্গে চাইছেন প্রতিবন্ধকতা দূর করে প্রিয়াঙ্কা পাল যেন সমাজের দৃষ্টান্ত স্থাপন করতে পারে ।

আরও পড়ুন : President Kovind on Women's Day: ক্ষমতায়নের মাধ্যমে নারীদের আত্মনির্ভর করার বার্তা রাষ্ট্রপতির

অঞ্জনগর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুপ্রতিপ রায় বললেন, "জন্মগতভাবে প্রতিবন্ধী প্রিয়াঙ্কা পাল ৷ হুইল চেয়ারে বসেই ও পরীক্ষা দিচ্ছে ৷ পরীক্ষা যাতে ভালভাবে দিতে পারে তার ব্যবস্থা করছি এবং সম্পুর্ণভাবে আমরা সহয়তা করছি ৷ গতকাল ভাল পরীক্ষা দিয়েছে ৷ শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও প্রিয়াঙ্কা পড়াশোনা চালিয়ে যাচ্ছে তার জন্য ওকে অনেক অভিনন্দন ৷ ওকে দেখে খুবই অবাক হয়েছি ৷" "প্রিয়ঙ্কার মধ্যে এগিয়ে যাওয়ার জেদ আছে ৷ আজ আন্তর্জাতিক নারী দিবসে প্রিয়ঙ্কাকে দেখে আরও মহিলারা অনুপ্রেরণা পাবে ৷ নারী দিবসের দিন এমন ছাত্রীকে ইটিভি ভারতের কুর্নিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.