ETV Bharat / state

Rain Showers in Nadia : সকাল থেকে মুষলধারে বৃষ্টি, স্বস্তিতে নদিয়াবাসী - নদিয়ায় সব্জি চাষীরা স্বস্তিতে

আজ সকালে অঝোর ধারায় ভিজল গোটা নদিয়া জেলা ৷ তীব্র দাবদাহ থেকে মুক্তি পেলেন সাধারণ মানুষ ৷ চাষিদের মুখেও ফুটল (Rain Showers in Nadia) হাসি ৷

Heavy rainfall brings relief in Nadia
নদিয়ায় প্রবল বৃষ্টি
author img

By

Published : May 3, 2022, 12:43 PM IST

নদিয়া, 3 মে : সকাল থেকে দেখা নেই সূর্যের, মেঘাচ্ছন্ন গোটা আকাশ । এরপরেই নামল স্বস্তির বৃষ্টি, গোটা নদীয়া জেলাজুড়ে । সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া । হাঁসফাঁস তীব্র গরমের হাত থেকে শেষমেশ রেহাই পেলেন জেলার বাসিন্দারা (People gets relief as heavy rainfall started all over Nadia this morning) ।

আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গ জুড়ে এই মরশুমে অনেক দেরিতে বৃষ্টিতে এল‌ । তীব্র গরমের যন্ত্রণা ভোগ করতে হয়েছে সাধারণ মানুষকে । নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি পেরিয়েছে । স্বভাবতই চরম দাবদাহে গৃহবন্দি হয়েছিল মানুষ ৷ অন্যদিকে চাষিরাও দুশ্চিন্তায় ছিলেন ।

আরও পড়ুন : Nadia EID: বৃষ্টিকে উপেক্ষা করে নদিয়ায় চলল নমাজ পড়া

এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালের বৃষ্টিতে একদিকে যেমন গরমের হাত থেকে রেহাই পাবেন জেলাবাসী, অন্যদিকে সব্জি চাষিরাও স্বস্তি পাবেন । এই জেলার হাজার-হাজার চাষি সব্জি এবং অন্য চাষাবাদ করে সংসার চালান । এই অবস্থায় প্রাকৃতিক জলের গুণগত মান চাষের ক্ষেত্রে অনেকটাই অনুকূল । তবে ধান চাষের ক্ষেত্রে আবার অনেকটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আকাশের খামখেয়ালিপনা । তার কারণ, এই সময়ে চাষিরা পাকা ধান কেটে বাড়িতে নিয়ে আসেন । তাই কিছুটা হলেও অসুবিধায় পড়বেন ধান চাষিরা ।

নদিয়া, 3 মে : সকাল থেকে দেখা নেই সূর্যের, মেঘাচ্ছন্ন গোটা আকাশ । এরপরেই নামল স্বস্তির বৃষ্টি, গোটা নদীয়া জেলাজুড়ে । সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া । হাঁসফাঁস তীব্র গরমের হাত থেকে শেষমেশ রেহাই পেলেন জেলার বাসিন্দারা (People gets relief as heavy rainfall started all over Nadia this morning) ।

আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গ জুড়ে এই মরশুমে অনেক দেরিতে বৃষ্টিতে এল‌ । তীব্র গরমের যন্ত্রণা ভোগ করতে হয়েছে সাধারণ মানুষকে । নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি পেরিয়েছে । স্বভাবতই চরম দাবদাহে গৃহবন্দি হয়েছিল মানুষ ৷ অন্যদিকে চাষিরাও দুশ্চিন্তায় ছিলেন ।

আরও পড়ুন : Nadia EID: বৃষ্টিকে উপেক্ষা করে নদিয়ায় চলল নমাজ পড়া

এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালের বৃষ্টিতে একদিকে যেমন গরমের হাত থেকে রেহাই পাবেন জেলাবাসী, অন্যদিকে সব্জি চাষিরাও স্বস্তি পাবেন । এই জেলার হাজার-হাজার চাষি সব্জি এবং অন্য চাষাবাদ করে সংসার চালান । এই অবস্থায় প্রাকৃতিক জলের গুণগত মান চাষের ক্ষেত্রে অনেকটাই অনুকূল । তবে ধান চাষের ক্ষেত্রে আবার অনেকটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আকাশের খামখেয়ালিপনা । তার কারণ, এই সময়ে চাষিরা পাকা ধান কেটে বাড়িতে নিয়ে আসেন । তাই কিছুটা হলেও অসুবিধায় পড়বেন ধান চাষিরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.