ETV Bharat / state

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে গলায় ছুরির কোপ, ধৃত যুবক

দুষ্কৃতীর হামলায় জখম হলেন কৃষ্ণনগরের এক রেস্তরাঁ মালিক ৷ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

আক্রান্ত রেস্তরাঁ মালিক
author img

By

Published : Sep 23, 2019, 12:32 PM IST

কৃষ্ণনগর, 23 সেপ্টেম্বর : দুষ্কৃতীর ধারালো অস্ত্রের আঘাতে জখম হলেন এক রেস্তরাঁ মালিক ৷ নদিয়ার কৃষ্ণনগরের পাত্র বাজার এলাকার ঘটনা ৷ গ্রেপ্তার অভিযুক্ত যুবক ৷ তার নাম রাহুল দাস ।

আক্রান্ত রেস্তরাঁ মালিকের নাম দেবু ভৌমিক ৷ বাড়ি কৃষ্ণনগরের সুবর্ণবিহারের ঘোষ পাড়ায় ৷ কৃষ্ণনগরের পাত্র বাজারে তাঁর একটি রেস্তরাঁ রয়েছে ৷ অভিযোগ, গতকাল গভীর রাতে রেঁস্তরা বন্ধের সময় রাহুল সেখানে ঢুকে পড়ে ৷ সে দেবুবাবুর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছুরি দিয়ে গলায় আঘাত করে ৷ দেবুবাবুর চিৎকার শুনে পাশের একটি ক্লাব থেকে কয়েকজন ছুটে যায় ৷ তারা রাহুলকে ধরে ফেলে ।

দেবুবাবুকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কৃষ্ণনগর থানার পুলিশ । পুলিশ রাহুলকে গ্রেপ্তার করে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিনতাইয়ের জন্য এই হামলা ৷ তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ।

কৃষ্ণনগর, 23 সেপ্টেম্বর : দুষ্কৃতীর ধারালো অস্ত্রের আঘাতে জখম হলেন এক রেস্তরাঁ মালিক ৷ নদিয়ার কৃষ্ণনগরের পাত্র বাজার এলাকার ঘটনা ৷ গ্রেপ্তার অভিযুক্ত যুবক ৷ তার নাম রাহুল দাস ।

আক্রান্ত রেস্তরাঁ মালিকের নাম দেবু ভৌমিক ৷ বাড়ি কৃষ্ণনগরের সুবর্ণবিহারের ঘোষ পাড়ায় ৷ কৃষ্ণনগরের পাত্র বাজারে তাঁর একটি রেস্তরাঁ রয়েছে ৷ অভিযোগ, গতকাল গভীর রাতে রেঁস্তরা বন্ধের সময় রাহুল সেখানে ঢুকে পড়ে ৷ সে দেবুবাবুর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছুরি দিয়ে গলায় আঘাত করে ৷ দেবুবাবুর চিৎকার শুনে পাশের একটি ক্লাব থেকে কয়েকজন ছুটে যায় ৷ তারা রাহুলকে ধরে ফেলে ।

দেবুবাবুকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কৃষ্ণনগর থানার পুলিশ । পুলিশ রাহুলকে গ্রেপ্তার করে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিনতাইয়ের জন্য এই হামলা ৷ তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ।

Intro:গভীর রাতে এক দুষ্কৃতীর ধারালো অস্ত্রের আঘাতে জখম হল এক রেস্টুরেন্টের মালিক। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালী থানার পাত্র বাজারের কাছে । ঘটনায় গুরুতর জখম রেস্টুরেন্ট মালিক দেবু ভৌমিক কে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবক রাহুল দাস কে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, কৃষ্ণনগর কোতোয়ালি থানার সুবর্ণবিহারের ঘোষ পাড়ার বাসিন্দা দেব ভৌমিকের কৃষ্ণনগর পাত্র বাজারে একটি রেস্টুরেন্ট রয়েছে। প্রতিদিনের মত সে গত কাল রাতেও রেস্টুরেন্ট খুলেছিলেন। গভীর রাতে যখন দোকানে আর কেউ ছিলনা, ঠিক বন্ধ করার আগেই এক যুবক দোকানে প্রবেশ করে। অভিযোগ, হঠাৎই আচমকা ওই যুবক রেস্টুরেন্ট মালিক দেবু ভৌমিকের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। এরপর নিচু হতেই তার গলায় একটি চাকু বের করে আঘাত করে ।রক্তাক্ত অবস্থায় ওই রেস্টুরেন্ট মালিক চিৎকার শুরু করলে পাশের একটি ক্লাব থেকে কয়েকজন ছুটে এলেন ওই যুবক পালানোর চেষ্টা করে। কিন্তু ঘটনাস্থলে ধরা পড়ে যাই ওই যুবক। তড়িঘড়ি রেস্টুরেন্ট মালিক দেবভূমিতে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এসে অভিযুক্ত যুবক রাহুল দাস (২৪)কে গ্রেপ্তার করে। এর পাশাপাশি এই ঘটনার পিছনের শুধুমাত্র টাকা ছিনতাইয়ের কারণ অথবা অন্য কোনো কারণ ছিল কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ।Body:KRISHNAGAR RESTAURANTConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.