ETV Bharat / state

হাওড়া স্টেশন নয় শ্বশুরবাড়িতেই ছিলেন অর্ণব ? CCTV ফুটেজ নিয়ে বাড়ছে রহস্য

নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়কে নিয়ে রহস্য দানা বাঁধছে । বিশেষ করে হাওড়ার ব্যাতাইতলার ফ্ল্যাট থেকে পাওয়া CCTV ফুটেজ পাওয়ার পর থেকেই ধন্দ তৈরি হয়েছে পুলিশের ।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 27, 2019, 12:37 PM IST

Updated : Apr 27, 2019, 12:58 PM IST

হাওড়া, 27 এপ্রিল : নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়কে নিয়ে রহস্য দানা বাঁধছে । বিশেষ করে হাওড়ার ব্যাতাইতলার ফ্ল্যাট থেকে পাওয়া CCTV ফুটেজ পাওয়ার পর থেকেই ধন্দ তৈরি হয়েছে পুলিশের । ফুটেজে দেখা যাচ্ছে, গত পরশু অর্থাৎ 25 এপ্রিল সকাল 8টা 45 নাগাদ শ্বশুরবাড়ির ফ্ল্যাটে আসেন । সঙ্গে ছিল একটি ব্যাগ ও প্লাস্টিক । ফ্ল্যাটে আগে থেকেই উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও শ্বশুর নির্মল যশ । এরপর সকাল 9টা নাগাদ অর্ণব রায় শ্বশুরের সঙ্গে বাইরে যান । আরও দুজনকে সঙ্গে নিয়ে 9টা 23 নাগাদ ফ্ল্যাটে ফিরে আসেন । সঙ্গে থাকা দুজন ব্যক্তি কে বা কারা সেটা জানা যায়নি ।

ওই ফ্ল্যাটের CCTV ফুটেজে দেখা গেছে, 24 এপ্রিল, (বুধবার) একটি ব্যাগ ও প্লাস্টিক নিয়ে বাবার সঙ্গে বাইরে বেরোন অর্ণবের স্ত্রী । সেই ব্যাগ ও প্লাস্টিক নিয়েই গত পরশু সকালে ফিরে আসেন অর্ণব রায় । পুলিশের অনুমান,অর্ণবের আত্মগোপন করার বিষয়টি শ্বশুরবাড়ির লোকজন জানতেন । তবে অর্ণব কোথায় আত্মগোপন করেছিলেন সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অর্ণবের শ্বশুরবাড়ির লোকজন ।

দেখুন CCTV ফুটেজ

ফুটেজে পাওয়া তথ্য নিয়েই রহস্য ঘনীভূত হয়েছে । যদিও CCTV ফুটেজের সত্যতা খতিয়ে দেখেনি ETV ভারত ।

যদিও পুলিশ ও CID দাবি করেছে, কাজের চাপে পালিয়ে এসে টানা সাত দিন হাওড়া স্টেশনেই ছিলেন অর্ণব । মোবাইল ফোনের সূত্র ধরে তাঁকে উদ্ধার করেন গোয়েন্দারা । CCTV ফুটেজ যদি সত্যি হয়, তাহলে CID-র দাবি নিয়েও প্রশ্ন উঠবে । তাই, অর্ণব রহস্য আরও জটিল হচ্ছে বলা চলে ।

হাওড়া, 27 এপ্রিল : নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়কে নিয়ে রহস্য দানা বাঁধছে । বিশেষ করে হাওড়ার ব্যাতাইতলার ফ্ল্যাট থেকে পাওয়া CCTV ফুটেজ পাওয়ার পর থেকেই ধন্দ তৈরি হয়েছে পুলিশের । ফুটেজে দেখা যাচ্ছে, গত পরশু অর্থাৎ 25 এপ্রিল সকাল 8টা 45 নাগাদ শ্বশুরবাড়ির ফ্ল্যাটে আসেন । সঙ্গে ছিল একটি ব্যাগ ও প্লাস্টিক । ফ্ল্যাটে আগে থেকেই উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও শ্বশুর নির্মল যশ । এরপর সকাল 9টা নাগাদ অর্ণব রায় শ্বশুরের সঙ্গে বাইরে যান । আরও দুজনকে সঙ্গে নিয়ে 9টা 23 নাগাদ ফ্ল্যাটে ফিরে আসেন । সঙ্গে থাকা দুজন ব্যক্তি কে বা কারা সেটা জানা যায়নি ।

ওই ফ্ল্যাটের CCTV ফুটেজে দেখা গেছে, 24 এপ্রিল, (বুধবার) একটি ব্যাগ ও প্লাস্টিক নিয়ে বাবার সঙ্গে বাইরে বেরোন অর্ণবের স্ত্রী । সেই ব্যাগ ও প্লাস্টিক নিয়েই গত পরশু সকালে ফিরে আসেন অর্ণব রায় । পুলিশের অনুমান,অর্ণবের আত্মগোপন করার বিষয়টি শ্বশুরবাড়ির লোকজন জানতেন । তবে অর্ণব কোথায় আত্মগোপন করেছিলেন সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অর্ণবের শ্বশুরবাড়ির লোকজন ।

দেখুন CCTV ফুটেজ

ফুটেজে পাওয়া তথ্য নিয়েই রহস্য ঘনীভূত হয়েছে । যদিও CCTV ফুটেজের সত্যতা খতিয়ে দেখেনি ETV ভারত ।

যদিও পুলিশ ও CID দাবি করেছে, কাজের চাপে পালিয়ে এসে টানা সাত দিন হাওড়া স্টেশনেই ছিলেন অর্ণব । মোবাইল ফোনের সূত্র ধরে তাঁকে উদ্ধার করেন গোয়েন্দারা । CCTV ফুটেজ যদি সত্যি হয়, তাহলে CID-র দাবি নিয়েও প্রশ্ন উঠবে । তাই, অর্ণব রহস্য আরও জটিল হচ্ছে বলা চলে ।

নোডাল অফিসার অর্ণব রায় নিয়ে দানা বাঁধছে রহস্য, হাওড়া, ২৭ এপ্রিল: নিখোঁজ নদিয়ার নোডাল অফিসার অর্নব রায়কে গত পরশু হাওড়া স্টেশন থেকে উদ্ধার করেছিল সি আই ডি। কিন্তু তারপর থেকে যে প্রশ্ন উঠছিল তা হল এতদিন কোথায় ছিলেন এই অফিসার। তার শ্বশুর বাড়ি হাওড়া শহরের ব্যতাই তলার ফ্ল্যাটের সি সি টি ভি ছবিতে যা ধরা পড়লো তাতে দেখা যায় গতপরশু অর্থাৎ ধরা পড়ার দিন সকালে ৮.৪৫ নাগাদ তিনি শ্বশুর বাড়ি আসেন। সঙ্গে একটি ব্যাগ ও একটি প্লাস্টিক। যেখানে তার স্ত্রী ছিলেন আগে থেকেই।শ্বশুর নির্মল জস যিনি পুলিশ অফিসার তিনিও ছিলেন।সেদিন জামাই আসার পর নির্মল বাবু তাকে নিয়ে বের হন নটা নাগাদ।এরপর সকাল নটা তেইশ মিনিটে ফিরে আসেন সঙ্গে ছিলেন আরো দুজন।তারা কারা সে সম্পর্কে জানা যায় নি।এরপর থেকে শ্বশুর বাড়িতেই আছেন অর্নব রায়।তবে শ্বশুর বাড়ির লোকেরা সবই জানতেন তার বিষয়ে এমনটাই অনুমান। তবে এর আগে কোথায় ছিলেন তিনি সেই বিষয়ে বাড়ির লোকেরা কিছু বলতে চায়নি। সি সি টি ভি তে আরো দেখা গেছে যে ফিরে আসার আগের দিন অর্থাৎ ২৪ তারিখ একটি ব্যাগ ও একটি প্লাস্টিক নিয়ে বাবার সাথে বেরিয়েছিলেন অর্নবের স্ত্রী।পরের দিন সেই ব্যাগ ওই একটি প্লাস্টিক নিয়ে ফিরে আসেন অর্নব। সব মিলিয়ে রহস্য দানা বাঁধছে।
Last Updated : Apr 27, 2019, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.