ETV Bharat / state

করোনা আক্রান্তদের পাশে নবদ্বীপের পৃথিবী

author img

By

Published : May 17, 2021, 3:38 PM IST

নবদ্বীপে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে পৃথিবী নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন ৷ এই সংগঠনের সদস্যরা দু‘বেলা রান্না করা সুষম খাবার পৌঁছে দিচ্ছেন করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি ৷ পাশাপাশি নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকায় ভিক্ষুকদেরও তাঁরা এই রান্না করা খাবার সরবারহ করছেন ৷

করোনা আক্রান্তদের পাশে নবদ্বীপের পৃথিবী
করোনা আক্রান্তদের পাশে নবদ্বীপের পৃথিবী

নবদ্বীপ, 17 মে: করোনা আক্রান্ত রোগীদের পরিবারের পাশে দাঁড়াল নবদ্বীপের 'পৃথিবী' ৷ করোনা আক্রান্ত এবং তাঁদের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ।

করোনা সংক্রান্ত বিধি-নিষেধ এবং স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে পিপিই কিট পড়ে নবদ্বীপে করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন পৃথিবীর সদস্যরা ৷ সম্পূর্ণভাবে সামাজিক দূরত্ব বজায় রেখেও প্রতিদিন দু‘বেলা করে করোনা আক্রান্তদের পরিবারের হতে তুলে দিচ্ছে রান্না করা সুষম খাবার । এছাড়াও নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ ভিক্ষুক-সহ অন্যান্য সহায়-সম্বলহীন মানুষজনকেও বসিয়ে রান্না করা খাবার সরবরাহ করছেন এই সংগঠনের সদস্যরা ।

করোনা আক্রান্তদের পাশে নবদ্বীপের পৃথিবী

সংগঠনের তরফে জানানো হয়েছে, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন তারা এই প্রয়াস চালিয়ে যাবেন ৷ পৃথিবী-এর এই মানবিক উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি করোনায় আক্রান্ত অসহায় পরিবারগুলির পাশাপাশি শহরবাসী ।

আরও পড়ুন: দৈনিক সংক্রমণ নামল 3 লাখের নিচে, মৃত 4 হাজারের বেশি

নবদ্বীপ, 17 মে: করোনা আক্রান্ত রোগীদের পরিবারের পাশে দাঁড়াল নবদ্বীপের 'পৃথিবী' ৷ করোনা আক্রান্ত এবং তাঁদের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ।

করোনা সংক্রান্ত বিধি-নিষেধ এবং স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে পিপিই কিট পড়ে নবদ্বীপে করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন পৃথিবীর সদস্যরা ৷ সম্পূর্ণভাবে সামাজিক দূরত্ব বজায় রেখেও প্রতিদিন দু‘বেলা করে করোনা আক্রান্তদের পরিবারের হতে তুলে দিচ্ছে রান্না করা সুষম খাবার । এছাড়াও নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ ভিক্ষুক-সহ অন্যান্য সহায়-সম্বলহীন মানুষজনকেও বসিয়ে রান্না করা খাবার সরবরাহ করছেন এই সংগঠনের সদস্যরা ।

করোনা আক্রান্তদের পাশে নবদ্বীপের পৃথিবী

সংগঠনের তরফে জানানো হয়েছে, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন তারা এই প্রয়াস চালিয়ে যাবেন ৷ পৃথিবী-এর এই মানবিক উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি করোনায় আক্রান্ত অসহায় পরিবারগুলির পাশাপাশি শহরবাসী ।

আরও পড়ুন: দৈনিক সংক্রমণ নামল 3 লাখের নিচে, মৃত 4 হাজারের বেশি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.