নদিয়া, 22 মে : বউভাতের অনুষ্ঠান বন্ধ রেখে খেয়াঘাটের কর্মহীন মাঝি এবং দুস্থদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করলেন নব দম্পতি ৷ শনিবার শান্তিপুর পৌরসভার অস্থায়ী কর্মী অমিতকুমার ঘোষ এবং নাকাশিপাড়ার শিবপুর অঞ্চলের মৌমিতা ঘোষ বিয়ে অনুষ্ঠান বাদ দিয়েছেন করোনার জন্য । তার বদলে কর্মহীন কিছু মানুষের জন্য সুষম খাবার দিয়ে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করলেন তাঁরা ৷
জলঙ্গি নদী পেরিয়ে কন্যা পক্ষের দু'জনকে সঙ্গে নিয়ে 3 জন বরযাত্রী নৌকা করে নববধূকে নিয়ে ফেরেন শান্তিপুরের সুত্রাগড়ের বাড়িতে ৷ করোনার মধ্যে বিয়ে হল সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে । তবে নব দম্পতির অতিথি আপ্যায়নের অতিথি সংখ্যা করোনা বিধিতে আটতায় ৷ তাই বাদ দেওয়া হয়েছে তা ৷ তার বদলে কর্মহীন কিছু দুস্থ মানুষকে সুষম খাবার দিলেন সদ্য বিবাহিত এই দম্পতি ৷
বৌভাত উপলক্ষে শনিবার শান্তিপুরের গুপ্তিপাড়া ফেরিঘাটে নদী পারাপারের সঙ্গে যুক্ত বেশ কিছু মাঝি এবং প্রান্তিক মানুষের জন্য ভাত, ডাল, তরকারি, মাছ, চাটনি, পাপড় ও মিষ্টি দিয়ে মধ্যাহ্নভোজের প্যাকেট নব দম্পতি নিজে স্কুটি চালিয়ে ঘুরে পরিবেশন করেন । কারণ হিসাবে পাত্র অমিত জানান, তাঁর বাবা জগবন্ধু ঘোষ দীর্ঘদিন এই গুপ্তিপাড়া ফেরিঘাটে নদী পারাপারের দায়িত্ব সামলেছেন । করোনার সময় ফেরি বন্ধ থাকার জন্য এই পেশার সঙ্গে যুক্তদের কঠিন সময়ে মধ্যে পড়তে হয়েছে ৷ তাঁদের জন্য অন্তত একবেলার জন্য হলেও সুষম খাবারের ব্যবস্থা করতে চেয়েছেন তাঁরা ৷ নববধূ মৌমিতা জানান, বিয়ে ঠিক হওয়ার পরে অনুষ্ঠান হবে না শুনে একটু খারাপ লেগেছিল বটে, তবে এদিন কর্মহীন প্রায় 75 জন মানুষের মুখে হাসি ফোটাতে পেরে ভাল লাগছে ৷
আরও পড়ন : ঢুকছে মাছ-মাংস-ডিম, করোনা রোগীদের সুস্থ করতে 104 বছরের নিয়ম ভাঙল ভারত সেবাশ্রম