নদিয়া, 27 মার্চ : নদিয়াতে তৈরি হতে চলেছে কোরোনা হাসপাতাল । প্রাথমিকভাবে 30 টি বেড নিয়ে শক্তিনগর জেলা হাসপাতালের ক্যাম্পাসে তৈরি হবে এই হাসপাতালটি । আজ সাংবাদিক বৈঠক করে একথা জানালেন নদিয়া জেলার ডেপুটি CMOH অসিতকুমার দেওয়ান ।
দেশে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । কোরোনা সন্দেহে হোম কোয়ারেন্টাইনের পাশাপাশি আইসোলেশনে রাখা হচ্ছে অনেককে । ধীরে ধীরে বাড়ছে আইসোলেশনে রাখা রোগীর সংখ্যা । যার জেরে দিন দিন বাড়াতে হচ্ছে হাসপাতাল ও বেড । পরিস্থিতি মোকাবিলায় রেলের কামড়াকেও আইসোলেশন বানানোর পরিকল্পনা করা হয়েছে । এই অবস্থায় জ্বর, সর্দি, গলা ব্যথা হলেই রাখতে হচ্ছে আইসোলেশনে । সেকারণেই চাপ বাড়ছে হাসপাতালগুলোতে । তাই নদিয়ার শক্তিনগরে কোরোনা হাসপাতাল বানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার ।
বিষয়টি জানিয়ে ডেপুটি CMOH বলেন, গুজব ছড়িয়েছে শক্তিনগর এলাকায় । অনেকেই বলছে, তেহট্ট মহাকুমায় একজনের শরীরে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । আমি জানাচ্ছি নদিয়ায় এখনও কনফার্ম ধরা পড়েনি । সুতরাং যারা বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে তাদের আমি সতর্ক করতে চাই ।
এটি বলার পাশাপাশি তিনি জানান, এখনও পর্যন্ত 28 জন সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছে । 13 জনের নমুনা ইতিমধ্যেই নেওয়া হয়েছে । তার মধ্যে 8 জনের রিপোর্ট এখনও আমাদের হাতে আসেনি । আমরা সব সময় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছি । খুব তাড়াতাড়ি বাকি রিপোর্টগুলো পেয়ে যাব । কনফার্ম কেস এখনও পর্যন্ত জেলায় পাওয়া যায়নি । সাতটি আইসোলেশন সেন্টারের মধ্যে বেড সংখ্যা বাড়িয়ে 92 টি হয়েছে । আগাম পরিষেবার কথা ভেবে আমরা আরও বাড়ানোর চেষ্টা করছি । এখনও পর্যন্ত 6 টি কোয়ারেন্টাইন সেন্টারের 406 টি সংখ্যা রয়েছে । এখনও পর্যন্ত 18 হাজার 554 জনকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে । প্রতিনিয়ত তাদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ রাখা হচ্ছে ।