ETV Bharat / state

গঙ্গা ভাঙন রুখতে নিষ্ক্রিয় প্রশাসন, জাতীয় সড়ক অবরোধ শান্তিপুরে

বারবার আবেদন করা সত্ত্বেও গঙ্গা ভাঙন রুখতে ব্যবস্থা নেয়নি প্রশাসন ৷ এই অভিযোগে নদিয়ার শান্তিপুরে জাতীয় সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা ৷

national highway blocked at nadia as no initiative taken to prevent erosion by Ganga
গঙ্গা ভাঙন রুখতে নিষ্ক্রিয় প্রশাসন ! জাতীয় সড়ক অবরোধ শান্তিপুরে
author img

By

Published : Jul 18, 2021, 8:22 PM IST

শান্তিপুর, 18 জুলাই: গঙ্গা ভাঙন রোধে বিভিন্ন মহলে আবেদন জানিয়েও কোনও কাজ হয়নি, সেই অভিযোগে বিক্ষোভ দেখালেন নদিয়ার শান্তিপুরের মানুষ ৷ তাঁদের অভিযোগ, জেলাশাসকের দফতর থেকে শুরু করে সেচ দফতর - নানা জায়গায় একাধিকবার লিখিত আবেদন করেও কোনও লাভ হয়নি ৷ তাই বাধ্য হয়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বলে জানালেন গ্রামবাসীরা ।

নদিয়ার শান্তিপুর থানার 34 নম্বর জাতীয় সড়কে আধঘণ্টা ধরে টায়ার জ্বালিয়ে চলে অবরোধ । সূত্রের খবর, শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের চরসরাগর এলাকায় প্রতিবছর বিঘা বিঘা জমি গঙ্গা ভাঙনে নদীবক্ষে তলিয়ে যায় । শুধু তাই নয়, একাধিক বসতবাড়িও গিলে খেয়েছে গঙ্গা । রবিবার সকাল থেকেও শুরু হয় গঙ্গা ভাঙন ।

গ্রামবাসীদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরেই রাজ্যের প্রশাসন তথা জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন তাঁরা । কিন্তু লাভের লাভ কিছু হয়নি । সেচ দফতরের তরফ থেকে শুধুমাত্র বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন রোধ করার চেষ্টা করা হয় । কিন্তু তাও নিমেষে গঙ্গাবক্ষে তলিয়ে যায় । সেই কারণেই এ দিন 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা ৷

গ্রামবাসীদের দাবি, যে সমস্ত পরিবার গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে, অবিলম্বে তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে । পাশাপাশি গঙ্গা ভাঙন যাতে পাকাপাকিভাবে রোধ করা যায়, তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে । প্রায় 30 মিনিট ধরে বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা ।

শান্তিপুর, 18 জুলাই: গঙ্গা ভাঙন রোধে বিভিন্ন মহলে আবেদন জানিয়েও কোনও কাজ হয়নি, সেই অভিযোগে বিক্ষোভ দেখালেন নদিয়ার শান্তিপুরের মানুষ ৷ তাঁদের অভিযোগ, জেলাশাসকের দফতর থেকে শুরু করে সেচ দফতর - নানা জায়গায় একাধিকবার লিখিত আবেদন করেও কোনও লাভ হয়নি ৷ তাই বাধ্য হয়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বলে জানালেন গ্রামবাসীরা ।

নদিয়ার শান্তিপুর থানার 34 নম্বর জাতীয় সড়কে আধঘণ্টা ধরে টায়ার জ্বালিয়ে চলে অবরোধ । সূত্রের খবর, শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের চরসরাগর এলাকায় প্রতিবছর বিঘা বিঘা জমি গঙ্গা ভাঙনে নদীবক্ষে তলিয়ে যায় । শুধু তাই নয়, একাধিক বসতবাড়িও গিলে খেয়েছে গঙ্গা । রবিবার সকাল থেকেও শুরু হয় গঙ্গা ভাঙন ।

গ্রামবাসীদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরেই রাজ্যের প্রশাসন তথা জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন তাঁরা । কিন্তু লাভের লাভ কিছু হয়নি । সেচ দফতরের তরফ থেকে শুধুমাত্র বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন রোধ করার চেষ্টা করা হয় । কিন্তু তাও নিমেষে গঙ্গাবক্ষে তলিয়ে যায় । সেই কারণেই এ দিন 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা ৷

গ্রামবাসীদের দাবি, যে সমস্ত পরিবার গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে, অবিলম্বে তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে । পাশাপাশি গঙ্গা ভাঙন যাতে পাকাপাকিভাবে রোধ করা যায়, তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে । প্রায় 30 মিনিট ধরে বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.