ETV Bharat / state

পৌষ সংক্রান্তি তিথিতে নৃসিংহপুরে পূজিতা হন 52 হাত কালীমাতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 10:29 PM IST

Poush Kali Puja: পৌষ সংক্রান্ত তিথিতে পুজো হয় মা কালীর ৷ নদিয়ার শান্তিপুরের কাছে নৃসিংহপুরে এই পুজো হবে আগামী 15 জানুয়ারি ৷

ETV Bharat
পৌষ কালী পুজো
শান্তিপুরের কাছে নৃসিংহপুরে বিশালাকৃতির কালীমাতার পুজো হবে পৌষ সংক্রান্তি তিথিতে

শান্তিপুর, 12 জানুয়ারি: পৌষ সংক্রান্তি তিথিতে পূজিতা হন 52 হাত কালীমাতা ৷ রাস উৎসবের শ্রেষ্ঠ পীঠস্থান শ্রীধাম শান্তিপুর ৷ এর কাছেই মহাপ্রভু শ্রীচৈতন্য লীলা করতে করতে যে ঘাট দিয়ে গঙ্গা পার হয়েছিলেন, সেই শ্রীধাম নৃসিংহপুর কালনাঘাটে, 47 বছর ধরে মহাসমারোহে পূজিতা হয়ে আসছেন দেবী কালিকা ৷ নদিয়া, শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের নৃসিংহপুর এলাকায় এই বিশাল মাতৃমূর্তির পূজা অনুষ্ঠিত হয় ৷

পুজো উদ্যোক্তাদের দাবি, এটিই বিশ্বের বৃহত্তম 52 হাত মৃৎশিল্পের কালী প্রতিমা । দেবীর পুজোর সঙ্গে চলে দশ দিনব্যাপী ইন্দিরা গান্ধি গ্রামীণ মেলা ৷ দশ দিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা ৷ আগামী 15 জানুয়ারি অর্থাৎ বাংলার 29 পৌষ কালীমাতার পুজো হবে ৷

পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, 47 বছর ধরে পূজিতা হয়ে আসছেন এই কালীমাতা ৷ পৌষ মাসের সংক্রান্তিতে শুরু হয় দেবীর পুজোঅর্চনা ৷ টানা দশ দিন ধরে চলে দেবীর নিত্যপুজো এবং ইন্দিরা গান্ধি গ্রামীণ মেলা ৷ দীর্ঘ দু'বছর করোনা আবহে সেভাবে পুজো হয়নি ৷ তবে এবার মহাসমারোহে পুজোর আয়োজন করা হয়েছে ৷ তারই প্রস্তুতি এখন চূড়ান্ত পর্বে ৷

দেবী এখানে ডাকের সাজে সুসজ্জিত হন ৷ সুবিশাল বাঁশের কাঠামোর উপর পাটকাঠি খর এবং মাটির প্রলেপের মধ্যে দিয়েই তৈরি করা হয় দেবী মূর্তি ৷ আনুমানিক একমাস সময় লাগে এই মূর্তি তৈরিতে ৷ মৃৎশিল্পীরা জানাচ্ছেন, একমাস ধরে এই মূর্তি তৈরিতে 9 জন কর্মচারী নিযুক্ত রয়েছেন ৷ দিনরাত এক করে চলছে মূর্তি তৈরির কাজ ৷ তবে তাঁদের আক্ষেপ, এই সুবিশাল মূর্তি তৈরিতে কর্মচারীদের খাটুনি অনুযায়ী পারিশ্রমিক খুবই কম ৷

এই মূর্তি দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় হয় এই উৎসবে ৷ আয়োজকরা জানালেন, এবছর মাতৃ মূর্তি তৈরিতে খরচ হচ্ছে আনুমানিক দু'লক্ষ টাকা ৷ প্রশাসনিক সহযোগিতা এবং ক্লাব সদস্যদের সহযোগিতায় দশ দিনব্যাপী এই বৃহৎ আকার মেলা পরিচালনা খুবই সুষ্ঠভাবে করা হয় ৷ এখন নাওয়া-খাওয়া ভুলে অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি তুঙ্গে ।

আরও পড়ুন:

  1. অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মীদের বিক্ষোভ, লিখিত অভিযোগ জমা শিশু বিকাশ প্রকল্পের অফিসে
  2. নদিয়ার টাঙ্গাইল শাড়ির সরকারি স্বীকৃতি, তাঁত শিল্পীদের মধ্যে খুশির হাওয়া
  3. রাম মন্দিরের প্রবেশদ্বারে শোভা পাবে বাংলার শিল্পশৈলী, একশো ম্যুরাল তৈরি বিশ্বজিতের

শান্তিপুরের কাছে নৃসিংহপুরে বিশালাকৃতির কালীমাতার পুজো হবে পৌষ সংক্রান্তি তিথিতে

শান্তিপুর, 12 জানুয়ারি: পৌষ সংক্রান্তি তিথিতে পূজিতা হন 52 হাত কালীমাতা ৷ রাস উৎসবের শ্রেষ্ঠ পীঠস্থান শ্রীধাম শান্তিপুর ৷ এর কাছেই মহাপ্রভু শ্রীচৈতন্য লীলা করতে করতে যে ঘাট দিয়ে গঙ্গা পার হয়েছিলেন, সেই শ্রীধাম নৃসিংহপুর কালনাঘাটে, 47 বছর ধরে মহাসমারোহে পূজিতা হয়ে আসছেন দেবী কালিকা ৷ নদিয়া, শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের নৃসিংহপুর এলাকায় এই বিশাল মাতৃমূর্তির পূজা অনুষ্ঠিত হয় ৷

পুজো উদ্যোক্তাদের দাবি, এটিই বিশ্বের বৃহত্তম 52 হাত মৃৎশিল্পের কালী প্রতিমা । দেবীর পুজোর সঙ্গে চলে দশ দিনব্যাপী ইন্দিরা গান্ধি গ্রামীণ মেলা ৷ দশ দিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা ৷ আগামী 15 জানুয়ারি অর্থাৎ বাংলার 29 পৌষ কালীমাতার পুজো হবে ৷

পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, 47 বছর ধরে পূজিতা হয়ে আসছেন এই কালীমাতা ৷ পৌষ মাসের সংক্রান্তিতে শুরু হয় দেবীর পুজোঅর্চনা ৷ টানা দশ দিন ধরে চলে দেবীর নিত্যপুজো এবং ইন্দিরা গান্ধি গ্রামীণ মেলা ৷ দীর্ঘ দু'বছর করোনা আবহে সেভাবে পুজো হয়নি ৷ তবে এবার মহাসমারোহে পুজোর আয়োজন করা হয়েছে ৷ তারই প্রস্তুতি এখন চূড়ান্ত পর্বে ৷

দেবী এখানে ডাকের সাজে সুসজ্জিত হন ৷ সুবিশাল বাঁশের কাঠামোর উপর পাটকাঠি খর এবং মাটির প্রলেপের মধ্যে দিয়েই তৈরি করা হয় দেবী মূর্তি ৷ আনুমানিক একমাস সময় লাগে এই মূর্তি তৈরিতে ৷ মৃৎশিল্পীরা জানাচ্ছেন, একমাস ধরে এই মূর্তি তৈরিতে 9 জন কর্মচারী নিযুক্ত রয়েছেন ৷ দিনরাত এক করে চলছে মূর্তি তৈরির কাজ ৷ তবে তাঁদের আক্ষেপ, এই সুবিশাল মূর্তি তৈরিতে কর্মচারীদের খাটুনি অনুযায়ী পারিশ্রমিক খুবই কম ৷

এই মূর্তি দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় হয় এই উৎসবে ৷ আয়োজকরা জানালেন, এবছর মাতৃ মূর্তি তৈরিতে খরচ হচ্ছে আনুমানিক দু'লক্ষ টাকা ৷ প্রশাসনিক সহযোগিতা এবং ক্লাব সদস্যদের সহযোগিতায় দশ দিনব্যাপী এই বৃহৎ আকার মেলা পরিচালনা খুবই সুষ্ঠভাবে করা হয় ৷ এখন নাওয়া-খাওয়া ভুলে অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি তুঙ্গে ।

আরও পড়ুন:

  1. অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মীদের বিক্ষোভ, লিখিত অভিযোগ জমা শিশু বিকাশ প্রকল্পের অফিসে
  2. নদিয়ার টাঙ্গাইল শাড়ির সরকারি স্বীকৃতি, তাঁত শিল্পীদের মধ্যে খুশির হাওয়া
  3. রাম মন্দিরের প্রবেশদ্বারে শোভা পাবে বাংলার শিল্পশৈলী, একশো ম্যুরাল তৈরি বিশ্বজিতের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.