ETV Bharat / state

শান্তিপুরে বাড়িতে ঢুকে মা ও মেয়েকে ধর্ষণের হুমকি - নদিয়া

বাড়িতে ঢুকে মা ও মেয়েকে ধর্ষণের হুমকি ৷ নদিয়ার শান্তিপুরের ঘটনা ৷ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশে ৷ যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ৷

Mother and daughter were threatened by youth in shantipur
বাড়িতে ঢুকে ধর্ষণের হুমকি, পলাতক অভিযুক্ত
author img

By

Published : Jul 17, 2020, 5:00 PM IST

শান্তিপুর, 17 জুলাই : বাড়িতে ঢুকে মা ও মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ এলাকার এক যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্তের নাম সুখেন মণ্ডল ৷ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ।

যুবতির মায়ের অভিযোগ, রাস্তায় তাঁর মেয়েকে আগেও একাধিকবার হেনস্থা করেছে সুখেন । কয়েকদিন আগে ঘটনার পুনরাবৃত্তি ঘটে । তাঁর মেয়ে বাড়িতে এসে গোটা ঘটনা জানায় ৷ তাঁদের তরফে সুখেনের বাড়িতে জানানো হয় ৷ কিন্তু, তাতেও কোনও ফল হয়নি ৷ সুখেন মণ্ডলের বাড়ি থেকে জানানো হয়, তারা ছেলেকে শাসন করতে পারছে না ৷ আপনারা যা করার করুন ৷ এরপর স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানালে পঞ্চায়েতের তরফে আইনের দারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয় ৷

এরপর শান্তিপুর থানায় মৌখিকভাবে গোটা ঘটনা জানানো হয় ৷ এই খবর পেয়ে সুখেন ওই যুবতির বাড়িতে এসে মা ও মেয়েকে ধর্ষণের হুমকি দেয় বলে অভিযোগ ৷ পরিবারের তরফে এর প্রতিবাদ করা হলে সুখেন তাঁদের মারধর করে বলে অভিযোগ । এরপরই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয় । তারপর থেকেই আতঙ্কে ঘরবন্দী যুবতি ৷

পরিবারের অভিযোগ, প্রায় তিন দিন আগে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তবুও কোনও ইতিবাচক পদক্ষেপ নেয়নি পুলিশ ৷ আতঙ্কে বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধ ওই পরিবারের ৷ যদিও ঘটনার পর থেকেই পলাতক সুখেন মণ্ডল ৷

শান্তিপুর, 17 জুলাই : বাড়িতে ঢুকে মা ও মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ এলাকার এক যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্তের নাম সুখেন মণ্ডল ৷ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ।

যুবতির মায়ের অভিযোগ, রাস্তায় তাঁর মেয়েকে আগেও একাধিকবার হেনস্থা করেছে সুখেন । কয়েকদিন আগে ঘটনার পুনরাবৃত্তি ঘটে । তাঁর মেয়ে বাড়িতে এসে গোটা ঘটনা জানায় ৷ তাঁদের তরফে সুখেনের বাড়িতে জানানো হয় ৷ কিন্তু, তাতেও কোনও ফল হয়নি ৷ সুখেন মণ্ডলের বাড়ি থেকে জানানো হয়, তারা ছেলেকে শাসন করতে পারছে না ৷ আপনারা যা করার করুন ৷ এরপর স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানালে পঞ্চায়েতের তরফে আইনের দারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয় ৷

এরপর শান্তিপুর থানায় মৌখিকভাবে গোটা ঘটনা জানানো হয় ৷ এই খবর পেয়ে সুখেন ওই যুবতির বাড়িতে এসে মা ও মেয়েকে ধর্ষণের হুমকি দেয় বলে অভিযোগ ৷ পরিবারের তরফে এর প্রতিবাদ করা হলে সুখেন তাঁদের মারধর করে বলে অভিযোগ । এরপরই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয় । তারপর থেকেই আতঙ্কে ঘরবন্দী যুবতি ৷

পরিবারের অভিযোগ, প্রায় তিন দিন আগে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তবুও কোনও ইতিবাচক পদক্ষেপ নেয়নি পুলিশ ৷ আতঙ্কে বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধ ওই পরিবারের ৷ যদিও ঘটনার পর থেকেই পলাতক সুখেন মণ্ডল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.