ETV Bharat / state

Mother-Daughter Missing in Boat capsize : ভাগীরথী নদীতে নৌকো উলটে নিখোঁজ মা-সহ দেড় বছরের শিশুকন্যা - Mother Daughter Missing in Boat capsize

বিয়ে বাড়িতে এসে নিখোঁজ হয়ে গেল মা-সহ দেড় বছরের শিশুকন্যা (Mother-Daughter Missing in Boat capsize) । ভাগীরথী নদীতে ঘুরতে গিয়ে নৌকা উলটে নিখোঁজ হয়ে গেলেন তাঁরা ৷ নিখোঁজ মহিলার নাম পূজা মুহুরী ৷ বয়স 24 বছর ৷

Mother and Daughter Missing after Boat capsizes in Bhagirathi river
Mother-Daughter Missing in Boat capsize
author img

By

Published : Apr 30, 2022, 7:48 PM IST

নবদ্বীপ, 30 এপ্রিল : বিয়ে বাড়িতে এসে ভাগীরথী নদীতে ঘুরতে গিয়ে নৌকা উলটে নিখোঁজ হয়ে গেল একটি দেড় বছর বয়সী শিশুকন্যা-সহ তাঁর মা (Mother and Daughter Missing after Boat capsizes in Bhagirathi river) । ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ পৌরসভার প্রাচীন মায়াপুর শ্রীচৈতন্য কলোনি এলাকায় ।

জানা গিয়েছে, ওই এলাকায় বসবাসকারী একটি পরিবারের বিবাহ অনুষ্ঠান উপলক্ষে শ্যামনগর থেকে 24 বছর বয়সী পূজা মুহুরী তাঁর দেড় বছরের শিশুকন্যা ও স্বামীকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে আসেন । শনিবার আনুমানিক বেলা বারোটা নাগাদ অনুষ্ঠান বাড়িতে উপস্থিত জনাদশেক আত্মীয়-স্বজন মিলে একটি নৌকো করে ভাগীরথী নদী পার হয়ে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । সেই সময় হঠাৎ করে তাঁদের নৌকাটি নদীতে ডুবে গিয়ে দুর্ঘটনাটি ঘটে ।

ভাগীরথী নদীতে নৌকো উলটে নিখোঁজ মা-সহ দেড় বছরের শিশু কন্যা

নৌকাডুবির ঘটনাটি দেখতে পেয়ে নদীর পাড়ে থাকা স্থানীয় বাসিন্দারা বাকিদের উদ্ধার করতে পারলেও পূজা মুহুরী ও তাঁর দেড় বছরের শিশুকন্যা জলে তলিয়ে যায় । নিখোঁজ পূজা মুহুরী সাঁতার জানতেন না বলে জানিয়েছেন পরিবার । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ । পুলিশের হস্তক্ষেপে নিখোঁজ শিশুকন্যা-সহ ওই মহিলার খোঁজে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের খবর দেওয়া হয় ৷ পাশাপাশি নদীগর্ভে তল্লাশি শুরু করার ব্যবস্থা করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নবদ্বীপ পৌরসভার পৌরপ্রধান বিমলকৃষ্ণ সাহা । মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অনুষ্ঠান বাড়ি-সহ ওই এলাকায় ।

আরও পড়ুন : Hanskhali Gangrape Case : ক্যামেরা দেখেই লুকোলেন মুখ, হাঁসখালি কাণ্ডে 'ধর্ষকের বাবা'-র তিনদিনের সিবিআই হেফাজত

নবদ্বীপ, 30 এপ্রিল : বিয়ে বাড়িতে এসে ভাগীরথী নদীতে ঘুরতে গিয়ে নৌকা উলটে নিখোঁজ হয়ে গেল একটি দেড় বছর বয়সী শিশুকন্যা-সহ তাঁর মা (Mother and Daughter Missing after Boat capsizes in Bhagirathi river) । ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ পৌরসভার প্রাচীন মায়াপুর শ্রীচৈতন্য কলোনি এলাকায় ।

জানা গিয়েছে, ওই এলাকায় বসবাসকারী একটি পরিবারের বিবাহ অনুষ্ঠান উপলক্ষে শ্যামনগর থেকে 24 বছর বয়সী পূজা মুহুরী তাঁর দেড় বছরের শিশুকন্যা ও স্বামীকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে আসেন । শনিবার আনুমানিক বেলা বারোটা নাগাদ অনুষ্ঠান বাড়িতে উপস্থিত জনাদশেক আত্মীয়-স্বজন মিলে একটি নৌকো করে ভাগীরথী নদী পার হয়ে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । সেই সময় হঠাৎ করে তাঁদের নৌকাটি নদীতে ডুবে গিয়ে দুর্ঘটনাটি ঘটে ।

ভাগীরথী নদীতে নৌকো উলটে নিখোঁজ মা-সহ দেড় বছরের শিশু কন্যা

নৌকাডুবির ঘটনাটি দেখতে পেয়ে নদীর পাড়ে থাকা স্থানীয় বাসিন্দারা বাকিদের উদ্ধার করতে পারলেও পূজা মুহুরী ও তাঁর দেড় বছরের শিশুকন্যা জলে তলিয়ে যায় । নিখোঁজ পূজা মুহুরী সাঁতার জানতেন না বলে জানিয়েছেন পরিবার । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ । পুলিশের হস্তক্ষেপে নিখোঁজ শিশুকন্যা-সহ ওই মহিলার খোঁজে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের খবর দেওয়া হয় ৷ পাশাপাশি নদীগর্ভে তল্লাশি শুরু করার ব্যবস্থা করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নবদ্বীপ পৌরসভার পৌরপ্রধান বিমলকৃষ্ণ সাহা । মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অনুষ্ঠান বাড়ি-সহ ওই এলাকায় ।

আরও পড়ুন : Hanskhali Gangrape Case : ক্যামেরা দেখেই লুকোলেন মুখ, হাঁসখালি কাণ্ডে 'ধর্ষকের বাবা'-র তিনদিনের সিবিআই হেফাজত

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.