ETV Bharat / state

Minor Electrocuted in Santipur: টেবিল ফ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু - বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রীর

মর্মান্তিক ঘটনা ঘটল নদীয়ার শান্তিপুরে (Santipur) ৷ টেবিল ফ্যানে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল সপ্তম শ্রেণির ছাত্রীর (Minor Electrocuted) ।

Minor Electrocuted in Santipur
Minor Electrocuted in Santipur
author img

By

Published : Sep 3, 2022, 5:01 PM IST

শান্তিপুর, 3 সেপ্টেম্বর: 8 মাস আগে পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হয় দাদার ৷ এবার টেবিল ফ্যানে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বোনের । ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার গবারচর এলাকায় । জানা গিয়েছে, বেলঘড়িয়া-1 গ্রাম পঞ্চায়েতের গভারচর এলাকার বাসিন্দা সঞ্জনা সরকার সপ্তম শ্রেণির ছাত্রী ।

সূত্রের খবর, শনিবার রাত আটটা নাগাদ টেবিল ফ্যানের হাওয়া খাচ্ছিল সে । পাখারক মুখ অন্যদিকে ঘুরে যায় ৷ হাত দিয়ে সেই টেবিল ফ্যান ঠিক করতে যায় ছোট্ট মেয়েটি ৷ এরপরেই বিদ্যুৎস্পৃষ্ট হয় সে । কিছুক্ষণ পরে ছিটকে মেঝেতে পড়ে যায় সঞ্জনা ৷

আরও পড়ুন: গলার নলি কেটে সৎ বাবাকে খুনের অভিযোগে আটক ছেলে

পরিবারের সদস্যরা তড়িঘড়ি ওই ছাত্রীকে উদ্ধার করে শান্তিপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই স্কুল ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন (Minor girl Electrocuted from table fan in Santipur) ।

শান্তিপুর, 3 সেপ্টেম্বর: 8 মাস আগে পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হয় দাদার ৷ এবার টেবিল ফ্যানে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বোনের । ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার গবারচর এলাকায় । জানা গিয়েছে, বেলঘড়িয়া-1 গ্রাম পঞ্চায়েতের গভারচর এলাকার বাসিন্দা সঞ্জনা সরকার সপ্তম শ্রেণির ছাত্রী ।

সূত্রের খবর, শনিবার রাত আটটা নাগাদ টেবিল ফ্যানের হাওয়া খাচ্ছিল সে । পাখারক মুখ অন্যদিকে ঘুরে যায় ৷ হাত দিয়ে সেই টেবিল ফ্যান ঠিক করতে যায় ছোট্ট মেয়েটি ৷ এরপরেই বিদ্যুৎস্পৃষ্ট হয় সে । কিছুক্ষণ পরে ছিটকে মেঝেতে পড়ে যায় সঞ্জনা ৷

আরও পড়ুন: গলার নলি কেটে সৎ বাবাকে খুনের অভিযোগে আটক ছেলে

পরিবারের সদস্যরা তড়িঘড়ি ওই ছাত্রীকে উদ্ধার করে শান্তিপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই স্কুল ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন (Minor girl Electrocuted from table fan in Santipur) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.