নদিয়া, 25 সেপ্টেম্বর : সরকারের প্রতিশ্রুতিই সার, দীর্ঘদিন বাড়িতে বসে থেকে কাজ পাওয়া তো দূরের কথা, জব কার্ড পর্যন্ত না পেয়ে হতাশ হয়ে আবার ভিন রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা । কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার । দীর্ঘদিন ধরে লকডাউন থাকার কারণে স্তব্ধ হয়ে যায় অর্থনীতি । সবকিছু বন্ধ থাকায় কাজ হারিয়ে রাজ্যের ফিরে আসতে বাধ্য হয়েছেন পরিযায়ী শ্রমিকরা ।
গোটা রাজ্যের পাশাপাশি নদিয়াতে প্রায় 70,000 পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরেছেন । তাঁদের অভিযোগ, দীর্ঘদিন বাড়িতে বসে থেকেও কোনও কাজ পাননি তাঁরা । রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল সব পরিযায়ী শ্রমিককে জব কার্ড দেওয়া হবে । সেই কার্ডের মাধ্যমে তাঁদের 100 দিনের কাজ দেওয়া হবে । ঘোষণার পর অনেক পরিযায়ী শ্রমিক জব কার্ড পাওয়ার জন্য আবেদন করেছিলেন । কিন্তু তাঁদের অভিযোগ, আবেদন করলেও হাতে পাননি জব কার্ড । কিছু-কিছু ক্ষেত্রে শ্রমিকরা জব কার্ড পেলেও 100 দিনের কাজ করতে পারেননি । শ্রমিকদের বক্তব্য, "দীর্ঘদিন বাড়িতে বসে থাকায় সঞ্চিত অর্থ প্রায় শেষ । টাকার অভাবে প্রায়ই একবেলা না খেয়ে পরিবারকে নিয়ে দিন কাটাতে হচ্ছে । ফলে বাধ্য হয়েই ফের ভিন রাজ্যে পারি দিতে হচ্ছে ।" আবার অনেকে বলছেন, "ভিন রাজ্যে যাওয়ার মতোও টাকাও নেই তাঁদের হাতে ।"
উল্লেখ্য বেশ কয়েকবার জব কার্ড সহ কর্মসংস্থানের দাবিতে পরিযায়ী শ্রমিকরা জেলার বিভিন্ন জায়গায় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন । কিন্তু তাঁদের দাবি, তাতে কাজের কাজ কিছুই হয়নি । সরকার যা ঘোষণা করছে তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই ।
যদিও এবিষয়ে জেলার এক পঞ্চায়েত প্রধান তপতী বসাকের দাবি, "যেহেতু 100 দিনের কাজ পুরোটাই কেন্দ্রীয় সরকারের আওতায়, সেই কারণে তারা কিছু নিয়ম বেঁধে দিয়েছে । সেই নিয়মের মধ্যে কাজ দেওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে । তিনি বলেন, পরিযায়ী শ্রমিকরা আমার কাছে সেভাবে কাজের জন্য আবেদন করেননি কিংবা যোগাযোগ করেনি । তবে বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো যাতে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা যায় ।"