ETV Bharat / state

কোরোনার থাবা, একমাস বন্ধ থাকবে মায়াপুরের ইসকন মন্দির

মায়াপুর ইসকন মন্দিরের একাধিক আবাসিক কোরোনায় আক্রান্ত। এর জেরে টানা একমাস মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের ৷

নদিয়া
টানা একমাস বন্ধ থাকবে মায়াপুরোর ইসকন মন্দির
author img

By

Published : Aug 10, 2020, 11:58 AM IST

মায়াপুর, 10 অগাস্ট : আনলকের প্রথম দফায় কেন্দ্র এবং রাজ্যের পরামর্শমতো ধর্মীয় স্থানগুলি ভক্তদের জন্য খোলা হয়েছিল ৷ সেইমতো মে মাসের 8 তারিখে খুলেছিল নদিয়ার ইসকনের মন্দির ৷ দিনে মাত্র 3 ঘণ্টার জন্য সাধারণ মানুষের মন্দির দর্শনের সুযোগ ছিল । তবে, গতকাল মন্দির কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করে, টানা একমাস বন্ধ থাকবে ইসকন মন্দির ৷ কারণ হিসেবে জানা গেছে, মায়াপুর ইসকন মন্দিরের একাধিক আবাসিক কোরোনায় আক্রান্ত।

কোরোনা পরীক্ষা করার জন্য ইতিমধ্যেই মায়াপুর ইসকন মন্দিরের কমিউনিটি হাসপাতালে বিভিন্ন সরঞ্জাম এসেছে । কমিউনিটি হাসপাতালের পক্ষ থেকে মায়াপুর ইসকন মন্দিরের প্রত্যেক আবাসিকের শারীরিক পরীক্ষা করার পর একাধিক জনের শরীরে ভাইরাস মিলেছে। মূলত সে কথা মাথায় রেখেই টানা এক মাস মন্দির বন্ধের সিদ্ধান্ত নিল ইসকন কর্তৃপক্ষ । নির্দেশিকা জারি হয়েছে, বাইরের কোনও ভক্ত এখন মন্দিরে প্রবেশ করতে পারবেন না । এমনকী, যাঁরা আবাসিক রয়েছেন তাঁরাও মন্দিরে প্রবেশ করতে পারবেন না ।

পাশাপাশি মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যে সব আবাসিকের শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে তাঁরা যেন মায়াপুর কমিউনিটি হাসপাতালে যোগাযোগ করেন ।

মায়াপুর, 10 অগাস্ট : আনলকের প্রথম দফায় কেন্দ্র এবং রাজ্যের পরামর্শমতো ধর্মীয় স্থানগুলি ভক্তদের জন্য খোলা হয়েছিল ৷ সেইমতো মে মাসের 8 তারিখে খুলেছিল নদিয়ার ইসকনের মন্দির ৷ দিনে মাত্র 3 ঘণ্টার জন্য সাধারণ মানুষের মন্দির দর্শনের সুযোগ ছিল । তবে, গতকাল মন্দির কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করে, টানা একমাস বন্ধ থাকবে ইসকন মন্দির ৷ কারণ হিসেবে জানা গেছে, মায়াপুর ইসকন মন্দিরের একাধিক আবাসিক কোরোনায় আক্রান্ত।

কোরোনা পরীক্ষা করার জন্য ইতিমধ্যেই মায়াপুর ইসকন মন্দিরের কমিউনিটি হাসপাতালে বিভিন্ন সরঞ্জাম এসেছে । কমিউনিটি হাসপাতালের পক্ষ থেকে মায়াপুর ইসকন মন্দিরের প্রত্যেক আবাসিকের শারীরিক পরীক্ষা করার পর একাধিক জনের শরীরে ভাইরাস মিলেছে। মূলত সে কথা মাথায় রেখেই টানা এক মাস মন্দির বন্ধের সিদ্ধান্ত নিল ইসকন কর্তৃপক্ষ । নির্দেশিকা জারি হয়েছে, বাইরের কোনও ভক্ত এখন মন্দিরে প্রবেশ করতে পারবেন না । এমনকী, যাঁরা আবাসিক রয়েছেন তাঁরাও মন্দিরে প্রবেশ করতে পারবেন না ।

পাশাপাশি মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যে সব আবাসিকের শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে তাঁরা যেন মায়াপুর কমিউনিটি হাসপাতালে যোগাযোগ করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.