ETV Bharat / state

Man Died Police Custody in Nadia: নদিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে - Nadia latest news

নদিয়ায় পুলিশি হেফাজতে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে (Man Died Police Custody in Nadia) ৷ মৃত ব্যক্তির নাম আব্দুলগরি শেখ ৷ বয়স 45 বছর।

Man Died Police Custody in Nadia
নদিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
author img

By

Published : Dec 5, 2021, 7:24 PM IST

Updated : Dec 5, 2021, 8:19 PM IST

নদিয়া, 5 ডিসেম্বর: নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে পড়ে থাকা এক ব্যক্তির মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল (Man Died Police Custody in Nadia)। নদিয়ার ভীমপুর থানা এলাকার ঘটনা। পরিবারের দাবি এই ব্যক্তিকে প্রথমে ভীমপুর থানার পুলিশ গ্রেফতার করে এবং পরে তাঁকে পিটিয়ে হত্যা করে হাসপাতালে ফেলে যায়। মৃত ব্যক্তির নাম আব্দুলগরি শেখ ৷ বয়স 45 বছর। কীভাবে ব্যক্তির মৃত্যু হল তার প্রকৃত কারণ জানানোর দাবিও তোলেন মৃতের পরিবারের সদস্যরা ৷

সূত্রের খবর, এই ব্যক্তি দীর্ঘদিন ধরে অন্যত্র বসবাস করতেন। কয়েকদিন ধরে ভীমপুরে বসবাস করছিলেন ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে গতকাল ভীমপুর থানার পুলিশ গ্রেফতার করে। পরে রাতে তাঁকে শক্তিনগর হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানা যায়।

নদিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

আরও পড়ুন: 'ব্যবহারের অযোগ্য', 200 টাকায় বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল

মৃতের পরিবারের পক্ষ থেকে ঘটনার তদন্তের দাবি করা হয় ৷ এই ব্যক্তির মৃত্যু নিয়ে তদন্তের দাবি করা হলেও এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ৷ পুলিশের পক্ষ থেকেও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

নদিয়া, 5 ডিসেম্বর: নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে পড়ে থাকা এক ব্যক্তির মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল (Man Died Police Custody in Nadia)। নদিয়ার ভীমপুর থানা এলাকার ঘটনা। পরিবারের দাবি এই ব্যক্তিকে প্রথমে ভীমপুর থানার পুলিশ গ্রেফতার করে এবং পরে তাঁকে পিটিয়ে হত্যা করে হাসপাতালে ফেলে যায়। মৃত ব্যক্তির নাম আব্দুলগরি শেখ ৷ বয়স 45 বছর। কীভাবে ব্যক্তির মৃত্যু হল তার প্রকৃত কারণ জানানোর দাবিও তোলেন মৃতের পরিবারের সদস্যরা ৷

সূত্রের খবর, এই ব্যক্তি দীর্ঘদিন ধরে অন্যত্র বসবাস করতেন। কয়েকদিন ধরে ভীমপুরে বসবাস করছিলেন ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে গতকাল ভীমপুর থানার পুলিশ গ্রেফতার করে। পরে রাতে তাঁকে শক্তিনগর হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানা যায়।

নদিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

আরও পড়ুন: 'ব্যবহারের অযোগ্য', 200 টাকায় বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল

মৃতের পরিবারের পক্ষ থেকে ঘটনার তদন্তের দাবি করা হয় ৷ এই ব্যক্তির মৃত্যু নিয়ে তদন্তের দাবি করা হলেও এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ৷ পুলিশের পক্ষ থেকেও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Last Updated : Dec 5, 2021, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.