কৃষ্ণনগর, 9 মে: করোনায় আক্রান্ত হয়েছেন সন্দেহে তীব্র দুশ্চিন্তায় ভুগছিলেন ৷ করোনা টেস্ট করানোর কথাও ছিল ৷ কিন্তু তার আগেই আত্মঘাতী হলেন বছর আটচল্লিশের এক ব্যক্তি ৷ মৃতের নাম বিশ্বনাথ বিশ্বাস । রবিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঘূর্ণি এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণি এলাকার মধু চৌধুরী লেনের বাসিন্দা বিশ্বনাথ বিশ্বাস বেশ কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন । ক'দিন আগেই তিনি করোনার প্রথম ভ্যাকসিন নিয়েছেন ৷ তারপর থেকে শরীর খারাপ ছিল তাঁর ৷ জ্বরও ছিল ৷ এর মধ্যে বেশ কয়েকবার ডাক্তার দেখিয়েছেন ৷ ওষুধও খাচ্ছিলেন ৷ কিন্তু জ্বর না কমার কারণে গতকাল রক্ত পরীক্ষা করাবেন বলে সিদ্ধান্ত নেন ৷ যেভাবে করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে সেই কারণেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এবং আতঙ্কে দিন কাটছিল তাঁর ।
পরিবারের তরফে জানানো হয়েছে, নিজে থেকেই গত কয়েকদিন ধরে সেল্ফ আইসোলেশনে থাকছিলেন বিশ্বনাথ ৷ বাড়ির লোকজন বা আত্মীয়-স্বজন কাউকেই তাঁর কাছে আসতে দিচ্ছিলেন না ৷ কারোর সঙ্গে কথাও ঠিকমতো বলছিলেন না ৷ দরজা-জানালা বন্ধ করে ঘরের ভিতর থাকছিলেন ৷ ফোনেও কারো সঙ্গে কথা বলতে চাইছিলেন না ৷ এদিন সকালে তাঁর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন তাঁর পরিবারের লোকজন ৷ পরিজনদের অনুমান, মূলত করোনা আক্রান্ত হওয়ার ভয়েই রিপোর্ট আসার আগেই করোনা সংক্রামিত হয়েছেন ধরে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন তিনি ।
পুলিশ এবং স্বাস্থ্য দফতরের তরফে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় । তবে এই ঘটনায় অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ।
আরও পড়ুন: দেশে দৈনিক করোনা সংক্রমণ ফের 4 লাখের উপরে, মৃত আরও 4092