ETV Bharat / state

নবদ্বীপে অবৈধ মদ ব্যবসা, গ্রেফতার এক - নবদ্বীপে অবৈধ মদ ব্যবসা, পুলিশের জালে এক

অবৈধভাবে বাড়িতে মদের ব্যবসা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে নবদ্বীপ থেকে গ্রেফতার করা হয় রতন দেবনাথকে ৷ উদ্ধার 13 বোতল দেশি মদ ৷

অবৈধভাবে মদ বিক্রি করায় গ্রেফতার এক
অবৈধভাবে মদ বিক্রি করায় গ্রেফতার এক
author img

By

Published : Jun 13, 2021, 1:11 PM IST

নবদ্বীপ, 13 জুন: অবৈধভাবে বাড়িতে মদের ব্যবসা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ।

নবদ্বীপ থানার তরফে জানানো হ,য় গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম রতন দেবনাথ ৷ তাঁর বাড়ি নবদ্বীপ ব্লকের চর মাজদিয়া চর ব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্রহ্মনগর পূর্বপাড়া এলাকায়‌ । তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বাড়িতে দেশি মদের ব্যবসা করার অভিযোগ ওঠে ৷ গ্রেফতারের পর এদিন তাঁকে আদালতে তোলা হয় ।

আরও পড়ুন: Newtown Shoot-out : নিউটাউন এনকাউন্টার কাণ্ডে এবার পঞ্জাব পুলিশের কনস্টেবল গ্রেফতার

পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে খবর আসে নবদ্বীপ ব্লকের ব্রহ্মনগর পূর্ব পাড়া এলাকায় রতন দেবনাথ নামে ওই ব্যক্তি নিজের বাড়িতে অবৈধভাবে মদের ব্যবসা চালাচ্ছে ৷ খবর পাওয়া মাত্রই হানা দেয় পুলিশ ৷ রতন দেবনাথকে গ্রেফতারের পাশাপাশি তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় 13 বোতল দেশি মদ । রতনকে আদালতে তোলা হলে তাঁর বিরুদ্ধে বেঙ্গল এক্সাইজ ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পাঠানো হয় ৷ বিচারক তাঁকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।

নবদ্বীপ, 13 জুন: অবৈধভাবে বাড়িতে মদের ব্যবসা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ।

নবদ্বীপ থানার তরফে জানানো হ,য় গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম রতন দেবনাথ ৷ তাঁর বাড়ি নবদ্বীপ ব্লকের চর মাজদিয়া চর ব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্রহ্মনগর পূর্বপাড়া এলাকায়‌ । তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বাড়িতে দেশি মদের ব্যবসা করার অভিযোগ ওঠে ৷ গ্রেফতারের পর এদিন তাঁকে আদালতে তোলা হয় ।

আরও পড়ুন: Newtown Shoot-out : নিউটাউন এনকাউন্টার কাণ্ডে এবার পঞ্জাব পুলিশের কনস্টেবল গ্রেফতার

পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে খবর আসে নবদ্বীপ ব্লকের ব্রহ্মনগর পূর্ব পাড়া এলাকায় রতন দেবনাথ নামে ওই ব্যক্তি নিজের বাড়িতে অবৈধভাবে মদের ব্যবসা চালাচ্ছে ৷ খবর পাওয়া মাত্রই হানা দেয় পুলিশ ৷ রতন দেবনাথকে গ্রেফতারের পাশাপাশি তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় 13 বোতল দেশি মদ । রতনকে আদালতে তোলা হলে তাঁর বিরুদ্ধে বেঙ্গল এক্সাইজ ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পাঠানো হয় ৷ বিচারক তাঁকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.