ETV Bharat / state

Mamata to Mahua on TMC inner conflict : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মহুয়াকে কড়া বার্তা মমতার - Latest News on Mahua Moitra

বৃহস্পতিবার নদীয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ ওই সভার মঞ্চ থেকেই দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী (mamata banerjee message to mp mahua moitra on tmc inner conflict) ৷

mamata banerjee message to mp mahua moitra on tmc inner conflict
Mamata to Mahua on TMC inner conflict : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মহুয়াকে কড়া বার্তা মমতার
author img

By

Published : Dec 9, 2021, 8:57 PM IST

কৃষ্ণনগর, 9 ডিসেম্বর : প্রশাসনিক সভার (Mamata Banerjee Administrative Meeting) মঞ্চ থেকেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee message to mp mahua moitra on tmc inner conflict) ৷ মুখ খুললেন নদীয়ায় তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তা নিয়েও ৷

এদিন মমতা বলেন, ‘‘মহুয়া এখানে আমি একটা স্পষ্ট মেসেজ দিতে চাই ৷ কে কার পক্ষে বিপক্ষে দেখার আমার দরকার নেই ৷ আমি সাজিয়ে গুছিয়ে কিছু লোক পাঠিয়ে, ইউটিউবে, অথবা ডিজিটালে অথবা পেপারকে দিয়ে দিলাম ৷ এই রাজনীতি একদিন চলতে পারে, চিরদিন নয় ৷’’

প্রসঙ্গত, এদিন পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ভাল কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ কৃষ্ণনগরের পৌর-প্রশাসককে সেই নির্দেশ দেওয়ার পর তিনি দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খোলেন ৷ তখনই মহুয়া মৈত্রর নাম উল্লেখ করে কড়া বার্তা দেন ৷ যখন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন, তখন মঞ্চেই বসে কৃষ্ণনগরের সাংসদ ৷

মমতা একই সঙ্গে বলেন, ‘‘একই লোক চিরকাল একই জায়গায় থাকবে, এটা মেনে নেওয়াও ঠিক নয় ৷ ভোটের সময় দল ঠিক করবে, কে প্রার্থী হবে ৷ সুতরাং এখানে কোনওরকম ভিন্নমত প্রকাশ করা উচিত নয় ৷ সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে ৷’’

এই নিয়ে তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি জয়ন্ত সাহার কাছে গত কয়েকদিন আগে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা জানতে চান । গোটা ঘটনা পুলিশকে দিয়ে তদন্ত করানোর কথা বলেন মুখ্যমন্ত্রী । আর সেই ঘটনাকে সাজানো ঘটনা বলে সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী ।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মহুয়াকে কড়া বার্তা মমতার

এই নিয়ে তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি জয়ন্ত সাহা বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যা এখানে বলে গিয়েছেন তার মুখের ওপর আর কোনও কথা বলা যায় না । একটা দলে সবাই সমান হয় না ৷’’

আরও পড়ুন : Dhankhar Writes letter to Mamata : বিএসএফ নিয়ে বক্তব্যে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

তাই গোষ্ঠীদ্বন্দ্বর কথা এড়িয়ে জয়ন্ত বাবু বলেন, ‘‘সবাইকে নিয়ে একসঙ্গে চলার পরামর্শ দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী । নিষ্ঠা আদর্শকে সামনে রেখে আগামিদিনেও কাজ করব । হয়তো কিছু জায়গায় কিছু ক্ষেত্রে ষড়যন্ত্র হয়ে থাকে, রাজনীতিতে আর সত্যের যে জয় হয় তা প্রমাণ হয়ে গেল মুখ্যমন্ত্রীর কথায় । তিনি যে সব সময় সব খবর রাখেন, সব নজর রাখেন তা আরও একবার প্রমাণিত হল ।’’

কৃষ্ণনগর, 9 ডিসেম্বর : প্রশাসনিক সভার (Mamata Banerjee Administrative Meeting) মঞ্চ থেকেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee message to mp mahua moitra on tmc inner conflict) ৷ মুখ খুললেন নদীয়ায় তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তা নিয়েও ৷

এদিন মমতা বলেন, ‘‘মহুয়া এখানে আমি একটা স্পষ্ট মেসেজ দিতে চাই ৷ কে কার পক্ষে বিপক্ষে দেখার আমার দরকার নেই ৷ আমি সাজিয়ে গুছিয়ে কিছু লোক পাঠিয়ে, ইউটিউবে, অথবা ডিজিটালে অথবা পেপারকে দিয়ে দিলাম ৷ এই রাজনীতি একদিন চলতে পারে, চিরদিন নয় ৷’’

প্রসঙ্গত, এদিন পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ভাল কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ কৃষ্ণনগরের পৌর-প্রশাসককে সেই নির্দেশ দেওয়ার পর তিনি দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খোলেন ৷ তখনই মহুয়া মৈত্রর নাম উল্লেখ করে কড়া বার্তা দেন ৷ যখন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন, তখন মঞ্চেই বসে কৃষ্ণনগরের সাংসদ ৷

মমতা একই সঙ্গে বলেন, ‘‘একই লোক চিরকাল একই জায়গায় থাকবে, এটা মেনে নেওয়াও ঠিক নয় ৷ ভোটের সময় দল ঠিক করবে, কে প্রার্থী হবে ৷ সুতরাং এখানে কোনওরকম ভিন্নমত প্রকাশ করা উচিত নয় ৷ সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে ৷’’

এই নিয়ে তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি জয়ন্ত সাহার কাছে গত কয়েকদিন আগে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা জানতে চান । গোটা ঘটনা পুলিশকে দিয়ে তদন্ত করানোর কথা বলেন মুখ্যমন্ত্রী । আর সেই ঘটনাকে সাজানো ঘটনা বলে সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী ।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মহুয়াকে কড়া বার্তা মমতার

এই নিয়ে তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি জয়ন্ত সাহা বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যা এখানে বলে গিয়েছেন তার মুখের ওপর আর কোনও কথা বলা যায় না । একটা দলে সবাই সমান হয় না ৷’’

আরও পড়ুন : Dhankhar Writes letter to Mamata : বিএসএফ নিয়ে বক্তব্যে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

তাই গোষ্ঠীদ্বন্দ্বর কথা এড়িয়ে জয়ন্ত বাবু বলেন, ‘‘সবাইকে নিয়ে একসঙ্গে চলার পরামর্শ দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী । নিষ্ঠা আদর্শকে সামনে রেখে আগামিদিনেও কাজ করব । হয়তো কিছু জায়গায় কিছু ক্ষেত্রে ষড়যন্ত্র হয়ে থাকে, রাজনীতিতে আর সত্যের যে জয় হয় তা প্রমাণ হয়ে গেল মুখ্যমন্ত্রীর কথায় । তিনি যে সব সময় সব খবর রাখেন, সব নজর রাখেন তা আরও একবার প্রমাণিত হল ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.