ETV Bharat / state

Bangla Abash Jojona House problem: নিম্ন মানের সামগ্রীতে বাংলা আবাস যোজনার ঘর তৈরির অভিযোগ - নদিয়ার খবর

বাংলা আবাস যোজনার ঘর (Bangla Abash Jojona House problem) নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরির অভিযোগ ৷ প্রতিবাদ করায় নাকি মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর । নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা ৷

low quality materials used in bangla abash jojona house at nadia
নিম্ন মানের সামগ্রীতে বাংলা আবাস যোজনার ঘর তৈরির অভিযোগ
author img

By

Published : Jan 26, 2022, 8:21 PM IST

কৃষ্ণনগর, 26 জানুয়ারি: বাংলা আবাস যোজনার (Bangla Abash Jojona House problem) ঘর নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরির অভিযোগ ৷ এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর । এমনই অভিযোগ জানিয়েছেন উপভোক্তা ৷

নদিয়ার কৃষ্ণনগর (Krishnagar government house) পৌরসভার গোখেল রোডের 11 নম্বর ওয়ার্ডের অঞ্জনা পাড়া এলাকার ঘটনা (Nadia news)৷ দেড় কাঠারও কম জায়গায় সরকারি বাংলা আবাস যোজনার হাউসিং-এ নিম্ন মানের সামগ্রী দিয়ে ঘর তৈরি করার অভিযোগ উঠেছে । এর বিরুদ্ধে প্রতিবাদ করায় মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি এবং অশ্রাব্য গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠল কন্ট্রাক্টর তথা 11 নম্বর ওয়ার্ডের কোর্ডিনেটর সঞ্জয় বোসের বিরুদ্ধে ।

অভিযোগ, নিম্ন মানের সামগ্রী (low quality materials used in bangla abash jojona house) দিয়ে ঘর তৈরি করা হচ্ছিল ৷ সেই সময় বাধা দিলেও তাতে আমল না দিয়ে ঘর তৈরি করে দেওয়া হয় । নিয়মিত জল দেওয়া হলে কোনও অসুবিধে হবে না বলে আশ্বাস দিয়েছিলেন কন্ট্রাক্টর ৷ কিন্তু উপভোক্তার দাবি, দীর্ঘ তিন মাস ধরে নতুন বাড়িতে জল দিয়ে গিয়েছেন, অথচ হাত দিলেই বাড়ির বালি সিমেন্ট খসে পড়ছে । বিষয়টি জানাতে গেলে, মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দেন সঞ্জয় বোস । শুধু তাই নয়, তিনি সমস্ত কাজ বন্ধ করে দেন বলেও অভিযোগ ।

আরও পড়ুন: আবাস যোজনায় নাম নেই, BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ ভগবানগোলায়

যদিও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন সঞ্জয় বোস । তাঁর দাবি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে তাঁর বিরুদ্ধে । কিছু সমস্যার কারণে বাড়ি তৈরির কাজ আটকে রয়েছে বলে দাবি তাঁর ৷ খুব শিগগিরই সেই কাজ শুরু হবে বলে জানান তিনি ।

খসে পড়ছে বাংলা আবাস যোজনার ঘরের সিমেন্ট

যদিও এই বিষয়টি নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি ৷ তাঁদের অভিযোগ, সরকারি আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরি করতে গেলেও বিভিন্ন সময়ে এলাকার তৃণমূল নেতাদের কাটমানি দিতে হয় । এমনকী যে সমস্ত সামগ্রী দিয়ে বাড়ি তৈরি করা হয়, সেখান থেকেও মোটা অঙ্কের কাটমানি খায় তৃণমূল কংগ্রেস । তার ফলেই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে বাড়ি । বিজেপি নেতার দাবি, এ বিষয়ে বারবার জেলা প্রশাসনকে জানানো হলেও কোনও রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি । এই সমস্যা যদি আগামী দিনে না মেটে, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব ।

আরও পড়ুন: 'বাংলা আবাস যোজনা' নিয়ে দুর্নীতির অভিযোগে মালদায় মিছিল CPI(M)-র

কৃষ্ণনগর, 26 জানুয়ারি: বাংলা আবাস যোজনার (Bangla Abash Jojona House problem) ঘর নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরির অভিযোগ ৷ এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর । এমনই অভিযোগ জানিয়েছেন উপভোক্তা ৷

নদিয়ার কৃষ্ণনগর (Krishnagar government house) পৌরসভার গোখেল রোডের 11 নম্বর ওয়ার্ডের অঞ্জনা পাড়া এলাকার ঘটনা (Nadia news)৷ দেড় কাঠারও কম জায়গায় সরকারি বাংলা আবাস যোজনার হাউসিং-এ নিম্ন মানের সামগ্রী দিয়ে ঘর তৈরি করার অভিযোগ উঠেছে । এর বিরুদ্ধে প্রতিবাদ করায় মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি এবং অশ্রাব্য গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠল কন্ট্রাক্টর তথা 11 নম্বর ওয়ার্ডের কোর্ডিনেটর সঞ্জয় বোসের বিরুদ্ধে ।

অভিযোগ, নিম্ন মানের সামগ্রী (low quality materials used in bangla abash jojona house) দিয়ে ঘর তৈরি করা হচ্ছিল ৷ সেই সময় বাধা দিলেও তাতে আমল না দিয়ে ঘর তৈরি করে দেওয়া হয় । নিয়মিত জল দেওয়া হলে কোনও অসুবিধে হবে না বলে আশ্বাস দিয়েছিলেন কন্ট্রাক্টর ৷ কিন্তু উপভোক্তার দাবি, দীর্ঘ তিন মাস ধরে নতুন বাড়িতে জল দিয়ে গিয়েছেন, অথচ হাত দিলেই বাড়ির বালি সিমেন্ট খসে পড়ছে । বিষয়টি জানাতে গেলে, মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দেন সঞ্জয় বোস । শুধু তাই নয়, তিনি সমস্ত কাজ বন্ধ করে দেন বলেও অভিযোগ ।

আরও পড়ুন: আবাস যোজনায় নাম নেই, BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ ভগবানগোলায়

যদিও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন সঞ্জয় বোস । তাঁর দাবি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে তাঁর বিরুদ্ধে । কিছু সমস্যার কারণে বাড়ি তৈরির কাজ আটকে রয়েছে বলে দাবি তাঁর ৷ খুব শিগগিরই সেই কাজ শুরু হবে বলে জানান তিনি ।

খসে পড়ছে বাংলা আবাস যোজনার ঘরের সিমেন্ট

যদিও এই বিষয়টি নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি ৷ তাঁদের অভিযোগ, সরকারি আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরি করতে গেলেও বিভিন্ন সময়ে এলাকার তৃণমূল নেতাদের কাটমানি দিতে হয় । এমনকী যে সমস্ত সামগ্রী দিয়ে বাড়ি তৈরি করা হয়, সেখান থেকেও মোটা অঙ্কের কাটমানি খায় তৃণমূল কংগ্রেস । তার ফলেই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে বাড়ি । বিজেপি নেতার দাবি, এ বিষয়ে বারবার জেলা প্রশাসনকে জানানো হলেও কোনও রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি । এই সমস্যা যদি আগামী দিনে না মেটে, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব ।

আরও পড়ুন: 'বাংলা আবাস যোজনা' নিয়ে দুর্নীতির অভিযোগে মালদায় মিছিল CPI(M)-র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.