ETV Bharat / state

কৃষ্ণনগরে রাস্তায় পাশে পড়ে ব্যবহৃত PPE কিট, আতঙ্ক - রাস্তায় পড়ে রয়েছে ব্যবহৃত PPE কিট

রাজ্য সরকার, প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের তরফে কোরোনা সংক্রমণ রোধ করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে । এই পরিস্থিতিতে রাস্তার পাশে খোলা জায়গায় এভাবে ব্যবহার করা PPE কিটগুলো পড়ে থাকতে দেখে ক্ষুব্ধ স্থানীয়রা ।

KRISHNAGAR
রাস্তার পাশে পড়ে আছে PPE
author img

By

Published : Aug 21, 2020, 8:43 PM IST

কৃষ্ণনগর, 21 অগাস্ট : রাস্তার পাশে পড়ে রয়েছে ব্যবহৃত PPE কিট ৷ এমন ছবি দেখা গেল কৃষ্ণনগর থানা এলাকায় ৷ আজ সকালে স্থানীয় বাসিন্দারা একাধিক ব্যবহার করা PPE কিট পড়ে থাকতে দেখে ৷

প্রতিদিন জেলায় সংক্রমণের হার দ্বিগুণ গতিতে বেড়ে চলেছে ৷ রাজ্য সরকার, প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের তরফে কোরোনা সংক্রমণ রোধ করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ করা হচ্ছে । এই পরিস্থিতিতে রাস্তার পাশে খোলা জায়গায় এভাবে ব্যবহার করা PPE কিটগুলো পড়ে থাকতে দেখে ক্ষুব্ধ স্থানীয়রা । তাদের দাবি, যত দ্রুত সম্ভব স্বাস্থ্য বিভাগের তরফে PPE গুলো উদ্ধার করে নিয়ে যাওয়া হোক ৷ এলাকাগুলি স্যানিটাইজ করা হোক ।

এবিষয়ে নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অপরেশ বন্দ্যোপাধ্যায় বলেন, "এই ঘটনা মোটেও কাম্য নয় । এ পরিস্থিতিতে শুধুমাত্র হাসপাতাল, অ্যাম্বুলেন্স চালক এবং ফায়ার ব্রিগেডের কর্মীরাই শুধুমাত্র PPE কিটগুলো ব্যবহার করে । পুলিশও PPE কিট ব্যবহার করে । তাদের মধ্যে কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা এই মুহূর্তে জানা কঠিন । আমরা যত দ্রুত সম্ভব রাস্তার পাশে পড়ে থাকা ওই PPEগুলো উদ্ধার করার চেষ্টা করছি । এই পরিস্থিতিতে বলব সবাইকে একটু সচেতন হতে । কারা রাস্তার পাশে এগুলো ফেলে গেল সেই তদন্ত শুরু করছি ৷

কৃষ্ণনগর, 21 অগাস্ট : রাস্তার পাশে পড়ে রয়েছে ব্যবহৃত PPE কিট ৷ এমন ছবি দেখা গেল কৃষ্ণনগর থানা এলাকায় ৷ আজ সকালে স্থানীয় বাসিন্দারা একাধিক ব্যবহার করা PPE কিট পড়ে থাকতে দেখে ৷

প্রতিদিন জেলায় সংক্রমণের হার দ্বিগুণ গতিতে বেড়ে চলেছে ৷ রাজ্য সরকার, প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের তরফে কোরোনা সংক্রমণ রোধ করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ করা হচ্ছে । এই পরিস্থিতিতে রাস্তার পাশে খোলা জায়গায় এভাবে ব্যবহার করা PPE কিটগুলো পড়ে থাকতে দেখে ক্ষুব্ধ স্থানীয়রা । তাদের দাবি, যত দ্রুত সম্ভব স্বাস্থ্য বিভাগের তরফে PPE গুলো উদ্ধার করে নিয়ে যাওয়া হোক ৷ এলাকাগুলি স্যানিটাইজ করা হোক ।

এবিষয়ে নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অপরেশ বন্দ্যোপাধ্যায় বলেন, "এই ঘটনা মোটেও কাম্য নয় । এ পরিস্থিতিতে শুধুমাত্র হাসপাতাল, অ্যাম্বুলেন্স চালক এবং ফায়ার ব্রিগেডের কর্মীরাই শুধুমাত্র PPE কিটগুলো ব্যবহার করে । পুলিশও PPE কিট ব্যবহার করে । তাদের মধ্যে কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা এই মুহূর্তে জানা কঠিন । আমরা যত দ্রুত সম্ভব রাস্তার পাশে পড়ে থাকা ওই PPEগুলো উদ্ধার করার চেষ্টা করছি । এই পরিস্থিতিতে বলব সবাইকে একটু সচেতন হতে । কারা রাস্তার পাশে এগুলো ফেলে গেল সেই তদন্ত শুরু করছি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.