ETV Bharat / state

"টাকা নিয়ে পালিয়েছেন অন্যজন", চাপে পড়ে বললেন তৃণমূল কাউন্সিলর

কাটমানি ফেরতের দাবিতে একের পর এক বিক্ষোভ স্থানীয়দের । এবার গয়েশপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ।

কাউন্সিলর
author img

By

Published : Jul 7, 2019, 2:34 PM IST

Updated : Jul 7, 2019, 3:26 PM IST

গয়েশপুর, 7 জুলাই : কাটমানি ফেরতের দাবিতে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা । নদিয়ার গয়েশপুর ঘটনা । অভিযোগ অস্বীকার করেছেন ওই কাউন্সিলর ।

দেখুন ভিডিয়ো...

গতরাতে গয়েশপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত পুততুন্ডুকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী । অভিযোগ, কারও কাছ থেকে জমির জন্য 40 হাজার টাকা তো কাউকে রেশন দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন তিনি । সেই টাকা ফেরত চেয়ে গতকাল ওই কাউন্সিলরের ওয়ার্ড অফিসে বিক্ষোভ দেখানো হয় ।

প্রশান্ত জানান, তাঁর কাছে টাকা নেই । গণেশ নামে স্থানীয় এক ব্যক্তি সব টাকা নিয়ে পালিয়ে গেছেন ।

গয়েশপুর, 7 জুলাই : কাটমানি ফেরতের দাবিতে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা । নদিয়ার গয়েশপুর ঘটনা । অভিযোগ অস্বীকার করেছেন ওই কাউন্সিলর ।

দেখুন ভিডিয়ো...

গতরাতে গয়েশপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত পুততুন্ডুকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী । অভিযোগ, কারও কাছ থেকে জমির জন্য 40 হাজার টাকা তো কাউকে রেশন দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন তিনি । সেই টাকা ফেরত চেয়ে গতকাল ওই কাউন্সিলরের ওয়ার্ড অফিসে বিক্ষোভ দেখানো হয় ।

প্রশান্ত জানান, তাঁর কাছে টাকা নেই । গণেশ নামে স্থানীয় এক ব্যক্তি সব টাকা নিয়ে পালিয়ে গেছেন ।

Intro:কাটমানি ফেরতের দাবিতে কাউন্সিলর কে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের।এবার ঘটনাস্থল নদিয়ার গয়েশপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ড।
শনিবার রাতে গয়েশপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত পুততুন্ডু কে ঘিরে কাটমানি ফেরত চেয়ে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।অভিযোগ,প্রশান্ত পুততুন্ডু নামের ওই কাউন্সিলর এলাকায় কারোর কাছ থেকে জমি বিক্রি বাবদ 40 হাজার,তো কাউকে রেশন দোকান এর লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা কাটমানি হিসেবে নিয়েছে।আর শনিবার এই কাটমানি ফেরত চেয়ে রাতে গয়েশপুরের গোকুলপুরে ওয়ার্ড অফিসে কাউন্সিলর কে ঘিরে বিক্ষোভ দেখিয়ে টাকা ফেরত চায় প্রতারিতরা।যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর প্রশান্ত পুততুন্ডু।তার দাবী স্থানীয় গণেশ নামের এক ব্যক্তি এই টাকা নিয়ে পালিয়ে গেছে।Body:KALYANI COUNCILOR ATTACKConclusion:
Last Updated : Jul 7, 2019, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.