ETV Bharat / state

Nadia Death Case : কারখানার মধ্যেই আটা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু - Nadia Death Case

নদিয়ার শান্তিপুর থানার কন্দখোলা 34 নং জাতীয় সড়ক সংলগ্ন একটি আটা কারখানায় শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল (Nadia Death Case) ৷ মৃতের নাম অনিল সাহানি ৷ বয়স 27 ৷

Nadia Death Case news
শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু
author img

By

Published : May 7, 2022, 12:41 PM IST

নদিয়া, 7 মে : কারখানায় আটা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ৷ নদিয়ার শান্তিপুর থানার কন্দখোলা 34 নং জাতীয় সড়ক সংলগ্ন একটি আটা কারখানার ঘটনা (Nadia Death Case)। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

জানা গিয়েছে, এক মাস আগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে আটা কারখানায় কাজ করতে এসেছিলেন অনিল সাহানি নামে 27 বছর বয়সি এক যুবক । প্রতিদিনের মতো শুক্রবার রাতে কারখানার ঘরেই শুয়ে ছিলেন তিনি । সকালের দীর্ঘক্ষণ ডাকাডাকি করে কোনও সাড়া না মেলায় তাঁকে হাসপাতালে নিয়ে যান কারখানার অন্যান্য কর্মীরা । সেখানে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন : সোদপুরে ব্যাঙ্ককর্মীর রহস্যজনক মৃত্যু

কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, অতিরিক্ত মদ্যপান করেছিলেন অনিল । মদ্যপান করার পর দীর্ঘক্ষণ বাথরুমের ভেতরে শুয়ে ছিলেন । তাঁর সঙ্গীরা পরবর্তীকালে তাঁকে তুলে এনে ঘরে শুইয়ে দেন ৷ তাঁরা জানান, ভোরবেলায় ডাকাডাকি করে কোনও সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁদের । তারপর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ৷ অনুমান হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন ওই যুবক । মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে শান্তিপুর থানার পুলিশ । কীভাবে ওই যুবকের মৃত্যু ঘটল ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তা স্পষ্ট হবে ।

নদিয়া, 7 মে : কারখানায় আটা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ৷ নদিয়ার শান্তিপুর থানার কন্দখোলা 34 নং জাতীয় সড়ক সংলগ্ন একটি আটা কারখানার ঘটনা (Nadia Death Case)। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

জানা গিয়েছে, এক মাস আগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে আটা কারখানায় কাজ করতে এসেছিলেন অনিল সাহানি নামে 27 বছর বয়সি এক যুবক । প্রতিদিনের মতো শুক্রবার রাতে কারখানার ঘরেই শুয়ে ছিলেন তিনি । সকালের দীর্ঘক্ষণ ডাকাডাকি করে কোনও সাড়া না মেলায় তাঁকে হাসপাতালে নিয়ে যান কারখানার অন্যান্য কর্মীরা । সেখানে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন : সোদপুরে ব্যাঙ্ককর্মীর রহস্যজনক মৃত্যু

কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, অতিরিক্ত মদ্যপান করেছিলেন অনিল । মদ্যপান করার পর দীর্ঘক্ষণ বাথরুমের ভেতরে শুয়ে ছিলেন । তাঁর সঙ্গীরা পরবর্তীকালে তাঁকে তুলে এনে ঘরে শুইয়ে দেন ৷ তাঁরা জানান, ভোরবেলায় ডাকাডাকি করে কোনও সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁদের । তারপর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ৷ অনুমান হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন ওই যুবক । মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে শান্তিপুর থানার পুলিশ । কীভাবে ওই যুবকের মৃত্যু ঘটল ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তা স্পষ্ট হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.