ETV Bharat / state

কৃষ্ণগঞ্জ বিধানসভার উপনির্বাচন ২৯ এপ্রিল - krishnagunj

চতুর্থ দফায় (২৯ এপ্রিল) কৃষ্ণনগর, রানাঘাট সহ একাধিক লোকসভা কেন্দ্রে ভোট হবে। ওইদিনই কৃষ্ণগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হবে। জানালেন নদিয়ার জেলাশাসক সুমিত গুপ্তা।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 12, 2019, 2:35 PM IST

কৃষ্ণগঞ্জ (নদিয়া), ১২ মার্চ : সাত দফায় হবে লোকসভা নির্বাচন। চতুর্থ দফায় (২৯ এপ্রিল) কৃষ্ণনগর, রানাঘাট সহ একাধিক লোকসভা কেন্দ্রে ভোট হবে। ওইদিনই কৃষ্ণগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হবে। আজ একথা জানালেন নদিয়ার জেলাশাসক সুমিত গুপ্তা।

৯ ফেব্রুয়ারি কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাসকে গুলি করে খুন করা হয়। এলাকায় সরস্বতী পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়। কৃষ্ণগঞ্জের ওই আসনে ২৯ এপ্রিল উপনির্বাচন হবে।

নদিয়ার জেলাশাসক বলেন, "লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা উপনির্বাচন হবে। ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। লোকসভা ও বিধানসভার জন্য কৃষ্ণগঞ্জে প্রতিটি বুথেই থাকবে দুটি করে EVM। লোকসভার জন্য থাকবে সাদা রঙের স্লিপ। ভোটাররা প্রথমে লোকসভার ভোট দেবেন। গোলাপী রঙের স্লিপ থাকবে বিধানসভার জন্য।

কৃষ্ণগঞ্জ (নদিয়া), ১২ মার্চ : সাত দফায় হবে লোকসভা নির্বাচন। চতুর্থ দফায় (২৯ এপ্রিল) কৃষ্ণনগর, রানাঘাট সহ একাধিক লোকসভা কেন্দ্রে ভোট হবে। ওইদিনই কৃষ্ণগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হবে। আজ একথা জানালেন নদিয়ার জেলাশাসক সুমিত গুপ্তা।

৯ ফেব্রুয়ারি কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাসকে গুলি করে খুন করা হয়। এলাকায় সরস্বতী পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়। কৃষ্ণগঞ্জের ওই আসনে ২৯ এপ্রিল উপনির্বাচন হবে।

নদিয়ার জেলাশাসক বলেন, "লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা উপনির্বাচন হবে। ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। লোকসভা ও বিধানসভার জন্য কৃষ্ণগঞ্জে প্রতিটি বুথেই থাকবে দুটি করে EVM। লোকসভার জন্য থাকবে সাদা রঙের স্লিপ। ভোটাররা প্রথমে লোকসভার ভোট দেবেন। গোলাপী রঙের স্লিপ থাকবে বিধানসভার জন্য।

Intro:29 এপ্রিল লোকসভা নির্বাচনের দিনে নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা উপ নির্বাচন হবে। এদিন একথা ঘোষণা করলেন নদীয়া জেলা শাসক সুমিত গুপ্তা।
উল্লেখ্য গত 9 ফেব্রুয়ারি কৃষ্ণগঞ্জ এর বিধায়ক সত্যজিৎ বিশ্বাস কে দুষ্কৃতীরা গুলি করে খুন করে। যে কারণে নদীয়ার কৃষ্ণগঞ্জ 88 নম্বর বিধানসভা আসন টিতে উপনির্বাচন হবে। এদিন সাংবাদিকদের মুখোমুখি নদীয়া জেলা শাসক সুমিত গুপ্ত বলেন, কৃষ্ণগঞ্জ লোকসভার সঙ্গেই বিধানসভা উপ নির্বাচন হবে। বিভিন্ন দলের রাজনৈতিক প্রার্থীরা রানাঘাট এইচডি অফিসে তাদের নমিনেশন দাখিল করতে পারবেন। 2 তারিখ থেকে শুরু হবে নমিনেশন দাখিল এর দিন এবং 9 তারিখে শেষ হবে। কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার প্রতিটি বুথেই দুটো করে ভোট মেশিন থাকবে। সাদা রঙের থাকবে লোকসভার স্লিপ। অর্থাৎ ভোটাররা প্রথমে লোকসভার ভোট দেবে। এবং একই সঙ্গে তারপর পিংক কালারের স্লিপ থাকবে যেটা বিধানসভা ভোট। তবে এই বিধানসভার জন্য কোন রাজনৈতিক দল এখনও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি।


Body:কৃষ্ণগঞ্জ উপনির্বাচন


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.