কল্যাণী, 3 নভেম্বর: চাকদার নাটকের দল ডিএ আন্দোলনকারীদের মঞ্চে নাটক করার দিনই তাঁদের নাট্যমেলা আয়োজনের বুকিং বাতিল হয়ে গেল কল্যাণীর ঋত্বিক সদনে ৷ এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ এর পেছনে শাসকের রোষ দেখছেন অনেকে ৷
বৃহস্পতিবার ডিএ-র দাবিতে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের সামনে নাটক পরিবেশন করে চাকদহের দল নাট্যজন । সেখানে জগাখিচুড়ি নামে নাটকটি অনুষ্ঠিত হয় । যেখানে উঠে এসেছে বিভিন্ন সরকার বিরোধী প্রসঙ্গ ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই কল্যাণীর ঋত্বিক সদন প্রেক্ষাগৃহে দেবেশ চট্টোপাধ্যায়ের নাট্যমেলার বুকিং থাকা সত্ত্বেও, সরকারি কাজ থাকার কথা জানিয়ে আচমকা তা বাতিল হয়ে যায় ৷ বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনের মঞ্চের সামনে নাটক পরিবেশনের পরই কাকতালীয়ভাবে এই বুকিং বাতিল হয়ে যাওয়ায় তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে ৷
ঠিক কী ঘটেছে ?
বৃহস্পতিবার ছিল ডিএ আন্দোলনের 280তম দিন । আর এ দিনই সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভে নাটকের মাধ্যমে প্রতিবাদ করা হয় একাধিক দুর্নীতির । ঘুষ দিয়ে শিক্ষক হওয়া থেকে শুরু করে টাকার বিনিময়ে বদলি, এমনকি রেশন দুর্নীতিও উঠে আসে নাটকের গল্পে ৷ মিড ডে মিলের চাল চুরির প্রসঙ্গও উঠে এসেছে চাকদা নাট্যজনের এই নাটকে । নাটকের নাম 'জগাখিচুড়ি' ৷ এটি ছিল পুরোদস্তুর পলিটিক্যাল স্যাটায়ার ।
তবে দুপুরে ওই নাটক পরিবেশনের পরেই বৃহস্পতিবার সন্ধ্যায় কল্যাণী পৌরসভার তরফে চিঠি দেওয়া হয় চাকদহ নাট্যজনকে । জানানো হয়, কল্যাণী ঋত্বিক সদন প্রেক্ষাগৃহ নাট্যজন আয়োজিত নাট্যমেলার সংরক্ষণ বাতিল করছে । আগামী 23 নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত এখানেই চাকদহ নাট্যজনের নাট্যমেলা হওয়ার কথা ছিল । পৌরসভার তরফে জানানো হয়েছে, ওই দিনগুলিতে সরকারি অনুষ্ঠান রয়েছে । সে কারণেই এই নাট্যমেলা বাতিল করা হল ।
আরও পড়ুন: কেজরিওয়ালের মতো মমতারও জিজ্ঞাসাবাদ প্রয়োজন, দাবি বিজেপির অগ্নিমিত্রার
চাকদহ নাট্যজনের সম্পাদক সুমন পাল বৃহস্পতিবারই ফেসবুকে এই নিয়ে একটি পোস্ট করেন । সেখানে তিনি লেখেন, "আজকের দিনটা চাকদহ নাট্যজনের কাছে অনেক গুরুত্বপূর্ণ দিন । আজ আমাদের জগাখিচুড়ি নাটকের অভিনয় করতে পেরেছি সংগ্রামী যৌথ মঞ্চে । ওখানে গিয়ে আমাদের অভিনয় করতে পেরেছি, আমরা সত্যিই অভিভূত । এত মানুষ রাতের পর রাত নিজেদের ন্যায্য দাবিতে খোলা আকাশের নীচে রয়েছেন । তাঁদের এই লড়াইয়ের শরিক আজ আমরা হতে পারলাম । তারপরই সন্ধ্যা 7.30 মিনিটে তপন থিয়েটারে আমরা প্রচুর মানুষের সামনে অভিনয় করলাম জগাখিচুড়ি । সবার ভালোবাসায় আমরা আপ্লুত ।"
তিনি আরও লেখেন, "দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত নাট্যউৎসব বাতিল । প্রসঙ্গত, উল্লেখ করি, আজ আমাদের কাছে সন্ধ্যা 7.19 মিনিটে কল্যাণী পৌরসভা ইমেল করে জানান, আগামী 23 নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত সরকারি অনুষ্ঠানের জন্য প্রেক্ষাগৃহ ব্যবহার বাতিল করা হল । আমরা এই চারদিনে দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত ছয়টি নাটক কল্যাণী শহরে মঞ্চায়ন করতে চেয়েছিলাম । সেখানে উৎপল দত্তের 'ব্যারিকেড'ও ছিল । থিয়েটারের মতো গুরুত্বপূর্ণ একটি কাজকে স্থগিত করে ওই চারদিন মঞ্চে কোন সরকারি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার জন্য অপার বিস্ময়ে অপেক্ষায় রইলাম । আমাদের সামান্য শক্তি নিয়ে এই আয়োজন করতে চেয়েছিলাম । সব লণ্ডভণ্ড হয়ে গেল । যাঁরা টিকিট কেটেছেন, তাঁদের টাকা আমরা ফেরত দেব । আমরা পুরো বিষয়টার জন্য ক্ষমাপ্রার্থী ।"
আরও পড়ুন: রেশন দুর্নীতির বিরুদ্ধে পথে বিজেপি, জ্যোতিপ্রিয়কে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি
নাট্যজনকে শাসকের রোষে পড়তে হল বলে বিভিন্ন মহল যে অভিযোগ করছে, তা নস্যাৎ করে দিয়েছেন কল্যাণী পৌরসভার চেয়ারম্যান ড. নীলমেশ রায়চৌধুরী । তিনি বলেন, "এটি একটি রুটিন বিষয় । নিয়মে বলা রয়েছে, বুকিং করার পরেও যদি কোনও সরকারি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থাকে এবং পৌরসভার যদি নিজস্ব কোনও কর্মসূচি থাকে, তবে সে ক্ষেত্রে আগের বুকিং বাতিল করা হবে । তবে হঠাৎ করে এই বিভ্রান্তি কেন ছড়াচ্ছে আমি বুঝতে পারছি না । আমাদের যেহেতু 19 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত একটি সরকারি কর্মসূচি রয়েছে এবং সেটি গুরুত্বপূর্ণ, তাই আমাদের তা শেষ করতেই হবে ।"
এর আগে, দেব ও মিঠুন চক্রবর্তীর প্রজাপতি ছবি নন্দনে জায়গা না পাওয়াতেও সরগরম হয়েছিল রাজনীতি ৷ শুধু তাই নয়, অরিজিৎ সিং-এর কনসার্টের স্থান আচমকা বদলে যাওয়ায় এর সঙ্গে গেরুয়া বিতর্কের জের টানা হয়েছিল ৷ ঝড় উঠেছিল ভবিষ্যতের ভূত ছবি নিয়েও ৷ আর এ বার নাটকের দলের বুকিং বাতিল হওয়াতেও আঙুল উঠেছে শাসকদলের দিকে ৷